@azrinhussaini: কিছু বিজনেস ঔনাররা মনে করে এক মডেলের বদনাম আরেক মডেলের কাছে বলে ভালো সাজবো..ভাই সবারই দিন আসে..🫠আমি আজরীন বিনা টাকায় বছরেরও বেশি প্রমোশন করেছি এমন অনেক পেজ আছে..এখন তো অনেকের টা করি না মানা করে দেই..আমার বিজনেস করাটাও অনেক বিজনেস ঔনারদের পছন্দ না তা আমি জানি..🫠সত্যি বলতে আমি আমার মার মত এত দয়ালু হতে পারি না..সে যেমন সবাইরে আপন মনে করে সবার কাছে চলে যায় আমি তা পারি না..এটা বিজনেস..এখানে দুশমন,বন্ধু,কাস্টমার সব থাকবে..সবাই এক হবে না..🙂এই যে ধরেন সাদিয়া আমি কম্পেটিটর…তবে সেটা বিজনেসের ক্ষেত্রে..বন্ধুত্ব তার নিজের জায়গায় আছে..এই স্থানে সব কিছুই দেখে চলতে হয়..🙂আজকে এর কাছে এর বদনাম কালকে ওর কাছে ওর বদনাম..বিশ্বাস করেন এগুলা এক সময় বের হয়ে আসবেই..