@nidal_kingjoker94: lets go

NIDAL (TEAM JTTSTOREMY)
NIDAL (TEAM JTTSTOREMY)
Open In TikTok:
Region: MY
Wednesday 01 November 2023 04:25:44 GMT
14774
230
1
0

Music

Download

Comments

msmira
missamyra :
😳
2023-11-13 07:34:56
1
To see more videos from user @nidal_kingjoker94, please go to the Tikwm homepage.

Other Videos

#My_childish_wife পর্ব ৬৪: গতকাল রাত থেকে সকাল পর্যন্ত যে কীসের উপর বেঁচে ছিলেন তিনি তা শুধু মহান সৃষ্টিকর্তা আর মিসেস ইয়াসমিন জানেন। . Jk:
#My_childish_wife পর্ব ৬৪: গতকাল রাত থেকে সকাল পর্যন্ত যে কীসের উপর বেঁচে ছিলেন তিনি তা শুধু মহান সৃষ্টিকর্তা আর মিসেস ইয়াসমিন জানেন। . Jk:"আমাকে তুমি কেন বললে না আব্বু যে তোমার শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছে।মাকে ও তো বলতে পারতে তোমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তুমি জানো তোমার এই অবস্থা দেখে আমি নিজেই ভেতরে ভেতরে মরে যাচ্ছিলাম।" রেদোয়ান চৌধুরী কোনো সাড়া দিলেন না Jungkook'র কথায়।ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন শুধু।পাশ থেকে ডাক্তার বলে উঠলেন, :"পেশেন্ট কে দিয়ে এখন কোনো কথা বলানোর চেষ্টা না করাই উচিত।সবে তো জ্ঞান ফিরেছে। কিছুক্ষণ সময় যাক।নিজে থেকেই কথা বলবে। আপনি বরং সকালের নাস্তা টা করে আসুন।আর পেশেন্ট এর জন্য কিছু ফল নিয়ে আসুন।" ডাক্তারের কথায় সায় দেয় Jungkook।বসা থেকে উঠে দাঁড়িয়ে এক পলক বাবার মুখের দিকে তাকিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। রেদোয়ান চৌধুরী কে দেখে মুচকি হাসলেন মিসেস ইয়াসমিন। তার মানুষ টা এখন ও তার কাছেই আছে। ভাবতেই তো ভালো লাগে। শান্তি তে ভরে উঠে মন। রেদোয়ান চৌধুরী ধীর কন্ঠে বললেন, :"মরতে মরতে ও বেঁচে গেলাম ইয়াসমিন। তোমার সাথে বই নিয়ে ঝগড়া করার জন্য।" মিসেস ইয়াসমিন কান্না করে দিলেন। রেদোয়ান চৌধুরী কে কিছুটা ধমকের স্বরে বললেন, :"একদম উল্টা পাল্টা কথা বলবা না তুমি। আমি আর আমার ছেলে মেয়েরা জানি তুমি ছাড়া আমরা কতটা অসহায়।আমরা না থাকলেও তোমার কিচ্ছু যায় আসে না। তোমার তো বই আছে। কিন্তু আমাদের তো তুমিই ভরসা।" :"তোমরা ছাড়া আমি বই দিয়ে কী করবো?তোমরা ছাড়া যে আমি ভীষণ একা।মরে গেলে একা হয়ে যাবো দেখে আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন।" এমন সময় Jungkook হাতে পলিথিনে করে ফল নিয়ে কেবিনের ভেতরে ঢুকতে ঢুকতে বললো, :"শুরু হয়ে গেছে না তোমাদের বই নিয়ে ঝগড়া? এই দুটো বুড়ো বুড়ি কে নিয়ে আমি আর পারলাম না।" মিসেস ইয়াসমিন Jungkook'র দিকে তাকিয়ে বললেন, :"আমি স্যুপ রান্না করে নিয়ে এসেছি। ওটা খাইয়ে দিলেই তো হবে।" Jk:"ভালো করেছো। আমি আরো তোমাকে ফোন করে বলতাম সেই কথা।" রেদোয়ান চৌধুরী কে খাইয়ে ঔষধ খাইয়ে দেওয়ার পর মিসেস ইয়াসমিন Jungkook'র উদ্দেশ্যে বললেন, :"Yn আজ একা একা স্কুলে গেছে। তুই ওকে গিয়ে নিয়ে আসিস। মেয়েটা যেতে চাচ্ছিলো না। আমি জোর করে পাঠিয়েছি। পরীক্ষা ছিল তাই।" Jungkook'র ফোনে কল আসায় সে কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে ছোট্ট করে উত্তর দিলো, Jk:"আচ্ছা।" সকালে রোদ থাকলেও দুপুরের দিকে আকাশ মেঘলা হয়ে এলো। ক্লাসে গাল ফুলিয়ে বসে ছিল Yn। দৃষ্টি তার বাইরের বিশাল মাঠে। কোনো রকম পরীক্ষা টা দিয়েছে সে।মন শুধু ছুটে যেতে চাচ্ছে হাসপাতালে। মনের গভীর থেকে খুব করে চাচ্ছে সে যেন সব কিছু আগের মতো হয়ে যায়। বিপদ আপদ একদম ভালো লাগে না।সুখে ভরা সংসার গুলোতেই যেন বিপদ এসে কড়া নাড়ে।সুখে আর থাকতে দেয় না। নতুন স্কুলে Yn'র একজন ভালো বান্ধবী হলো। মেয়েটার নাম মনিকা। Yn কে উদাসীন ভাবে বাইরে তাকিয়ে থাকতে দেখে বললো, :"কী হয়েছে তোর Yn?মন খারাপ?" Yn বাইরের দিক থেকে দৃষ্টি সরিয়ে মনিকার দিকে তাকালো। ঠোঁট উল্টে বললো, Yn:"আমার আব্বু অনেক অসুস্থ। হাসপাতালে ভর্তি ভালো লাগছে না কিছু।" মনিকার অজানা Yn যে বিবাহিত।সে ভেবে নিয়েছে যে হয়তো Yn তার নিজের বাবার কথাই বলেছে। সে Yn'র উদ্দেশ্যে বললো, :"তাহলে তুই এক কাজ কর,স্যারের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি চলে যা।" মনিকার কথায় রাজি হলো Yn। কিন্তু পরে মনে পড়লো সব গুলো ক্লাস না করলে Jungkook বকা দিবে সাথে মিসেস ইয়াসমিন ও।তাই আবারো মন খারাপ হয়ে গেল তার।বামে ডানে মাথা নেড়ে বললো, :"নারে মনি,যাবো না।সব ক্লাস না করে গেলে কপালে শনি আছে।" এই রোদ তো এই ধূসর মেঘে ছেয়ে যাচ্ছে অন্তরীক্ষ।মেঘ সূর্যের এমন লুকোচুরি খেলা দেখতে মন্দ লাগছে না Yn'র।স্কুল ছুটি হয়েছে কিছুক্ষণ আগেই।স্কুল গেটের সামনে দাঁড়িয়ে Jungkook'র জন্য অপেক্ষা করছে সে। সকালে আসার সময় মিসেস ইয়াসমিন বলে ছিলেন Jungkook নিতে আসবে। পাঠাবেন তিনি Jungkook কে। Yn ও তাই অধির আগ্রহে Jungkook'র পথ চেয়ে আছে।আজ সারাদিন এ একটা বারের জন্য ও দেখা হয়নি মানুষ টার সাথে।অথচ যাকে দেখে তার প্রত্যেকটা দিনের শুরু হয়। রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা চেনা মুখটা চোখের সামনে পড়তেই অধর জুড়ে বয়ে গেলো হাসির রেখা। Jungkook কে দেখে Yn রাস্তা পার হতে গেলে Jungkook রাস্তার উপাশ থেকেই চিল্লিয়ে বললো, Jk:"তুমি ওখানেই থাকো Yn। আমি আসছি তো।" কিশোরীর অবচেতন চিত্ত তখন বার বার বলে উঠছিল, Yn:"আপনার কাছে যাওয়ার তর সইছে না আমার।" !! রাস্তা পার হয়ে Jungkook Yn'র কাছে আসতেই Jungkook'র উদ্দেশ্যে Yn'র একটাই প্রশ্ন, Yn:"আব্বু কেমন আছে?" মেয়েটার চোখে মুখে চিন্তার ভাঁজ ফুটে উঠেছে। চিন্তিত সে।Jungkook মৃদু হেসে বলে, Jk:"জ্ঞান ফিরেছে। ভালো আছে। Yn:আলহামদুলিল্লাহ... 600+cp😊 #jungkook #odrikook

About