@turkish_drama.s: نظراتهم ل بعض 😥🥺.... #مسلسلات_تركية #مسلسلات #نيهان_كمال #حب #فراق #حزين #فيديوهات #اكسبلور #حركة_إكسبلور #حب

مسلسلات  تركية 🦋
مسلسلات تركية 🦋
Open In TikTok:
Region: LB
Friday 12 April 2024 05:45:49 GMT
17337
332
2
89

Music

Download

Comments

el3ax
『𝐄 𝐋 𝐲 𝐍 𝐀』 :
After 10years when they see each other🥺😭Omg it’s so painful
2024-07-05 20:43:40
0
aftycyf
🥀مشُآعٍرٍ🥀 :
🥰🥰🥰
2024-05-15 18:54:04
0
To see more videos from user @turkish_drama.s, please go to the Tikwm homepage.

Other Videos

২৭ বছর পর আজ প্রিয় মানুষটিকে দেখলাম। আমাদের সম্পর্কের বয়স ছিল ৭ বছর। সেই স্কুল লাইফ থেকেই তার সাথে আমার সম্পর্ক শুরু হয়।খুব ভালো মানুষ আমার না হওয়া মানুষটা।প্রচন্ড ভালোবাসতো আমায়।খুব অদ্ভুত লাগে যখন ভাবি এতো ভালোবাসার পরেও দু'জনে একত্র হতে পারিনি৷আমরা একে অপরকে অনেক ভালোবাসা সত্ত্বেও একজন আরবকজনকে আগলে রাখতে পারিনি! হঠাৎ করে আমাকে ভীষণ অবাক করে দিয়ে বহুদিনের সম্পর্কও ছিন্ন করে, অন্য একজন চাকরী করা ছেলেকে বিয়ে করে নিয়েছিল।  তার এখন চাকরী করা বর,তার এখন অন্য কারো ঘর।  অনেক না পাওয়া গল্প পড়ি,দেখি শুনি।  আসলে প্রতিটা ভালোবাসায়ই এক..শুধু গল্পগুলো ভিন্ন হয়।  তার বিয়ে হয়েছে ২৭ বছর হয়। সে এখন তিন সন্তানের জননী। বিয়ের পর দেখা হয়নি একবারও, আমি ইচ্ছা করেই সামনে যাইনি। নিজেকে আড়াল করে রেখেছিলাম।  আমাদের একই এলাকায় বাড়ি, একই পথে হাটাহাটি হয়। তবে দেখা হয়নি। আমি চেয়েছিলাম আমাদের যেন আর দেখা না হয়।  হঠাৎ গতকাল দেখলাম বহুবছর পর। একসময় আমাদের খুব পরিচিত রাস্তার মোড়ের টং দোকানের পাশে, কেমন যেন হৃদয়টা নাড়া দিয়ে উঠেছিল।  অচেনা একটা মানুষের মতো, পাশ কাটিয়ে চলে গেল, তাকিয়ে ছিল একবার কথা হয়নি। কিছুদূর যেয়ে পিছনে ফিরে আবার তাকালে, দেখেছিলাম তোমার চোখে কিছু না পাওয়ার আর্তনাদ। চোখ দুটো কেমন যেন ঝাপসা হয়ে গিয়েছিল তোমার। চোখের কোণে পানি জমে গিয়েছিল আমারো।  কিছুক্ষণের জন্য হৃদয়ে নতুন করে আঘাত পেতে শুরু করেছিলাম। তারপর মুখ ফিরিয়ে নিজের গন্তব্যে চলে গেলে। পিছনে ফেলে রেখে গেছে বহুদিনের  ভালোবাসা,মায়া, অভিমান। এভাবেই মানুষ চুপচাপ থেকে যায়,নিরব হয়ে যায়।  একসময় আর ভালোবাসা ছুয়ে দেখতে ইচ্ছে করেনা। ভয়ে, কান্নায়, আতংকে। তবুও কেউ কেউ আবার নতুন করে জীবন সাজায়, সংসার করে,ভালোবাসে,ভালো থাকে। যেদিন তোমার বিয়ে হয়ে যায়,  তার কিছুদিনের মধ্যেই আমি প্রবাসে চলে যায়। দীর্ঘ ২২ বছর আমি প্রবাসে ছিলাম, ২২ বছর পর দেশে এসে,২৭ বছরের মাথায় তোমায় দেখলাম। সেদিন তোমার সেই প্রশ্নটির কথা মনে পড়ে গেল, চিনবে তো আমায় নাকি পাশ কাটিয়ে যাবে চলে হঠাৎ বহু বছর পর কোথাও দেখা হলে? আমি সেদিন মুচকি হাসি দিয়ে বলেছিলাম, তোমাকে হৃদয়ে রাখি নাই ক্যা***র হলে হয়তো হারিয়ে যাবে,  তোমাকে রেখেছি নিঃশ্বাসে করে, নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত তুমি আমার প্রতি নিঃশ্বাসেই থাকবে... আমি আপনাকে দেওয়া কথা রেখেছি,,,আমার জীবন দশায় দ্বিতীয় নারী প্রবেশ করবে না।😊🥺 #foryou #foryoupage #fypシ
২৭ বছর পর আজ প্রিয় মানুষটিকে দেখলাম। আমাদের সম্পর্কের বয়স ছিল ৭ বছর। সেই স্কুল লাইফ থেকেই তার সাথে আমার সম্পর্ক শুরু হয়।খুব ভালো মানুষ আমার না হওয়া মানুষটা।প্রচন্ড ভালোবাসতো আমায়।খুব অদ্ভুত লাগে যখন ভাবি এতো ভালোবাসার পরেও দু'জনে একত্র হতে পারিনি৷আমরা একে অপরকে অনেক ভালোবাসা সত্ত্বেও একজন আরবকজনকে আগলে রাখতে পারিনি! হঠাৎ করে আমাকে ভীষণ অবাক করে দিয়ে বহুদিনের সম্পর্কও ছিন্ন করে, অন্য একজন চাকরী করা ছেলেকে বিয়ে করে নিয়েছিল। তার এখন চাকরী করা বর,তার এখন অন্য কারো ঘর। অনেক না পাওয়া গল্প পড়ি,দেখি শুনি। আসলে প্রতিটা ভালোবাসায়ই এক..শুধু গল্পগুলো ভিন্ন হয়। তার বিয়ে হয়েছে ২৭ বছর হয়। সে এখন তিন সন্তানের জননী। বিয়ের পর দেখা হয়নি একবারও, আমি ইচ্ছা করেই সামনে যাইনি। নিজেকে আড়াল করে রেখেছিলাম। আমাদের একই এলাকায় বাড়ি, একই পথে হাটাহাটি হয়। তবে দেখা হয়নি। আমি চেয়েছিলাম আমাদের যেন আর দেখা না হয়। হঠাৎ গতকাল দেখলাম বহুবছর পর। একসময় আমাদের খুব পরিচিত রাস্তার মোড়ের টং দোকানের পাশে, কেমন যেন হৃদয়টা নাড়া দিয়ে উঠেছিল। অচেনা একটা মানুষের মতো, পাশ কাটিয়ে চলে গেল, তাকিয়ে ছিল একবার কথা হয়নি। কিছুদূর যেয়ে পিছনে ফিরে আবার তাকালে, দেখেছিলাম তোমার চোখে কিছু না পাওয়ার আর্তনাদ। চোখ দুটো কেমন যেন ঝাপসা হয়ে গিয়েছিল তোমার। চোখের কোণে পানি জমে গিয়েছিল আমারো। কিছুক্ষণের জন্য হৃদয়ে নতুন করে আঘাত পেতে শুরু করেছিলাম। তারপর মুখ ফিরিয়ে নিজের গন্তব্যে চলে গেলে। পিছনে ফেলে রেখে গেছে বহুদিনের ভালোবাসা,মায়া, অভিমান। এভাবেই মানুষ চুপচাপ থেকে যায়,নিরব হয়ে যায়। একসময় আর ভালোবাসা ছুয়ে দেখতে ইচ্ছে করেনা। ভয়ে, কান্নায়, আতংকে। তবুও কেউ কেউ আবার নতুন করে জীবন সাজায়, সংসার করে,ভালোবাসে,ভালো থাকে। যেদিন তোমার বিয়ে হয়ে যায়, তার কিছুদিনের মধ্যেই আমি প্রবাসে চলে যায়। দীর্ঘ ২২ বছর আমি প্রবাসে ছিলাম, ২২ বছর পর দেশে এসে,২৭ বছরের মাথায় তোমায় দেখলাম। সেদিন তোমার সেই প্রশ্নটির কথা মনে পড়ে গেল, চিনবে তো আমায় নাকি পাশ কাটিয়ে যাবে চলে হঠাৎ বহু বছর পর কোথাও দেখা হলে? আমি সেদিন মুচকি হাসি দিয়ে বলেছিলাম, তোমাকে হৃদয়ে রাখি নাই ক্যা***র হলে হয়তো হারিয়ে যাবে, তোমাকে রেখেছি নিঃশ্বাসে করে, নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত তুমি আমার প্রতি নিঃশ্বাসেই থাকবে... আমি আপনাকে দেওয়া কথা রেখেছি,,,আমার জীবন দশায় দ্বিতীয় নারী প্রবেশ করবে না।😊🥺 #foryou #foryoupage #fypシ

About