Xp~ROYFI♪™ :
আপনি হাসলেন ; আমি প্রেমে পরলাম! আপনি কাঁদলেন ; আমি বৃষ্টি হয়ে আপনাকে ছুঁয়ে দিলাম! আপনি চোখে কাজল দিলেন; আমি চোখের মায়ায় পড়লাম! আপনি দক্ষিণে বাতাসে চুল মেলে দিলেন; আমি আপনার চুলে গোলাপ গুঁজে দিলাম! আপনি সকাল বেলা খালি পায়ে শিশিরে হাটলেন ; আমি আপনার আলতা রাঙা পায়ে নুপুর পরিয়ে দিলাম! আপনি আমার প্রেমে পড়লেন; আমি মজনুর মতন আপনার প্রেমে পাগল হইলাম! আপনি আমাকে ভালোবাসলেন ; আমি আপনাকে নিয়ে স্বপ্ন বুনলাম! আপনি স্বপ্ন ভেঙ্গে দিলেন; আমি নির্ঘুম রাত কাটালাম! আপনি ছেড়ে চলে গেলেন; আমি আজও আপনার অপেক্ষায় রয়ে গেলাম!!
প্রিয় মানুষটা অন্য কারো হইয়া যাওয়ার পরও যদি কোন সময় তার সাথে দেখা হয় তখন আপনি নিজেকে কিছুতেই সামলাতে পারবেন না।
হঠাৎ যদি কোথাও প্রিয় মানুষটাকে দেখে ফেলেন, আপনার বুকের মাঝে শুরু হবে চিন চিন ব্যাথা, আপনার নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পরে যাবে, আপনার মনে প্রশ্ন যাগবে এটাই কি সেই মানুষ যাকে আমি আমার সবটা দিয়ে ভালোবাসসি?
আপনার মনে নানা রকম কৌতুহল জন্মাবে, আহ মানুষটা আগের থেকে অনেক সুন্দর হইয়া গেছে, আপনার মনে আপসোস যাগবে মানুষটা যদি আমার হইতো, আপনার মনে আপসোস যাগবে, আপনার বুকে চিন চিন ব্যাথা শুরু হবে।
না পাওয়ার যে কষ্ট, না পাওয়ার যে বেদনা সেটা আবারও আপনার মনে যেগে উঠবে, যে কষ্ট বেদনা অনেক আগে বুকের মাঝে চাপা দিয়েছিলেন সেই কষ্ট বেদনা আবারও নতুন করে আপনার মনে যেগে উঠবে।
না পাওয়ার দীর্ঘ শ্বাস টা আবারও ভাড়ি হবে পুরনো ব্যাথা
টা আবারও নতুন হবে, হ্যা অনেক দিন পর প্রিয় মানুষটাকে দেখলে আপনার মনে আনন্দ লাগবে আপনার মুখে খুশির ছাপ দেখা যাবে কিন্তু আপনার মনের মাঝে শুরু হয়ে যাবে না পাওয়ার ব্যাথা, আপনার বুকে শুরু হয়ে যাবে চিন চিন ব্যাথা, আপনার মনে নতুন করে আবারও যাগবে না পাওয়ার আপসোস।
দ্যা জ্যাপনি গদি কাউকে সত্যি কারের ভালোবাসেন.এবং হ্যা আপনি যদি কাউকে সত্যি কারের ভালোবাসেন এবং তাকে যদি হারিয়ে ফেলেন তারপর যদি অনেক দিন পর তার সাথে দেখা হইয়া যায় এই গুলো আপনার সাথে ঘটবেই।
আমি চেয়েছিলাম বৃষ্টির জল আর নদীর জলের মতো দুজন একাকার হয়ে তোমার সাথে একসঙ্গে মিশে থাকতে, কিন্তু তুমি থাকনি চলে গিয়েছো !
আমি চেয়েছিলাম অজস্র ফুল আর তার সুবাসের মতো তোমার মাঝে অনন্তকাল থেকে যেতে, কিন্তু তুমি থাকনি চলে গিয়েছো!
আমি চেয়েছিলাম সূর্য এবং সন্ধা তাঁরার মতো একটা সুন্দর ভালোবাসার গোপন সম্পর্ক করতে। যেখানে আমি সূর্য হয়ে তোমাকে মানুষের থেকে আড়াল করে রাখতাম দিন ও রাতের অধিকাংশ সময়। কিন্তু তুমি থাকনি চলে গিয়েছো !
আমি চেয়েছিলাম আমার প্রতিটা স্পর্শে তোমাকে বাচিয়ে রাখতে; আমার দু চোখের পলকহীন নির্বাক দৃষ্টিতে তোমাকে বাচিয়ে রাখতে; আমার হৃদয়ের প্রতিটা ধুকপুকানিতে তোমাকে বাচিয়ে রাখতে। আমার প্রতিটা রক্তের বুদবুদে তোমাকে বাচিয়ে রাখতে। কিন্তু তুমি থাকনি চলে গিয়েছো!
তবে কি সব কালের জন্য তোমারে হারাইয়া ফেলিলাম?
ক্ষণস্থায়ী এই জীবনে তুমি অন্য কারো হবে এটা ভেবেই দেহ থেকে রূহ বেড়িয়ে আসে।
এ জীবনে তোমারে পাওয়া হলো না, আর কোনো কালেও তুমি আমার হবে না। কুরআনে তো বলাই আছে, "পৃথিবীতে যে যার জীবন সঙ্গী পরকালেও সে তারই থাকবে।
তবে কি আমি তোমারে ইহকাল ও পরকাল সব কালের জন্য হারাইয়া ফেলিলাম?😅💔
শুনেছি, অকাল মৃত্যু নাকি প্রেমিকার জন্য প্রেমিকের সেরা উপহার! যদি কখনো শুনো, আমি আর নেই? মন খারাপ হবে তোমার? তুমি কী কাঁদবে আমায় ভেবে? স্মৃতিচারণ করতে গিয়ে ব্যথিত হৃদয়ে শুধু আমার কথা ভেবে বালিশ ভেজাবে আঁখি জলে?
এই যে আমি এত করে তোমায় ডাকলাম, তুমি সাড়া দিলে না। আকুলতা নিয়ে তোমার সঙ্গ চাইলাম, তুমি আসলে না। হুট করে যদি শুনো, আমি আর নেই? শেষ দেখা তুমি দেখতে আসবে তো?
অপুষ্টিতে ভোগা মলিন মুখখানা দেখে ভয় পাবে না? মায়া লাগবে না তোমার? এই যে বেঁচে থাকতে তোমায় কত করে, কতভাবে বোঝালাম, বুঝলে না! তোমায় ছাড়া বেঁচে থাকা যে ভীষণ কষ্টকর!
এভাবে যদি কোনোদিন ফুরিয়ে যাই, তুমি কী সেদিন বুঝবে আমায়? নাকি সেদিনও তোমার হৃদয় পাথর হয়ে থাকবে? শেষ দেখায় দু'চোখে কাজল আর শাড়িটা পরতে ভুলে যাবে?
আমি না হয় সেদিন নিথর দেহে তোমায় অপলক তাকিয়ে
দেখবো। কিছু বলবো না, কোনো অভিযোগ করবো না,
শুধু তোমায়
মধ্য রাতের অনুভুতি!
সময় বদলে গেছে, বদলে গেছে অনুভূতি, শুধু বদলায়নি তোমার আর আমার পুরোনো সেই স্মৃতিগুলো।
বদলায়নি তো সেই দিনগুলো, বদলায়নি তো সেই রাতগুলো, বদলে গেছি আমরা।
কয়েক অব্দের সমাপ্তির পর যখন অকস্মাৎ অনলাইনে দেখা যায়, সেকালের পর একালে অনধিকারী হওয়ায়, অব্দের পর অব্দে প্রণয়ের ব্যবচ্ছেদ।
তাকেই নিজের সবটুকু দিয়ে ভালবাসতাম, কিন্তু আমি কখনো হারিয়ে যায় কিনা সেটা নিয়ে সবসময় আতংকিত থেকে ও এক সময় আমাকে নিঃস্ব করে দিয়ে সেই মানুষটায় হারিয়ে যায় পৃথিবীর অতল গহীনে।
তোমাকে ছাড়া জীবন শূন্য লাগবে, আগে জানলে হয়তো কখনোই ভালইবাসতাম না!
2024-06-22 08:10:06