@sumaiyaanan: ক্ষনিকের জন্য হাত ধরার মানুষের হয়তো অভাব হয় না! অভাব হয় শুধু হাত ধরে শেষপর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের, তবুও এই সব মানুষের ভিড়ে হাতে গোনা অদ্ভুত কিছু মানুষ থাকে, যারা থেকে যায় জীবনের প্রতিটা ধাপে! এরা শুধু অধিকার স্থাপনই নয় বরং পাশে থাকে,আগলে রাখে, তারা জানে হাসিমুখে প্রিয় মানুষের কষ্ট জড়িয়ে নিতে। এরকম মানুষ সবাই পায়না, যারা পেলেন তারা ঠকবেন না। তাই তারাও কোনোদিন ঠকাবেন না!🌼 #foryou #viral #bdtiktokofficial🇧🇩 #bangladesh🇧🇩