@tatiana__filipa:

✨Tatiana✨
✨Tatiana✨
Open In TikTok:
Region: PT
Tuesday 05 July 2022 22:35:23 GMT
735
62
2
0

Music

Download

Comments

tiagooamaro
Tiago Amaro 🔥 :
Linda né 🥰
2022-07-05 22:51:04
1
To see more videos from user @tatiana__filipa, please go to the Tikwm homepage.

Other Videos

চিরকাল এই হৃদয়টা ছটফট করবে, তোমাকে না পাওয়ার যন্ত্রণায়। সময়ের স্রোত যতই দূরে নিয়ে যাক, মানুষের ভিড় যতই ভুলতে বলুক, ভেতরের শূন্যতা কোনোদিনও পূরণ হবে না। তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে বড় আশা, স্বপ্নের সবচেয়ে উজ্জ্বল আলো, অথচ নিয়তির নিষ্ঠুর খেলায় সেই আলোকে আমি স্পর্শই করতে পারলাম না। হাজার মানুষ কাছে থেকেও, তোমার অভাব আমাকে প্রতিটি মুহূর্তে গ্রাস করে। প্রতিদিনের হাসির আড়ালে লুকিয়ে থাকে এক গভীর বেদনা—যেখানে শুধু তোমার নামের প্রতিধ্বনি বাজে। আমি জানি, পৃথিবীর কোনো প্রার্থনা, কোনো কান্না, কোনো আকুলতা তোমাকে আর আমার করে তুলতে পারবে না, তবুও হৃদয়টা হাল ছাড়তে জানে না। ভালোবাসার এই তীব্র তৃষ্ণা আমাকে সারাজীবন কষ্ট দেবে, আমাকে বারবার মনে করিয়ে দেবে— সবচেয়ে বেশি যাকে চাই, সেই মানুষটাই চিরকাল আমার নাগালের বাইরে রয়ে গেল। এমন এক আফসোস থাকবে আজীবন— যার জন্য বুক ভরে ভালোবাসা জমা করেছিলাম, যার জন্য হৃদয় পুড়েছিল, স্বপ্ন দেখেছিল, সেই মানুষটিকে আমি শুধু দূর থেকে দেখেছি, অনুভব করেছি, কিন্তু কখনো নিজের বলতে পারিনি। হয়তো এটাই নিয়তি, হয়তো এটাই ভালোবাসার আরেক নাম—চিরকাল তৃষ্ণার্ত থেকে যাওয়া। #fypシ #foryou #foryourpage #bdtiktokofficial🇧🇩 #ক্যাপশন_ভিডিও  @brokenmonergolpo
চিরকাল এই হৃদয়টা ছটফট করবে, তোমাকে না পাওয়ার যন্ত্রণায়। সময়ের স্রোত যতই দূরে নিয়ে যাক, মানুষের ভিড় যতই ভুলতে বলুক, ভেতরের শূন্যতা কোনোদিনও পূরণ হবে না। তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে বড় আশা, স্বপ্নের সবচেয়ে উজ্জ্বল আলো, অথচ নিয়তির নিষ্ঠুর খেলায় সেই আলোকে আমি স্পর্শই করতে পারলাম না। হাজার মানুষ কাছে থেকেও, তোমার অভাব আমাকে প্রতিটি মুহূর্তে গ্রাস করে। প্রতিদিনের হাসির আড়ালে লুকিয়ে থাকে এক গভীর বেদনা—যেখানে শুধু তোমার নামের প্রতিধ্বনি বাজে। আমি জানি, পৃথিবীর কোনো প্রার্থনা, কোনো কান্না, কোনো আকুলতা তোমাকে আর আমার করে তুলতে পারবে না, তবুও হৃদয়টা হাল ছাড়তে জানে না। ভালোবাসার এই তীব্র তৃষ্ণা আমাকে সারাজীবন কষ্ট দেবে, আমাকে বারবার মনে করিয়ে দেবে— সবচেয়ে বেশি যাকে চাই, সেই মানুষটাই চিরকাল আমার নাগালের বাইরে রয়ে গেল। এমন এক আফসোস থাকবে আজীবন— যার জন্য বুক ভরে ভালোবাসা জমা করেছিলাম, যার জন্য হৃদয় পুড়েছিল, স্বপ্ন দেখেছিল, সেই মানুষটিকে আমি শুধু দূর থেকে দেখেছি, অনুভব করেছি, কিন্তু কখনো নিজের বলতে পারিনি। হয়তো এটাই নিয়তি, হয়তো এটাই ভালোবাসার আরেক নাম—চিরকাল তৃষ্ণার্ত থেকে যাওয়া। #fypシ #foryou #foryourpage #bdtiktokofficial🇧🇩 #ক্যাপশন_ভিডিও @brokenmonergolpo

About