@lh7_55: احلى شوي من العسل🤍. #سلطان_الهاجري #الشاعر_سلطان_الهاجري #الهاجري #قصيده_شعر_بوح_كلام_من_ذهب #قصيده_شعر #قصائد_غزل #ذوقي

✨511✨
✨511✨
Open In TikTok:
Region: SA
Thursday 21 September 2023 01:21:05 GMT
13588
165
1
67

Music

Download

Comments

bneen424
Bneen🫶🏻🔥 :
@قمرآيهہ✨🤍
2023-12-31 18:09:51
0
To see more videos from user @lh7_55, please go to the Tikwm homepage.

Other Videos

নিষ্ঠুর কোন মানুষের লাহান তোমারে হটাৎ কইরা ছাইড়া আসি নাই। তোমারে ছাইড়া আসার আগে নিজের লগে নিজের যুদ্ধ করতে হইছে অসংখ্য দিন। রাইতের পর রাইত নির্ঘুম কাটাইয়া ভাবতে হইছে, নিজেরে বুঝাইতে হইছে এভাবে আর কত দিন? যখন তোমার কাছে নিজেরে খোলা বই খাতার লাহান ফালাইয়া রাহনের পরেও তুমি আগ্রহের বদলে অবহেলা কইরা একটা পৃষ্ঠাও পড়ো নাই, তখন ছাইড়া আসছি। যখন তোমার অনাদারের অযত্নের ধুলা জমতে জমতে নিজেরে নিজের কাছে অস্তিত্বহীন মনে হইছে, দম বন্ধ হইয়া আসছিল, নিশ্বাস নিতে কষ্ট হইতেছিল, তখন ছাইড়া আসছি। যখন বার বার থাকতে চাইয়াও তোমার থেকে দূরে রইয়া গেছি, যখন বার বার ক্ষমা কইরা দিবার পরেও বিশ্বাসঘাতকতা পাইছি, যখন সমস্ত অপমান অপদস্ত ভুইলা দুই হাত ভইরা ভালোবাসা দিবার পরও আঘাত পাইছি। যখন একটু ভালো থাকতে চাইয়াও মন খারাপ নিয়া মাখা ভাতে জল ঢাইলা দিছি, যখন একটু হাসতে চেয়েও কাঁদতে কাঁদতে ঘুমাইতে গেছি, তখন ছাইড়া আসছি। একদিন যে মানুষটারে পাওনের লাইগা তামাম দুনিয়া লণ্ডভণ্ড কইরা দিতে চাইছি, সে মানুষরে ছাইড়া আসতে কি যে কষ্ট লাগে! এই কষ্টের কথা কেউ জানে না। যে যাইতে দেয় কেবল সেই তো জানে— কতটুকু চেষ্টার পর হাল ছাইড়া দিয়া যাইতে দিতে হইছে।🖤#_ibnat_0 @TikTok Bangladesh @Tiktok_Bd_Official_Vairal
নিষ্ঠুর কোন মানুষের লাহান তোমারে হটাৎ কইরা ছাইড়া আসি নাই। তোমারে ছাইড়া আসার আগে নিজের লগে নিজের যুদ্ধ করতে হইছে অসংখ্য দিন। রাইতের পর রাইত নির্ঘুম কাটাইয়া ভাবতে হইছে, নিজেরে বুঝাইতে হইছে এভাবে আর কত দিন? যখন তোমার কাছে নিজেরে খোলা বই খাতার লাহান ফালাইয়া রাহনের পরেও তুমি আগ্রহের বদলে অবহেলা কইরা একটা পৃষ্ঠাও পড়ো নাই, তখন ছাইড়া আসছি। যখন তোমার অনাদারের অযত্নের ধুলা জমতে জমতে নিজেরে নিজের কাছে অস্তিত্বহীন মনে হইছে, দম বন্ধ হইয়া আসছিল, নিশ্বাস নিতে কষ্ট হইতেছিল, তখন ছাইড়া আসছি। যখন বার বার থাকতে চাইয়াও তোমার থেকে দূরে রইয়া গেছি, যখন বার বার ক্ষমা কইরা দিবার পরেও বিশ্বাসঘাতকতা পাইছি, যখন সমস্ত অপমান অপদস্ত ভুইলা দুই হাত ভইরা ভালোবাসা দিবার পরও আঘাত পাইছি। যখন একটু ভালো থাকতে চাইয়াও মন খারাপ নিয়া মাখা ভাতে জল ঢাইলা দিছি, যখন একটু হাসতে চেয়েও কাঁদতে কাঁদতে ঘুমাইতে গেছি, তখন ছাইড়া আসছি। একদিন যে মানুষটারে পাওনের লাইগা তামাম দুনিয়া লণ্ডভণ্ড কইরা দিতে চাইছি, সে মানুষরে ছাইড়া আসতে কি যে কষ্ট লাগে! এই কষ্টের কথা কেউ জানে না। যে যাইতে দেয় কেবল সেই তো জানে— কতটুকু চেষ্টার পর হাল ছাইড়া দিয়া যাইতে দিতে হইছে।🖤#_ibnat_0 @TikTok Bangladesh @Tiktok_Bd_Official_Vairal

About