@mizanurrahmanazhari: ইনশাআল্লাহ.. আগামীকাল ২৮ মার্চ ২০২৩, বাংলাদেশ সময় রাত ১০ টায় আমার এই পেইজ থেকে লাইভে আসব। সকলে সাদর আমন্ত্রিত। প্রতিবারের ন্যায় এবারও পবিত্র রমাদানুল মুবারাক উপলক্ষে আমার ফেইসবুক পেইজ থেকে ৪টি বিশেষ কুরআনিক লাইভ করার পরিকল্পনা করেছি। তার প্রথমটি হতে যাচ্ছে আগামীকাল রাতে ইনশাআল্লাহ। কুরআনুল কারিমের জ্যোতির্ময় সূরা— সূরা আন-নূরের সংক্ষিপ্ত তাফসির, শিক্ষা ও লাইফ লেসন নিয়ে আমাদের এবারের লাইভ সিরিজ ‘𝗟𝗜𝗚𝗛𝗧 𝗨𝗣𝗢𝗡 𝗟𝗜𝗚𝗛𝗧’ বা ‘জ্যোতির উপর জ্যোতি’। আপনার রমাদানকে প্রোডাক্টিভ করে তুলতে— কুরআনের সাথে সময় কাটান, কুরআনের সাথে সম্পর্কের নবায়ন করুন এবং কুরআনময় করে তুলুন এবারের রমাদান। 🗓️ রমাদানে প্রতি মঙ্গলবার 🕙 বাংলাদেশ সময় : রাত ১০ টা আসুন, দেখা হবে, কথা হবে, ইনশাআল্লাহ।