@blondebrezeekate1:

blondebrezeekate
blondebrezeekate
Open In TikTok:
Region: RO
Monday 13 November 2023 17:21:35 GMT
9000
470
3
10

Music

Download

Comments

aidasileika
Aidas :
Wow😍😉
2023-11-13 17:24:02
0
aleivo7
Lai :
Algorithm
2024-03-26 18:43:00
0
serhiigrigorovich
🇺🇦Serhiiᡕᠵ气 ࠣ࠘ᡁࠣ࠘᠊᠊ࠢ࠘᠊᠊亠═一💥 :
,🥛🍼😜😜😜
2023-11-27 09:33:38
0
To see more videos from user @blondebrezeekate1, please go to the Tikwm homepage.

Other Videos

Hide & seek || s2 || part-87 * জীবন কোনো খেলা নয়! তবে জীবনের কোনো এক মুহুর্তে খেলা শুরু করলে ,সেই খেলা বেশিক্ষণ স্থির রাখতে নেই। খেলার শেষ অবশ্যই আছে। এবার তোমার সাথেও লুকোচুরি খেলাটা শেষ করা উচিত!  সেদিন Taehyungএর কথা শুনে Jeon Jihan সম্পর্কে কিছুটা ধারণা আমার মাথায় চলে এসেছিলো।  তুমি তার সম্পর্কে কিছু জানতে না, তাই খুব সহজেই Taehyungকে দোষী হিসেবে মেনে নিয়েছিলে।  কিন্তু এবার হয়তো কিছুটা আন্দাজ করতে পারছো।  পৃষ্ঠা-১৬২  ছদ্মবেশে আবারো যাই রূপপুরের জমিদার বাড়িতে। বেশ কিছুদিন জমিদার বাড়িতে রান্নার কাজে নিয়োজিত ছিলাম।  কিছুদিন যেতেই জানতে পারি Jeon Jihan হলো জমিদার Jeon এর আরেক ছেলে। কিন্তু সবাই জানতো  Jeon Jungkookই হলো জমিদার Jeon এর একমাত্র ছেলে। হ্যাঁ Jungkook ছিলো জমিদার Jeon আর তার স্ত্রীর একমাত্র ছেলে। কিন্তু Jihan ছিলো জমিদার Jeon এবং তার ব্যক্তিগত নর্তকী রুকাইয়া বেগমের ছেলে।
Hide & seek || s2 || part-87 * জীবন কোনো খেলা নয়! তবে জীবনের কোনো এক মুহুর্তে খেলা শুরু করলে ,সেই খেলা বেশিক্ষণ স্থির রাখতে নেই। খেলার শেষ অবশ্যই আছে। এবার তোমার সাথেও লুকোচুরি খেলাটা শেষ করা উচিত! সেদিন Taehyungএর কথা শুনে Jeon Jihan সম্পর্কে কিছুটা ধারণা আমার মাথায় চলে এসেছিলো। তুমি তার সম্পর্কে কিছু জানতে না, তাই খুব সহজেই Taehyungকে দোষী হিসেবে মেনে নিয়েছিলে। কিন্তু এবার হয়তো কিছুটা আন্দাজ করতে পারছো। পৃষ্ঠা-১৬২ ছদ্মবেশে আবারো যাই রূপপুরের জমিদার বাড়িতে। বেশ কিছুদিন জমিদার বাড়িতে রান্নার কাজে নিয়োজিত ছিলাম। কিছুদিন যেতেই জানতে পারি Jeon Jihan হলো জমিদার Jeon এর আরেক ছেলে। কিন্তু সবাই জানতো Jeon Jungkookই হলো জমিদার Jeon এর একমাত্র ছেলে। হ্যাঁ Jungkook ছিলো জমিদার Jeon আর তার স্ত্রীর একমাত্র ছেলে। কিন্তু Jihan ছিলো জমিদার Jeon এবং তার ব্যক্তিগত নর্তকী রুকাইয়া বেগমের ছেলে। "রুকাইয়া বেগম" যিনি সবার আম্মিজান হিসেবে পরিচিত ছিলেন। জমিদার Jeon , Jihanকে ছেলের সীকৃতি দিয়েছিলো ঠিকই কিন্তু বিষয়টা তিনি গোপন রেখেছেন। সবকিছু গোপন রেখে জমিদার Jeon , Jihan কে বিলেতে পাঠিয়েছিলেন পড়াশোনার জন্য। আর বিলেতে Jihan জমিদার Jeon এর নামের দাপটেই চলতো! বাবা ছেলের সম্পর্ক তো ভালোই ছিলো কিন্তু জমিদার Jeon আম্মিজানকে মেনে নিতে নারাজ ছিলেন! আম্মিজানও নিজের ছেলের কথা ভেবে চুপ থেকেছে। কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি। Y/n2 কে বিলেত পাঠানোর পেছনে আম্মিজানের বড় একটা ভূমিকা ছিলো। এমনকি তোমার নিরাপত্তা এবং ওই সমস্ত মেয়েদের পড়াশোনার উদ্যোগ গ্রহণের পেছনেও তার ভূমিকা অপরিসীম। তদন্ত করতে গিয়ে জানতে পেরেছিলাম, জমিদারের প্রতি তীব্র ক্ষোভ থেকে উনি জমিদারের বিরুদ্ধে কাজ করেছেন! কিন্তু আরেকটা তিক্ত সত্য হলো , তোমার এবং প্রত্যেকটা মেয়ের ধ্বংসের পেছনেও আম্মিজানের হাত ছিলো। আর এসবের মাস্টারমাইন্ড ছিলো Jeon Jihan! ইংরেজরা কোনো কিছুই নিজের ইচ্ছাতে করেনি। তাদেরকে দিয়ে নোংরা কাজ করানো হয়েছিলো। যার প্রধান ষড়যন্ত্রকারী হলো জমিদার Jeon এর ছোট ভাই Jeon নাফিস। আর নর্তকী মহলের সমস্ত তথ্য পাচার করেছিলেন আম্মিজান! শুধু মাত্র তার ছেলের কথা শুনে তিনি এতো বড় পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিলেন! জমিদার Jeon এর ছায়াতলে বড় হয়ে ,তাকে পেছন থেকে ধ্বংস করার জন্য নীল নকশা তৈরি করেছিলেন তার ভাই Jeon নাফিস আর তার অবৈধ সন্তান Jihan! আর Taehyung সেদিন যার দাফন কার্য দেখে ছুটে এসেছিলো, তিনি ছিলেন জমিদার Jeon! খুব সহজেই নিজের ভাই আর অবৈধ সন্তানের স্বিকার হয়ে গেছিলেন তিনি! এসব তথ্য নিয়ে যখন আমি Taehyung এর কাছে ফিরে আসি তখন Tae একদম নিশ্চিত হয়ে যায়, তোমার বাবা মা কে Jihanই খু~ করেছিলো! Tae পরের দিনই কোনো রকম প্রস্তুতি না নিয়ে Mr আলেকজান্ডার কে খুজেঁ বের করার মিশনে নেমে পড়ে। অবশেষে সে খুজেঁও পায় তাকে! তাকে এক পরিত্যাক্ত জায়গায় বেধে নানা রকম টর্চার করলাম আমি আর Taehyung! অবশেষে তিনি মুখ খুললেন। সেদিন Mr. Park তাকে ফিরিয়ে দিয়েছিলেন! Jihanকে দোষী বানালে mr. আলেকজান্ডারের অনেক বড় লোকশান হয়ে যাবে এই ধারনাই ছিলো তার। এদিকে Mr park, Jihan এর বিরুদ্ধে লেখা স্টেটমেন্ট কোর্টে জমা দিয়ে দিয়েছিলো। সেখানে Mr. আলেকজান্ডারের নামও ছিলো! Mr. Park বাঙালি ছিলেন বলে আদালত তার কথায় পাত্তা দেয়নি। কিন খবরটা Mr আলেকজান্ডারের কানে চলে গেছিলো! তারা বুঝে গেলো Mr. Park ভবিষ্যতে তাদের জন্য বিপদ হয়ে দাড়াতে পারে ! বিপদ কে গোড়া থেকে উপড়ে ফেলতেই Jihan আর Mr. আলেকজান্ডার মিলে mr. And mrs park কে খুন করে। আর বেচারা Tae তার প্রিয় স্যারের খোঁজ নিতে গিয়ে তোমার কাছে অপরাধী হয়ে যায়। কতো সহজে বিশ্বাস করে নিলে তুমি তাইনা y/n? আর করবেই না বা কেন? তোমার প্রধান উদ্দেশ্যেই তো ছিলো তাকে বিরহ যন্ত্রনায় মেরে ফেলা! চোখ দিয়ে পানি পড়ছে? একটু পানি বাচিয়ে রেখো! তার শেষ পরিনতিটা কেমন ছিলো জানবে না? তখন ওই পানি কাজে দিবে। না কাদলে তো পাথর হয়ে যাবে! সমস্ত তথ্য প্রমাণ নিয়ে আমরা নিজ দায়িত্বে Jihan , Mr. আলেকজান্ডার আর Jeon নাফিজের শাস্তির ব্যবস্থা করে দিই! Jeon নাফিসের দুই যুবক ছেলে ছিলো! তাদের চরিত্রটাও হয়তো Jeon বংশের মতোই ছিলো। তাই তো তারা আমাদের সাথে শত্রুতা করেছিলো! তখন থেকেই Jeon বংশ আর park বংশ জাত শত্রু হয়ে যায়! সেই শত্রুতার প্রলয়ে ধ্বংস হয়ে যায় আমার পুরো পরিবার! ওরা প্রতিশোধের নেশায় এতোটাই উন্মাদ হয়ে গিয়েছিলো যে আমার y/n2 কে সহ আমাদের নবজাতক মেয়ে সন্তানকে মেরে ফেলে! ছেলেকে নিয়ে কোনোরকম দিন চলতে থাকে আমাদের! Taeএর মতো আমিও একা হয়ে গেছিলাম। মাঝে মধ্যে দুই বন্ধু সুখ দুঃখের কথা বলতে বলতে গোটা রাতটা পার করে দিতাম! ভালোবাসা কি ভয়ঙ্কর তাইনা? আগুন ছাড়াই পোড়াবে , অস্ত্র ছাড়াই ধ্বংস করে দিবে! ...

About