@md.safayeat3: মায়ের দোয়া ক্রিকেট আর ভুয়া নিউজ রাসেল ভাইপার নিয়ে পড়ে আছে জাতি, অথচ এদিকে বাংলাদেশের বুক চিরে বেরিয়ে গেল ভারতের ট্রেন ২৩ জুন ১৭৫৭, বাংলার স্বাধীনতার সূর্য ডুবে যায়। মানুষের কোন হুশ ছিল না যে কতবড় বিপদের মধ্যে তারা পরেছে। ২৩ জুন ২০২৪, ভারত দেশকে তাদের রেল করিডোর বানিয়ে সার্বভৌমত্ব দাফন করে অখণ্ড ভারতের পথে আরেক ধাপ আগালো। জনগন আছে নোংরা ক্রিকেট দলের কিছু নোংরা খেলোয়াড়দের খেলা নিয়ে। নেহেরু ডকট্রিনের ১০০ বছর পূর্ণ হবার আগেই সম্ভবত পূর্ব বাংলাকে গিলে ফেলবে ভারত... সেন্টমার্টিন যাচ্ছে! বুক চিরে রেল লাইন যাচ্ছে! আর আমরা আছি রাসেলস ভাইপার নিয়ে। শুধু রাসেল ভাইপার নয় দুর্নীতিবাজদের দুর্নীতির খবর চাপা দেওয়ার কৌশল মাত্র।।