@taswindasilva1: Bag n Bish #fyp#ticktok #coronavirus #foryou

taswindasilva
taswindasilva
Open In TikTok:
Region: ZA
Sunday 07 June 2020 10:15:41 GMT
380
29
0
1

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @taswindasilva1, please go to the Tikwm homepage.

Other Videos

Part-125 || #❁বখাটে_বউ❁ S3 মেয়েলী ছোট ছোট নরম হাতের স্পর্শ পেয়ে পেছন ফিরে তাকায় জংকুক,তার ছোট্ট বউ টা তাকে জড়িয়ে ধরেছে,মুখে লেগে আছে মিষ্টি হাসি,যা দেখে জংকুক ও হাসে! অতঃপর মৃদু কন্ঠে বলে, Jk: গুড মর্নিং বেবি! Yn: গুড মর্নিং,উমম আমরা কি আজ এখানেই থাকবো,বাড়ি যাই চলেন! Jk: না বাড়িতে গেলে তোকে আমি ভাগে পাইনা,চড়ুই পাখির মতো লাফিয়ে লাফিয়ে এদিক-সেদিক চলে যাস!এখানেই থাকবো, Yn: আজকে জেহোপের বার্থডে আপনি ভুলে গিয়েছেন! Jk: ওহ সিট!! আসলেই তো! তাহলে তো যেতেই হবে! অপরদিকে, রুমে সোফার উপর মুখ গোমড়া করে বসে আছে রোহান,তার মা-বাবা শহরে গিয়েছে ফুপির বাড়ি,পুরো বাড়ি ফাঁকা,এই টাইমে বউ কে নিয়ে একটু রো মা ন্স করবে ভেবেছিলো,তবে বউ তো আজাত-কুজাত! টেবিলে পুড়া রুটি সামনে দিয়ে রেখেছে খাওয়ার জন্য,রোহান এবার অসহায় কন্ঠে বেলি কে শুধালো! -বউ ও বউ শুনো! -বেডা মানুষ হয়ে নেকামি কম করেন সহ্য হয়না,সরাসরি বলেন কি বলবেন! -বলছি যে কোন পাপের শাস্তি এগুলা,আমায় দেখে কি এলিয়েন মনে হয়? এগুলা মানুষ খায়? মিরা কোমড়ে হাত রেখে,সরু নেত্রে চেয়ে বলে, -ঠিকই বলেছেন মানুষ খায়না,ছাগল খায়,আর আমি তো ছাগল কেই খেতে দিয়েছি,চশমা ওয়ালা ছাগল! এটুকু বলেই নিজ রুমে চলে গেলো বেলি,আর রোহান হতভম্বের ন্যায় সেদিকে চেয়ে রইলো শেষে কিনা প্রিয় মিরাদ থেকে
Part-125 || #❁বখাটে_বউ❁ S3 মেয়েলী ছোট ছোট নরম হাতের স্পর্শ পেয়ে পেছন ফিরে তাকায় জংকুক,তার ছোট্ট বউ টা তাকে জড়িয়ে ধরেছে,মুখে লেগে আছে মিষ্টি হাসি,যা দেখে জংকুক ও হাসে! অতঃপর মৃদু কন্ঠে বলে, Jk: গুড মর্নিং বেবি! Yn: গুড মর্নিং,উমম আমরা কি আজ এখানেই থাকবো,বাড়ি যাই চলেন! Jk: না বাড়িতে গেলে তোকে আমি ভাগে পাইনা,চড়ুই পাখির মতো লাফিয়ে লাফিয়ে এদিক-সেদিক চলে যাস!এখানেই থাকবো, Yn: আজকে জেহোপের বার্থডে আপনি ভুলে গিয়েছেন! Jk: ওহ সিট!! আসলেই তো! তাহলে তো যেতেই হবে! অপরদিকে, রুমে সোফার উপর মুখ গোমড়া করে বসে আছে রোহান,তার মা-বাবা শহরে গিয়েছে ফুপির বাড়ি,পুরো বাড়ি ফাঁকা,এই টাইমে বউ কে নিয়ে একটু রো মা ন্স করবে ভেবেছিলো,তবে বউ তো আজাত-কুজাত! টেবিলে পুড়া রুটি সামনে দিয়ে রেখেছে খাওয়ার জন্য,রোহান এবার অসহায় কন্ঠে বেলি কে শুধালো! -বউ ও বউ শুনো! -বেডা মানুষ হয়ে নেকামি কম করেন সহ্য হয়না,সরাসরি বলেন কি বলবেন! -বলছি যে কোন পাপের শাস্তি এগুলা,আমায় দেখে কি এলিয়েন মনে হয়? এগুলা মানুষ খায়? মিরা কোমড়ে হাত রেখে,সরু নেত্রে চেয়ে বলে, -ঠিকই বলেছেন মানুষ খায়না,ছাগল খায়,আর আমি তো ছাগল কেই খেতে দিয়েছি,চশমা ওয়ালা ছাগল! এটুকু বলেই নিজ রুমে চলে গেলো বেলি,আর রোহান হতভম্বের ন্যায় সেদিকে চেয়ে রইলো শেষে কিনা প্রিয় মিরাদ থেকে "ছাগল" উপাধি পেতে হলো! আজ জিওন শায়র ভিলা জমজমাট,লিভিং রুম টা চকচক করছে নানা রঙের আলোয়,খুব সুন্দর ভাবে ডেকোরেশন করা হয়েছে চারপাশ!প্রতিবছর জেহোপের জন্মদিনে এইরকম অনুষ্ঠান করা হয়,এটা জেহোপের একটা শখ বললেই চলে,তাই কেউ দ্বিমত পোষণ করেনা! জংকুক সুগা এবং রোহানের সাথে দাঁড়িয়ে কথা বলছিলো,তবে চোখ জোড়া এক লহমায় আটকে গেলো সামনে থাকা রমনীর দিকে,ফর্সা গাত্রে কালো জরজেটের শাড়ি এবং সাদা পাথরের জুয়েলারি তে মারাত্মক সুন্দর লাগছে তার রঙ্গনাকে! চোখ ধাঁধিয়ে যাচ্ছে তার,অপরদিকে Yn ও তার প্রেমিক পুরুষের দিকে কালো ফর্মাল স্যুটে লাগামহীন সুদর্শন লাগছে তার বরকে,ইশশ কেন যে মনে করে ১টা কালো টিকা দিয়ে দিলোনা,সব মেয়েরা এখন চোখ দিয়েই গিলে খাবে তার সুদর্শন বর টাকে! অতঃপর সেখানে আগমন ঘটলো জেহোপ এবং তেয়হিউং এর,জেহোপের মুখে বিস্তীর্ণ হাসি,তবে তেয়হিউং যেনো জোড় করেই হাসছে,চোখের নিচে কালো প্রলেপ পড়ে গিয়েছে ছেলেটার,পেটানো শরীর টা শুকিয়ে একাকার,মনে হচ্ছে যেন মারাত্মক রোগে আক্রান্ত এক রোগী সে! Yn বারংবার ই এই ছেলের চোখের ভাষা পড়তে চায়,তবে কোনবার সফল হয়না,কিছু জিজ্ঞেস করলেও পারদর্শীদের মতো এড়িয়ে যায়,লুকিয়ে রাখা অনুভূতি কি জোর করে পড়া সম্ভব? অতঃপর কেক কাটা হলো,সবাই একসাথে গ্রুপ ছবি তুললো,তবে এত সবের মাঝে তেয়হিউং দূরে দূরে,আর বেলির চোখজোড়া তাতেই নিবন্ধ,পার্টিতে এসে পুরোনো প্রেমের মানুষ টাকে দেখে,পূর্বের ন্যায় হৃদয় টা ভেঙে চুড়ে গুড়িয়ে যাচ্ছে,চোখের কার্নিশ বেয়ে আপনা-আপনিই জল ধারা গড়াচ্ছে,বেহায়া চোখ,বেহায়া মন! স্বিদ্ধান্ত নেওয়া হলো সবাই মিলে কাটল ডান্স করবে,তবে জংকুক সাফ-সাফ জানিয়ে দিয়েছে এসব ডান্সে সে নেই! লোক সম্মুখে তার এমন দাম্ভিকতা,গাম্ভীর্যতা দেখে মাঝে মাঝে Yn এর সন্দেহ হয় আসলেই কি এটা সেই পুরুষ? যে তার জন্য পাগলামী করে? সেই পাগলামো গুলো যদি কেউ দেখতো সুগার মতো তাকে ও বউ পাগল জামাই এর ট্যাগ দেওয়া হতো! সবাই স্টেজে কাপল ডান্স করছে,রোহান ও জোর করে বেলিকে নিয়ে এসেছে! এসব দেখে Yn এর ও ইচ্ছে হয় জংকুকের সাথে ডান্স করার তবে জংকুক যে মানতে নারাজ! Yn: শুনোনা জংকুক চলো আমরাও... Jk: সি ডি ইউ স করার চেষ্টা করবিনা বউ খবরদার! জরুরি কাজ পড়েছে,তাই সম্ভব না,গেলাম আমি লাভ ইউ! এইটুকু বলেই গটগট পায়ে হেঁটে গাড়ি নিয়ে চলে গেলো সে,রাগে দুঃখে Yn এর কাঁদতে ইচ্ছে করছে,তাইতো বারের সামনে গিয়ে বসে,জোর করে দুই প্যাগ খেয়ে নিয়েছে,খেয়ে এখন আফসোস করছে,মাথা পুরোটা ভনভন করে ঘুরছে! সে মাথা ধরেই সামনের ব্যাক্তিটির দিকে তাকিয়ে শোধায়! Yn: হায় আল্লাহ? দুইটা কেন? তে তে ভাই? আপনার যমজ ভাই আছে,এ মা আগে বললেন না কেন? পচা লোক! এইটুকু বলেই হাসতে থাকে সে,অতঃপর কোনর পা ফেলে হাঁটতে গেলেই পড়ে যেতে নেয়,তবে তার আগেই ধরে ফেলে তেয়হিউং,একটা দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর কন্ঠে বলে, -Yn তুমি ড্রিংক করেছো? Yn আকাশ থেকে পড়ার মতো চমকালো তারপর ঢং করে বললো, Yn: এ মা ছিঃ ছিঃ আমি ভালো মেয়ে না? ভালো মেয়েরা ড্রিংক করেনা আপনি জানেন না! -এই মেয়ের মাথা গেছে! তেয়হিউং তাকে ধরে ধরে রুমে দিয়ে আসে,সেই মুহুর্তে রুমে প্রবেশ করে জংকুক,হন্তদন্ত হয়ে ছুটে আসে সে! অস্থির কন্ঠে শুধায়? Jk: কি হয়েছে? কি হয়েছে Yn এর? তেয়হিউং আশ্বাস দিয়ে বলে! -শান্ত হও ব্রো নাথিং সিরিয়াস! ভুলে হয়তো ড্রিংকস করে ফেলেছে,এইবার সামলা তোর বউ কে! গেলাম আমি! জংকুক গিয়ে দরজা লাগিয়ে গাল দিয়ে ঠোঁট ঠেলে Yn এর দিকে চাইলো, #fyp #jeon_sanju

About