@mong0953: #กลูต้าเบอร์รี่ #กลูต้าเบอรี่พลัส #ดันขึ้นฟีดที

ทอย
ทอย
Open In TikTok:
Region: TH
Thursday 18 July 2024 14:43:08 GMT
147
7
0
2

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @mong0953, please go to the Tikwm homepage.

Other Videos

ভালোবাসার_অনুভূতি💕 (𝐒𝟐) Part:29 ওদের কন্টিনিউস ঘেঙানো শুনে জাংকুক দীর্ঘনিশ্বাস ফেলে। পেরে না ওঠে অবশেষে ফোন বের করে কল লাগায়। ঘুমিয়েছে নাকি মেয়েটা কে জানে! অবশ্য আজ ঘুমানোর কথা নয়। ও টৈটৈ করে সম্পূর্ণ বাড়ি ঘুরছে। কল কানেক্টেড হলো মুহুর্তে। Tae ইশারায় লাউডস্পিকারে দিতে বলল। জাংকুক অসহায় ভঙ্গিতে দিল। ওপাশ থেকে Ynর চিকন মেয়েলি উত্তেজিত গলার স্বর শোনাল,  'হ্যালো জাংকুক ভাই!' 'হু। ঘুমাস নি?' 'উহু। আমার চোখে ঘুম নেই। আজ তো আমরা সবাই আপনাকে, বড়ো মা'কে মিস করছি। মিস করব না? এটাই তো প্রথম ঈদ আমাদের আলাদাভাবে। আপনি মিস করছেন?' Tae জ্বলজ্বল চোখে চেয়ে। ওর হাত Sugaর হাতে। দুজন দুজনের সাথে লেপ্টে জাংকুকের দিক তাকিয়ে। যেন কোনো রোমান্টিক সিনেমার রোমান্টিক সিন দেখছে। জাংকুক হালকা কেশে বলে,  'হু। তুই বাদে সবাইকে মিস করছি।' Ynর গলার স্বর বেড়ে গেল,  'কেন কেন! আমাকে কেন মিস করছেন না? হয়তো আমি একটু মেসি, একটু অদ্ভুত। আপনাকে খুব বিরক্ত করি তাই বলে মিস করবেন না?' বন্ধুবান্ধবদের কার্যকলাপ দেখে জাংকুক থামল। এদের সামনে কথা বলা যাবে না। তাই কথা ঘুড়িয়ে প্রশ্ন করল,  'কই তুই?' 'আমি বারান্দায়।' 'আচ্ছা। শোন.. উহুম! আমার বন্ধুরা একটু কথা বলবে তোর সাথে। কথা বলবি?' চমকানো Yn জবাব দিতে পারল না। এর পূর্বেই Tae কেড়ে ফোন নিয়ে নিল। স্বতঃস্ফূর্ত গলায় সালাম জানালো,  'আসসালামু আলাইকুম। Yn তুমি কেমন আছো?' থেমে থেমে অপ্রস্তুত Ynর জবাব এলো,  'ওয়া আলাইকুমুস সালাম ভাইয়া। আমি ভালো আছি। আপনি ভালো আছেন?' জবাব দিল Suga,  'আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক Yn।' Tae ও চেঁচাল,  'ঈদ মোবারক।' এবার হাসির শব্দ শোনাল ওপাশ থেকে। Yn হেসে হেসে বলল,  'ঈদ মোবারক ভাইয়া।' আরও কিছু বলবে পূর্বেই জাংকুক ফোন কেঁড়ে নিয়ে কেঁটে দিল। বুকের ভেতর তার ড্রাম বাজছে। Yn এভাবেই ভীষণ এগিয়ে তার দিক। যদি কোনো ইঙ্গিত পেয়ে বসে তাহলে এবার মাথার উঠে নাচবে। আর তার বন্ধুবান্ধবদের মুখ তো পিএইচডি করা। কি না কি বলে ফেলে, রিস্ক নেওয়া যাবে না। ★ সূর্যের সংস্পর্শে নয়ন জোড়া যেতেই জাংকুকের নিদ্রা কাটল। দরজায় টোকা পড়ছে। জাংকুক উঠে বসল। দেয়াল ঘড়ি আটটায় ঘুরছে৷ ঈদের নামাজে যাবে বলে তৎক্ষণাৎ উঠে গেল। গোসল নিয়ে বেরোতেই নাকে খাবারের সুভাস ভেসে এল। জবেদা বেগম কাঁচের বাটিতে গরুর দুধের গরম সেমাই নিয়ে এসেছেন। আদুরে গলায় বললেন,  'খেয়ে দেখ তো সব ঠিকঠাক আছে নাকি!' জাংকুক এক চামচ খেয়ে প্রশংসা করল,  ' সবসময়ের মতো সুস্বাদু। ' হেসে জবেদা বেগমের পুনরায় রান্নাঘরে ঢুকেন। জাংকুক রুমে যায় তৈরি হতে। কিছুক্ষণ শপিং ব্যাগটার পানে তাকিয়ে থাকে৷ মোস্তফা সাহেব পাঠিয়েছেন এটা। জাংকুক গতকাল রাতেই খুলে দেখেছে। সাদা পাজামা-পাঞ্জাবির স্যাট। জাংকুক তার বাবার দেওয়া পাজামা-পাঞ্জাবি পরল শেষমুহুর্তে। শরীরে আতর আর চোখে সুরমা দিল। হাতে সাদা মাথা টুপি নিয়ে বেরোল। জবেদা বেগম ছেলেকে দেখে মুগ্ধ হলেন। লম্বা জাংকুকের মাথা টেনে কপালে চুমুও খেলেন,  'বাচ্চাদের আসতে বলিস।' 'আচ্ছা। বলব।' বাবা-চাচাদের সাথে সাধারণত তাদের এরিয়ার জনপ্রিয় মসজিদেই নামাজ আদায় করে। আজও সেখানেই রওনা হলো। তার মন বলছে মোস্তফা সাহেব সেখানেই দাঁড়িয়ে হয়তো। হলোও তা। মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব, ওহী সাহেব, Soobin এবং দীপ্ত পাজামা-পাঞ্জাবি পরে টুপি মাথায় দাঁড়িয়ে। তার দেওয়া কাপড়চোপড় পরেছে সবাই। জাংকুককে দেখেই দীপ্ত ছুটে এসে লাফিয়ে কোলে চড়ল। আনোয়ার সাহেব ও হেসে হেসে ডাকলেন। ভাইপো-র সাথে কোলাকুলি করলেন। তাদের ঘিরে আছে এলাকার চেনাজানা বেশ কিছু ভদ্রলোক। একসময় বাবার পাশে গিয়ে দাঁড়াল জাংকুক। ভীষণ গম্ভীর কণ্ঠেই মিনমিন গলায় বলল,  'ঈদ মোবারক।' পরপরই দীপ্তকে নিয়ে মসজিদে ঢুকল। মোস্তফা সাহেব হাসলেন। তিনিও 'ঈদ মোবারক' বিড়বিড় করে আওড়ালেন।  ★ বেলা এগারোটায় হাজির হলো শাহজাহান বাড়ির বাচ্চাকাচ্চাদের দলবল। এসেই জাংকুকের থেকে সালামি নিতে ব্যস্ত। জাংকুক একেক করে সবাইকে টাকার খাম দিয়ে দিয়েছে। শেষে Yn এলো। Yn তার দেওয়া গাউন পরেছে। সাদা রঙের প্লেইন গাউন । সাথে সাদা জর্জেটের গর্জিয়াছ ওড়না, যা একসাইডে নেওয়া। সেই সাথে সুন্দর করে সেজেছে। চুলগুলো কার্ল করে খোলা রেখেছে। আজ কাজল ও পরেছে ডার্ক করে। পরিপাটি এই Ynকে জাংকুক কয়েকবার দেখল। এবং ইচ্ছে করল না খাম-টা তাড়াতাড়ি দিতে। একটু ঘুরিয়ে ফিরিয়ে দিবে যেন Yn চোখের সামনে কিছুক্ষন থাকে। সেই কারণ ধরে প্রশ্ন করে,  'কি সমস্যা?' 'আমার সালামি?' 'তোর কীসের সালামি?' Yn চোখ বড়ো বড়ো করে ফেলল,  'আমার খাম কোথায়?' জাংকুক উঠে দাঁড়াল। আয়নার সামনে চুল ঠিক করা ভঙ্গিতে বলল,  'নেই।' 'অ্যাহ। দিন আমার খাম। তাড়াতাড়ি।' জাংকুক কিছুক্ষণ ভাবল,  'সালাম করেছিস যে সালামি দিব?' 'এই কথা! এক্ষুনি করছি।' Yn সুন্দর ভাবে সোজাসাপটা হয়ে দাঁড়াল। ভদ্র-শালীন ভঙ্গিমায় বলল,  'আসসালামু আলাইকুম জাংকুক ভাইয়া। দিন এবার।' . 1000+cp #fyp #arpi101
ভালোবাসার_অনুভূতি💕 (𝐒𝟐) Part:29 ওদের কন্টিনিউস ঘেঙানো শুনে জাংকুক দীর্ঘনিশ্বাস ফেলে। পেরে না ওঠে অবশেষে ফোন বের করে কল লাগায়। ঘুমিয়েছে নাকি মেয়েটা কে জানে! অবশ্য আজ ঘুমানোর কথা নয়। ও টৈটৈ করে সম্পূর্ণ বাড়ি ঘুরছে। কল কানেক্টেড হলো মুহুর্তে। Tae ইশারায় লাউডস্পিকারে দিতে বলল। জাংকুক অসহায় ভঙ্গিতে দিল। ওপাশ থেকে Ynর চিকন মেয়েলি উত্তেজিত গলার স্বর শোনাল, 'হ্যালো জাংকুক ভাই!' 'হু। ঘুমাস নি?' 'উহু। আমার চোখে ঘুম নেই। আজ তো আমরা সবাই আপনাকে, বড়ো মা'কে মিস করছি। মিস করব না? এটাই তো প্রথম ঈদ আমাদের আলাদাভাবে। আপনি মিস করছেন?' Tae জ্বলজ্বল চোখে চেয়ে। ওর হাত Sugaর হাতে। দুজন দুজনের সাথে লেপ্টে জাংকুকের দিক তাকিয়ে। যেন কোনো রোমান্টিক সিনেমার রোমান্টিক সিন দেখছে। জাংকুক হালকা কেশে বলে, 'হু। তুই বাদে সবাইকে মিস করছি।' Ynর গলার স্বর বেড়ে গেল, 'কেন কেন! আমাকে কেন মিস করছেন না? হয়তো আমি একটু মেসি, একটু অদ্ভুত। আপনাকে খুব বিরক্ত করি তাই বলে মিস করবেন না?' বন্ধুবান্ধবদের কার্যকলাপ দেখে জাংকুক থামল। এদের সামনে কথা বলা যাবে না। তাই কথা ঘুড়িয়ে প্রশ্ন করল, 'কই তুই?' 'আমি বারান্দায়।' 'আচ্ছা। শোন.. উহুম! আমার বন্ধুরা একটু কথা বলবে তোর সাথে। কথা বলবি?' চমকানো Yn জবাব দিতে পারল না। এর পূর্বেই Tae কেড়ে ফোন নিয়ে নিল। স্বতঃস্ফূর্ত গলায় সালাম জানালো, 'আসসালামু আলাইকুম। Yn তুমি কেমন আছো?' থেমে থেমে অপ্রস্তুত Ynর জবাব এলো, 'ওয়া আলাইকুমুস সালাম ভাইয়া। আমি ভালো আছি। আপনি ভালো আছেন?' জবাব দিল Suga, 'আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক Yn।' Tae ও চেঁচাল, 'ঈদ মোবারক।' এবার হাসির শব্দ শোনাল ওপাশ থেকে। Yn হেসে হেসে বলল, 'ঈদ মোবারক ভাইয়া।' আরও কিছু বলবে পূর্বেই জাংকুক ফোন কেঁড়ে নিয়ে কেঁটে দিল। বুকের ভেতর তার ড্রাম বাজছে। Yn এভাবেই ভীষণ এগিয়ে তার দিক। যদি কোনো ইঙ্গিত পেয়ে বসে তাহলে এবার মাথার উঠে নাচবে। আর তার বন্ধুবান্ধবদের মুখ তো পিএইচডি করা। কি না কি বলে ফেলে, রিস্ক নেওয়া যাবে না। ★ সূর্যের সংস্পর্শে নয়ন জোড়া যেতেই জাংকুকের নিদ্রা কাটল। দরজায় টোকা পড়ছে। জাংকুক উঠে বসল। দেয়াল ঘড়ি আটটায় ঘুরছে৷ ঈদের নামাজে যাবে বলে তৎক্ষণাৎ উঠে গেল। গোসল নিয়ে বেরোতেই নাকে খাবারের সুভাস ভেসে এল। জবেদা বেগম কাঁচের বাটিতে গরুর দুধের গরম সেমাই নিয়ে এসেছেন। আদুরে গলায় বললেন, 'খেয়ে দেখ তো সব ঠিকঠাক আছে নাকি!' জাংকুক এক চামচ খেয়ে প্রশংসা করল, ' সবসময়ের মতো সুস্বাদু। ' হেসে জবেদা বেগমের পুনরায় রান্নাঘরে ঢুকেন। জাংকুক রুমে যায় তৈরি হতে। কিছুক্ষণ শপিং ব্যাগটার পানে তাকিয়ে থাকে৷ মোস্তফা সাহেব পাঠিয়েছেন এটা। জাংকুক গতকাল রাতেই খুলে দেখেছে। সাদা পাজামা-পাঞ্জাবির স্যাট। জাংকুক তার বাবার দেওয়া পাজামা-পাঞ্জাবি পরল শেষমুহুর্তে। শরীরে আতর আর চোখে সুরমা দিল। হাতে সাদা মাথা টুপি নিয়ে বেরোল। জবেদা বেগম ছেলেকে দেখে মুগ্ধ হলেন। লম্বা জাংকুকের মাথা টেনে কপালে চুমুও খেলেন, 'বাচ্চাদের আসতে বলিস।' 'আচ্ছা। বলব।' বাবা-চাচাদের সাথে সাধারণত তাদের এরিয়ার জনপ্রিয় মসজিদেই নামাজ আদায় করে। আজও সেখানেই রওনা হলো। তার মন বলছে মোস্তফা সাহেব সেখানেই দাঁড়িয়ে হয়তো। হলোও তা। মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব, ওহী সাহেব, Soobin এবং দীপ্ত পাজামা-পাঞ্জাবি পরে টুপি মাথায় দাঁড়িয়ে। তার দেওয়া কাপড়চোপড় পরেছে সবাই। জাংকুককে দেখেই দীপ্ত ছুটে এসে লাফিয়ে কোলে চড়ল। আনোয়ার সাহেব ও হেসে হেসে ডাকলেন। ভাইপো-র সাথে কোলাকুলি করলেন। তাদের ঘিরে আছে এলাকার চেনাজানা বেশ কিছু ভদ্রলোক। একসময় বাবার পাশে গিয়ে দাঁড়াল জাংকুক। ভীষণ গম্ভীর কণ্ঠেই মিনমিন গলায় বলল, 'ঈদ মোবারক।' পরপরই দীপ্তকে নিয়ে মসজিদে ঢুকল। মোস্তফা সাহেব হাসলেন। তিনিও 'ঈদ মোবারক' বিড়বিড় করে আওড়ালেন। ★ বেলা এগারোটায় হাজির হলো শাহজাহান বাড়ির বাচ্চাকাচ্চাদের দলবল। এসেই জাংকুকের থেকে সালামি নিতে ব্যস্ত। জাংকুক একেক করে সবাইকে টাকার খাম দিয়ে দিয়েছে। শেষে Yn এলো। Yn তার দেওয়া গাউন পরেছে। সাদা রঙের প্লেইন গাউন । সাথে সাদা জর্জেটের গর্জিয়াছ ওড়না, যা একসাইডে নেওয়া। সেই সাথে সুন্দর করে সেজেছে। চুলগুলো কার্ল করে খোলা রেখেছে। আজ কাজল ও পরেছে ডার্ক করে। পরিপাটি এই Ynকে জাংকুক কয়েকবার দেখল। এবং ইচ্ছে করল না খাম-টা তাড়াতাড়ি দিতে। একটু ঘুরিয়ে ফিরিয়ে দিবে যেন Yn চোখের সামনে কিছুক্ষন থাকে। সেই কারণ ধরে প্রশ্ন করে, 'কি সমস্যা?' 'আমার সালামি?' 'তোর কীসের সালামি?' Yn চোখ বড়ো বড়ো করে ফেলল, 'আমার খাম কোথায়?' জাংকুক উঠে দাঁড়াল। আয়নার সামনে চুল ঠিক করা ভঙ্গিতে বলল, 'নেই।' 'অ্যাহ। দিন আমার খাম। তাড়াতাড়ি।' জাংকুক কিছুক্ষণ ভাবল, 'সালাম করেছিস যে সালামি দিব?' 'এই কথা! এক্ষুনি করছি।' Yn সুন্দর ভাবে সোজাসাপটা হয়ে দাঁড়াল। ভদ্র-শালীন ভঙ্গিমায় বলল, 'আসসালামু আলাইকুম জাংকুক ভাইয়া। দিন এবার।' . 1000+cp #fyp #arpi101

About