@ava.poolee:

ava.poolee
ava.poolee
Open In TikTok:
Region: US
Monday 19 February 2024 00:31:12 GMT
1772
106
1
3

Music

Download

Comments

sydneyrhodes11
Syd :
Spring break
2024-02-19 00:36:03
1
To see more videos from user @ava.poolee, please go to the Tikwm homepage.

Other Videos

#ভলোবাসার_অনূভুতি💕  Part:263 yn2 চলে গেলে tae ঘরে এলো বারান্দা ছেড়ে।একবার তাকাল বাটি ভর্তি ধোঁয়া ওঠা হালিমের দিকে।যেতে নিয়ে আবার দাঁড়িয়ে গেল। নাহ,খাবেনা। মাই লাভও তো হালিম ভালোবাসে,অথচ এখন গন্ধ  নিতে পারছেনা বলে খেতে পারবেনা। তাহলে সে কী করে খাবে? মা হতে গেলে যদি এত সেক্রিফাইস করতে হয়, সে বাবা হয়ে কিছু করবেনা? tae এসে ট্রে উপুড় করে ঢেকে রাখল বাটি। --- দরজায় ঠকঠক শব্দ হলো।yn থমথমে কণ্ঠে জবাব দিল, ' খোলা আছে।'  উঁকি দিলো Tae। হাসি হাসি কণ্ঠে ডাকল, 'মিষ্টি শালিকা! আসব?' Yn ফিরে তাকায়। হেসে বলে, ' আসুন না।'  Tae ঢুকতে ঢুকতে কপাল কুঁচকে বলল, 'আরে তুমি চুপচাপ বসে আছো কেন? তোমার তো এখন নাঁচানাঁচি করার কথা। এ্যাট লাস্ট জাংকুকের বউ হতে যাচ্ছো।'  Yn ছোট নিঃশ্বাস ফেলল। সে তো নাঁচছিল হাত পা তুলে। কিন্তু জাংকুক ভাই পরোক্ষ ভাবে হলেও সেই নাঁচে রেস্ট্রিক*টেড সিল মে*রে দিলেন।Tae এসে বসল তার মুখোমুখি। ' তাহলে?অবশেষে জাংকুক ভাইকে পাবে। ট্রীট কবে দিচ্ছো? '  Yn হতাশ কণ্ঠে বলল, ' আর ট্রীট!'  ওদের কথার মধ্যেই ভরাট কণ্ঠের প্রশ্ন এলো, ' তুই এখানে?' Yn বাকী কথা গিলে ফেলল।পিঠ ফেরাল তৎক্ষনাৎ।Tae জবাব না দিয়ে পালটা প্রশ্ন ছুড়ল, ' কেন? আসতে পারিনা?'  জাংকুক দরজা ছেড়ে ভেতরে ঢুকতেই Ynর বুকের লাব-ডাব বেড়ে যায়। চোরা মন ভাবল, 'ওই পোস্টের জন্য আবার কিছু বলতে এসেছে না কী?' সে ত্রস্ত তটস্থ হয়ে বসল।  অক্ষিপট ডানে- বামে ঘুরিয়ে চুপটি করে থাকল।জাংকুক বলল, ' পারবি না কেন? হঠাৎ দেখলাম তাই! ' Tae বিছানায় শুয়ে পরে। মাথায় হাত ঠেস দিয়ে প্রতাপী কণ্ঠে বলে, 'এটা আমার শালিকার ঘর।শালি মানে আধে ঘর ওয়ালী। আমি আসব, যাব। তুই কে? তুই এসেছিস কেন? আশ্চর্য! '  জাংকুক চোখ সরু করে বলল, ' তাই?'  Tae নিজেই উঠে বসল আবার। কণ্ঠ শৃঙ্গে এনে বলল, 'ভাই তোর কী কপাল!একই বাড়িতে একটা বউ পাবি। বিয়ের পর Yn যে রাগ করে বাপের বাড়ি যাবে সেই ভয় ও নেই।'  তারপর দুঃখের শ্বাস ফেলল সে। যেন প্রচন্ড কষ্ট পাচ্ছে yn2 তার কাজিন না হওয়ায়।Yn দাঁত দিয়ে নখ কা*টছিল। কথাটায় শশব্যস্ত হয়,উদ্বীগ্ন কণ্ঠে বলে, ' তাইত। আমি রাগ করে কোথায় যাব Tae ভাই?'  Tae নিশ্চিন্ত কণ্ঠে বলল,  'আমার বাড়ি যাবে Yn। এই Tae আছে যতদিন, তোমার জন্য দরজা খোলা ততদিন।' জাংকুক নিরুৎসাহিত,  ' হ্যাঁ নিয়ে যা। এখনই নিয়ে যা। তুইও গাধা,ওটাও তাই। পাল ভারি হবে।' Tae ফুঁসে ওঠার নাটক করে বলল,  ' এত বড় অপমান? বাড়ির বড় জামাইকে অপমান? তোর কী মনে হয় ynকে আমি নিতে পারব না?' পরপর দাঁত কেলিয়ে বলল, ' তা নিয়ে পার্মানেন্টলি রেখে দেই? ইফতির সাথে বিয়ে পড়িয়ে দেব কী বলিস?'  Yn জ্বিভ কে*টে মাথা নুইয়ে নিলো। উনি যাকে দেখতে পারেনা,তারই নাম নেয়া? জাংকুক চোখ গরম করে তাকাতেই শব্দ করে হেসে উঠল Tae। বলল, ' লেগেছে? ওভাবে তাকাস কেন? আমি কি তোকে ভয় পাই শালা?' ' পাস না?' জাংকুক এক পা এগোতেই Tae মেরুদণ্ড সোজা করে উঠে দাঁড়াল। ছিটকে পেছনে গিয়ে বলল, ' মোটেইনা। ভয় পাব কেন? আমিও জিম করি। এই দ্যাখ মাসেল।'  টি শার্টের হাতা উঠিয়ে পেশিবহুল বাহু দেখাল সে। জাংকুক ভ্রু নাঁচিয়ে বলল, ' আচ্ছা? তাহলে পরীক্ষা হোক,কার মাসেলে কত জোর?' Tae ঢোক গিলল। মারামারিতে সে নড়বড়ে যোদ্ধা। জাংকুক সেখানে পি এইচ ডি।হেরে যাবেনা বলে নাটক করে চিল্লিয়ে বলল, ' হ্যাঁ আসছি......ওই ডাকছে আমায়। দেখি সর।' জাংকুককে সামনে থেকে সরিয়ে দিয়ে হেঁটে গেল সে। দরজা অবধি গিয়ে দাঁড়াল। ফিরে, আঙুল তুলে প্রচন্ড দাপট নিয়ে বলল, ' ডাকছে বলে ছেড়ে দিলাম।'  জাংকুজ তেড়ে আসতে নিলেই,ছুটল Tae। সে থামল না, লম্বা পায়ে পেছনে চলল ওর।Yn হেসে ফেলল দুজনের খুনশুঁটি দেখে।পরপর মুখ গোমড়া করে বলল,  ' আমি কেন হাসছি? আমি তো রেগে থাকব।'  * একটা হীরের দোকানের সামনে এসে বাইক থামাল জিমিন। রোদের অসহ তাপ বাইরে।হেলমেট পরে ঘাম চুল বেয়ে গড়িয়ে নামছে গালে ।দোকানের সাইবোর্ডে চোখ বোলাল সে।  নিশ্চিত হতে শুধাল, ' এখানে?' Yn3 নামতে নামতে জবাব দেয়, ' হ্যাঁ।' ' ভালো হবে এটা?' ' আমি আমার অনেক বন্ধুদের নিতে দেখেছি এখান থেকে। এনাদের ডিজাইন গুলো ইউনিক! আপনি আমাকে ভরসা করতে পারেন।' জিমিন হাসল। স্ট্যান্ডে বাইক দাঁড় করিয়ে সাবলীল গলায় বলল, ' যেখানে আপনাকে ভরসা করি,সেখানে আপনার পছন্দের ওপর করব না ?'  Yn3 বহু ক*ষ্টে ঠোঁটের হাসি ধরে রাখে।আজকাল জিমিনেরর কিছু কিছু কথা যে তার হৃদয়ের কোথায় চলে যায় সে জানেনা। জানলে এভাবে সোজাসুজি বলত কী? ভেতরে তূখোড় রূপে বইয়ে দেওয়া ঝড় লুকোনোর হাতিয়ার হিসেবে এই হাসি ছাড়া কিছু নেই ওর।সে সামলে নিলো নিজেকে,বরাবরের মত স্থির রাখল অনুভূতি। বলল, ' চলুন, ভেতরে যাই। '    পা মিলিয়ে, সমান কদমে ভেতরে ঢুকল দুজন।Yn3 সজাগ, তীক্ষ্ণ চাউনীতে বারবার জিমিনকে দেখছে। বিভ্রান্ত হচ্ছে ততবার। বুঝতে পারছেনা,আদৌ ভেতরে কী ঠিক আছেন উনি? না কী তারই মত ভালো থাকার ব্যর্থ চেষ্টা এসব।   জিমিন তখন শুধাল, ' কোন দিকে যাব?'  . 1000+cp #fyp #arpi101
#ভলোবাসার_অনূভুতি💕 Part:263 yn2 চলে গেলে tae ঘরে এলো বারান্দা ছেড়ে।একবার তাকাল বাটি ভর্তি ধোঁয়া ওঠা হালিমের দিকে।যেতে নিয়ে আবার দাঁড়িয়ে গেল। নাহ,খাবেনা। মাই লাভও তো হালিম ভালোবাসে,অথচ এখন গন্ধ নিতে পারছেনা বলে খেতে পারবেনা। তাহলে সে কী করে খাবে? মা হতে গেলে যদি এত সেক্রিফাইস করতে হয়, সে বাবা হয়ে কিছু করবেনা? tae এসে ট্রে উপুড় করে ঢেকে রাখল বাটি। --- দরজায় ঠকঠক শব্দ হলো।yn থমথমে কণ্ঠে জবাব দিল, ' খোলা আছে।' উঁকি দিলো Tae। হাসি হাসি কণ্ঠে ডাকল, 'মিষ্টি শালিকা! আসব?' Yn ফিরে তাকায়। হেসে বলে, ' আসুন না।' Tae ঢুকতে ঢুকতে কপাল কুঁচকে বলল, 'আরে তুমি চুপচাপ বসে আছো কেন? তোমার তো এখন নাঁচানাঁচি করার কথা। এ্যাট লাস্ট জাংকুকের বউ হতে যাচ্ছো।' Yn ছোট নিঃশ্বাস ফেলল। সে তো নাঁচছিল হাত পা তুলে। কিন্তু জাংকুক ভাই পরোক্ষ ভাবে হলেও সেই নাঁচে রেস্ট্রিক*টেড সিল মে*রে দিলেন।Tae এসে বসল তার মুখোমুখি। ' তাহলে?অবশেষে জাংকুক ভাইকে পাবে। ট্রীট কবে দিচ্ছো? ' Yn হতাশ কণ্ঠে বলল, ' আর ট্রীট!' ওদের কথার মধ্যেই ভরাট কণ্ঠের প্রশ্ন এলো, ' তুই এখানে?' Yn বাকী কথা গিলে ফেলল।পিঠ ফেরাল তৎক্ষনাৎ।Tae জবাব না দিয়ে পালটা প্রশ্ন ছুড়ল, ' কেন? আসতে পারিনা?' জাংকুক দরজা ছেড়ে ভেতরে ঢুকতেই Ynর বুকের লাব-ডাব বেড়ে যায়। চোরা মন ভাবল, 'ওই পোস্টের জন্য আবার কিছু বলতে এসেছে না কী?' সে ত্রস্ত তটস্থ হয়ে বসল। অক্ষিপট ডানে- বামে ঘুরিয়ে চুপটি করে থাকল।জাংকুক বলল, ' পারবি না কেন? হঠাৎ দেখলাম তাই! ' Tae বিছানায় শুয়ে পরে। মাথায় হাত ঠেস দিয়ে প্রতাপী কণ্ঠে বলে, 'এটা আমার শালিকার ঘর।শালি মানে আধে ঘর ওয়ালী। আমি আসব, যাব। তুই কে? তুই এসেছিস কেন? আশ্চর্য! ' জাংকুক চোখ সরু করে বলল, ' তাই?' Tae নিজেই উঠে বসল আবার। কণ্ঠ শৃঙ্গে এনে বলল, 'ভাই তোর কী কপাল!একই বাড়িতে একটা বউ পাবি। বিয়ের পর Yn যে রাগ করে বাপের বাড়ি যাবে সেই ভয় ও নেই।' তারপর দুঃখের শ্বাস ফেলল সে। যেন প্রচন্ড কষ্ট পাচ্ছে yn2 তার কাজিন না হওয়ায়।Yn দাঁত দিয়ে নখ কা*টছিল। কথাটায় শশব্যস্ত হয়,উদ্বীগ্ন কণ্ঠে বলে, ' তাইত। আমি রাগ করে কোথায় যাব Tae ভাই?' Tae নিশ্চিন্ত কণ্ঠে বলল, 'আমার বাড়ি যাবে Yn। এই Tae আছে যতদিন, তোমার জন্য দরজা খোলা ততদিন।' জাংকুক নিরুৎসাহিত, ' হ্যাঁ নিয়ে যা। এখনই নিয়ে যা। তুইও গাধা,ওটাও তাই। পাল ভারি হবে।' Tae ফুঁসে ওঠার নাটক করে বলল, ' এত বড় অপমান? বাড়ির বড় জামাইকে অপমান? তোর কী মনে হয় ynকে আমি নিতে পারব না?' পরপর দাঁত কেলিয়ে বলল, ' তা নিয়ে পার্মানেন্টলি রেখে দেই? ইফতির সাথে বিয়ে পড়িয়ে দেব কী বলিস?' Yn জ্বিভ কে*টে মাথা নুইয়ে নিলো। উনি যাকে দেখতে পারেনা,তারই নাম নেয়া? জাংকুক চোখ গরম করে তাকাতেই শব্দ করে হেসে উঠল Tae। বলল, ' লেগেছে? ওভাবে তাকাস কেন? আমি কি তোকে ভয় পাই শালা?' ' পাস না?' জাংকুক এক পা এগোতেই Tae মেরুদণ্ড সোজা করে উঠে দাঁড়াল। ছিটকে পেছনে গিয়ে বলল, ' মোটেইনা। ভয় পাব কেন? আমিও জিম করি। এই দ্যাখ মাসেল।' টি শার্টের হাতা উঠিয়ে পেশিবহুল বাহু দেখাল সে। জাংকুক ভ্রু নাঁচিয়ে বলল, ' আচ্ছা? তাহলে পরীক্ষা হোক,কার মাসেলে কত জোর?' Tae ঢোক গিলল। মারামারিতে সে নড়বড়ে যোদ্ধা। জাংকুক সেখানে পি এইচ ডি।হেরে যাবেনা বলে নাটক করে চিল্লিয়ে বলল, ' হ্যাঁ আসছি......ওই ডাকছে আমায়। দেখি সর।' জাংকুককে সামনে থেকে সরিয়ে দিয়ে হেঁটে গেল সে। দরজা অবধি গিয়ে দাঁড়াল। ফিরে, আঙুল তুলে প্রচন্ড দাপট নিয়ে বলল, ' ডাকছে বলে ছেড়ে দিলাম।' জাংকুজ তেড়ে আসতে নিলেই,ছুটল Tae। সে থামল না, লম্বা পায়ে পেছনে চলল ওর।Yn হেসে ফেলল দুজনের খুনশুঁটি দেখে।পরপর মুখ গোমড়া করে বলল, ' আমি কেন হাসছি? আমি তো রেগে থাকব।' * একটা হীরের দোকানের সামনে এসে বাইক থামাল জিমিন। রোদের অসহ তাপ বাইরে।হেলমেট পরে ঘাম চুল বেয়ে গড়িয়ে নামছে গালে ।দোকানের সাইবোর্ডে চোখ বোলাল সে। নিশ্চিত হতে শুধাল, ' এখানে?' Yn3 নামতে নামতে জবাব দেয়, ' হ্যাঁ।' ' ভালো হবে এটা?' ' আমি আমার অনেক বন্ধুদের নিতে দেখেছি এখান থেকে। এনাদের ডিজাইন গুলো ইউনিক! আপনি আমাকে ভরসা করতে পারেন।' জিমিন হাসল। স্ট্যান্ডে বাইক দাঁড় করিয়ে সাবলীল গলায় বলল, ' যেখানে আপনাকে ভরসা করি,সেখানে আপনার পছন্দের ওপর করব না ?' Yn3 বহু ক*ষ্টে ঠোঁটের হাসি ধরে রাখে।আজকাল জিমিনেরর কিছু কিছু কথা যে তার হৃদয়ের কোথায় চলে যায় সে জানেনা। জানলে এভাবে সোজাসুজি বলত কী? ভেতরে তূখোড় রূপে বইয়ে দেওয়া ঝড় লুকোনোর হাতিয়ার হিসেবে এই হাসি ছাড়া কিছু নেই ওর।সে সামলে নিলো নিজেকে,বরাবরের মত স্থির রাখল অনুভূতি। বলল, ' চলুন, ভেতরে যাই। ' পা মিলিয়ে, সমান কদমে ভেতরে ঢুকল দুজন।Yn3 সজাগ, তীক্ষ্ণ চাউনীতে বারবার জিমিনকে দেখছে। বিভ্রান্ত হচ্ছে ততবার। বুঝতে পারছেনা,আদৌ ভেতরে কী ঠিক আছেন উনি? না কী তারই মত ভালো থাকার ব্যর্থ চেষ্টা এসব। জিমিন তখন শুধাল, ' কোন দিকে যাব?' . 1000+cp #fyp #arpi101

About