@tayyycox: I’m so dead😂😂😂

Taylor cox
Taylor cox
Open In TikTok:
Region: US
Monday 08 June 2020 22:44:47 GMT
413
13
4
2

Music

Download

Comments

caylaababyy
Caylaababyy :
Omggg😂😂
2020-06-10 00:24:02
1
micleecox
user7830302038135 :
🤣
2020-06-14 02:15:46
1
gabzilllaaa
g. :
😂😂😂
2020-06-17 19:40:29
1
__angel8881
Angel🍒 :
i’m crying
2023-06-13 03:38:36
1
To see more videos from user @tayyycox, please go to the Tikwm homepage.

Other Videos

একদিন তোমার আমাকে মনে পরবে!  একদিন তোমার আমাকে মনে পরবে কিন্তু সাহস করে একটা ফোন করতে পারবে না।  সেদিন লজ্জার বশে তুমি নিজেকে সংবরণ করতে বাধ্য হবে। আমাদের দুজনের এতো এতো গল্প আর স্মৃতি জমেছে যে, তুমি অন্য কারো মাঝেও আমার ছায়া দেখবে। কিন্তু সেখানে তুমি আমাকে পাবে না। একটা আক্ষেপ জন্ম নিবে তোমার ভেতরে। রাত গভীর হলে আমার ফেইসবুক ওয়াল ঘুরতে মন চাইবে।  হয়তো সব বাঁধা ভেঙ্গে, মনের সাথে যুদ্ধ করে হলেও আমার প্রতিটি পোস্ট দেখবে। হাসবে, রাগ করবে, কিন্তু আমাকে সেই অনুভূতি বলতে পারবে না।  এর চেয়ে আর বড় কষ্ট কি আর থাকতে পারে? কোন এক ভোরে কিংবা গভীর রাতে ঘুম ভেঙ্গে ফোন চেক করে দেখবে আমার কোন টেক্সট আছে কি না।  আমাকে না পেয়ে তোমার যেই দীর্ঘশ্বাস জন্মাবে তা তোমার প্রাপ্য ছিল।  আমি তো কোন অন্যায় করিনি। এখন যার সাথে আছ তাকে নিয়ে যতই সুখে থাক, যতই ভাল থাক, আমি জানি আমাকে তোমার মনে পড়বেই।  কারন আমি তোমাকে ঠকাইনি। তোমার সাথীর সাথে কাটানো প্রতিটি সুখময় মুহুর্তে আমি থাকবো তোমার মস্তিষ্কের একটা কোনায়।  এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? আমাকে কষ্ট দেয়ার প্রতিটি পাপ তোমাকে ঘিরে ধরবে।  একদিন তুমিও অসুখী হবে। একদিন তোমারও আমার জন্য কাঁদতে মন চাইবে।  কিন্তু চোখে জল আসবে না। এক শীতে সমুদ্রে স্নান করতে যাবে।  সাথে প্রিয় মানুষটি থাকবে।  অথচ সেখানে আমার থাকার কথা ছিল। এক জোৎস্নার রাতে আকাশ দেখে তোমার চোখের কোনায় জল জমবে।  এত সুন্দর রুপালি জ্যোৎস্না আমাকে ছাড়া দেখবে আর কষ্ট তোমাকে জাপ্টে ধরবে না, তা হবে না। একদিন আমাকে দেখার জন্য আকুল হবে।  রাস্তায় খুঁজবে।  পাবে না।  সেদিন আঘাত লাগবে।  সেদিন বুঝবে কি অন্যায় করেছো। একদিন বুঝবে ভাল একটা সম্পর্ক শেষ করে কেউ ভাল থাকেনা। একদিন বুঝবে কথা দিয়ে কথা না রাখা একটা অন্যায়।  সেদিন চাইলেও আর নিজেকে ভাল রাখতে পারবে না। একদিন আমিও সুখী হব।  কিন্তু সেই আমি আর তোমার মাঝে সুখ খুঁজব না।  তোমার দেয়া প্রতিটি অবহেলা একদিন আমার জীবনে অন্য কারো মাধ্যমে সুখ হয়ে ফেরত আসবে।  কিন্তু আমি আর তোমাকে মনে করবো না!
একদিন তোমার আমাকে মনে পরবে! একদিন তোমার আমাকে মনে পরবে কিন্তু সাহস করে একটা ফোন করতে পারবে না। সেদিন লজ্জার বশে তুমি নিজেকে সংবরণ করতে বাধ্য হবে। আমাদের দুজনের এতো এতো গল্প আর স্মৃতি জমেছে যে, তুমি অন্য কারো মাঝেও আমার ছায়া দেখবে। কিন্তু সেখানে তুমি আমাকে পাবে না। একটা আক্ষেপ জন্ম নিবে তোমার ভেতরে। রাত গভীর হলে আমার ফেইসবুক ওয়াল ঘুরতে মন চাইবে। হয়তো সব বাঁধা ভেঙ্গে, মনের সাথে যুদ্ধ করে হলেও আমার প্রতিটি পোস্ট দেখবে। হাসবে, রাগ করবে, কিন্তু আমাকে সেই অনুভূতি বলতে পারবে না। এর চেয়ে আর বড় কষ্ট কি আর থাকতে পারে? কোন এক ভোরে কিংবা গভীর রাতে ঘুম ভেঙ্গে ফোন চেক করে দেখবে আমার কোন টেক্সট আছে কি না। আমাকে না পেয়ে তোমার যেই দীর্ঘশ্বাস জন্মাবে তা তোমার প্রাপ্য ছিল। আমি তো কোন অন্যায় করিনি। এখন যার সাথে আছ তাকে নিয়ে যতই সুখে থাক, যতই ভাল থাক, আমি জানি আমাকে তোমার মনে পড়বেই। কারন আমি তোমাকে ঠকাইনি। তোমার সাথীর সাথে কাটানো প্রতিটি সুখময় মুহুর্তে আমি থাকবো তোমার মস্তিষ্কের একটা কোনায়। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? আমাকে কষ্ট দেয়ার প্রতিটি পাপ তোমাকে ঘিরে ধরবে। একদিন তুমিও অসুখী হবে। একদিন তোমারও আমার জন্য কাঁদতে মন চাইবে। কিন্তু চোখে জল আসবে না। এক শীতে সমুদ্রে স্নান করতে যাবে। সাথে প্রিয় মানুষটি থাকবে। অথচ সেখানে আমার থাকার কথা ছিল। এক জোৎস্নার রাতে আকাশ দেখে তোমার চোখের কোনায় জল জমবে। এত সুন্দর রুপালি জ্যোৎস্না আমাকে ছাড়া দেখবে আর কষ্ট তোমাকে জাপ্টে ধরবে না, তা হবে না। একদিন আমাকে দেখার জন্য আকুল হবে। রাস্তায় খুঁজবে। পাবে না। সেদিন আঘাত লাগবে। সেদিন বুঝবে কি অন্যায় করেছো। একদিন বুঝবে ভাল একটা সম্পর্ক শেষ করে কেউ ভাল থাকেনা। একদিন বুঝবে কথা দিয়ে কথা না রাখা একটা অন্যায়। সেদিন চাইলেও আর নিজেকে ভাল রাখতে পারবে না। একদিন আমিও সুখী হব। কিন্তু সেই আমি আর তোমার মাঝে সুখ খুঁজব না। তোমার দেয়া প্রতিটি অবহেলা একদিন আমার জীবনে অন্য কারো মাধ্যমে সুখ হয়ে ফেরত আসবে। কিন্তু আমি আর তোমাকে মনে করবো না!

About