@ericharris166:

Eric Harris
Eric Harris
Open In TikTok:
Region: US
Sunday 28 July 2024 14:25:08 GMT
162
3
0
0

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @ericharris166, please go to the Tikwm homepage.

Other Videos

𝐃𝐚𝐫𝐤 𝐨𝐛𝐬𝐞𝐬𝐬𝐢𝐨𝐧 || 𝐏𝐚𝐫𝐭:15 || কিছুক্ষণ ভাবল Yn।বুদ্ধিদীপ্তদের মতো চোখ জোড়া বড় করে yn বললো আইডিয়া,এতোবড় বাড়িতে নিশ্চয়ই একটা ল্যান্ডলাইন থাকবে?হ্যা থাকবেই, শুধু খুজে বের করতে হবে।নিজেকেই নিজে আস্বাস দিলো ও। তারপর আর দেরি করলো না,তৎক্ষনাৎ ডায়েরির পাতা থেকে jennieর নাম্বার টুকে রাখা পৃষ্ঠাটা ছিড়ে নিচের দিকে ছুট লাগালো নতুন কোন সুযোগের আশায়। বেখেয়ালি yn একপ্রকার নাচতে নাচতেই নিচে নেমে এলো।তবে শেষ সিঁড়িটা পেরোতেই ওর পায়ের উদ্যম গতি থেমে গেলো,সেই সাথে হাস্যোজ্জল মুখটাও চুপসে গিয়ে থমথমে দৃশ্য ধারণ করলো। অন্ধকার হল রুমে,কালকের মতোই ডিভানে বসে টি টেবিলের উপর  দু'পা তুলে বাইক রাইডিং ভিডিও গেইম খেলছে জাংকুক।Yn মনে মনে বিরক্ত হলো, Yn:এতো বড়  হয়েও সারাদিন ভিডিও গেইম খেলে এই লোক,আশ্চর্য কাজ নেই নাকি?আবার না হতেও পারে কোটি পতি বংশের একমাত্র উত্তরাধীকারী মি.কুম্ভকর্ণ।  নিজের মনের কথায় নিজেই ঠোঁট টিপে হেঁসে ওঠে Yn।সঙ্গে সঙ্গে মনিটরের গেইমটা পজ হয়ে যায়।জাংকুক ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড,তারপর গম্ভীর  স্বরে বলে,  Jk: হোয়াট হ্যাপেন্?এভাবে হাসছিস কেন?আমি বয়সে তোর থেকে ঠিক কত বছরের বড় তুই জানিস?  Ynর হাসি থেমে যায়,চারদিকে ঘুটঘুটে অন্ধকার তার সাথে নিস্তব্দ পরিবেশ, কেবল মনিটর থেকে আসা মৃদু আলো ছাড়া আর কোনো আলোই জলছে না হল রুমে।জানালা থেকে শুরু করে, কাচের দেওয়ালের পর্দাটা পর্যন্ত টেনে দেওয়া। এমন পরিবেশে জাংকুকের রাগি আওয়াজ বেশ ভয়ানকই ঠেকলো ynর কানে।আর এই মূহুর্তে জাংকুক যে, ওর দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে,ব্যাপারটা ভয়ের উপর যা থাকে সেখানে গিয়ে পৌঁছেছে।yn এই নিরবতা ভাঙতে চাইলো,রিনরিনে আওয়াজে বললো, Yn: আ..আপনার অফিস নেই? Jk:কোন অফিস??  Yn:এমা, কি বলছেন আপনাদের কোম্পানি,জেকে গ্রুপ।ওয়েট
𝐃𝐚𝐫𝐤 𝐨𝐛𝐬𝐞𝐬𝐬𝐢𝐨𝐧 || 𝐏𝐚𝐫𝐭:15 || কিছুক্ষণ ভাবল Yn।বুদ্ধিদীপ্তদের মতো চোখ জোড়া বড় করে yn বললো আইডিয়া,এতোবড় বাড়িতে নিশ্চয়ই একটা ল্যান্ডলাইন থাকবে?হ্যা থাকবেই, শুধু খুজে বের করতে হবে।নিজেকেই নিজে আস্বাস দিলো ও। তারপর আর দেরি করলো না,তৎক্ষনাৎ ডায়েরির পাতা থেকে jennieর নাম্বার টুকে রাখা পৃষ্ঠাটা ছিড়ে নিচের দিকে ছুট লাগালো নতুন কোন সুযোগের আশায়। বেখেয়ালি yn একপ্রকার নাচতে নাচতেই নিচে নেমে এলো।তবে শেষ সিঁড়িটা পেরোতেই ওর পায়ের উদ্যম গতি থেমে গেলো,সেই সাথে হাস্যোজ্জল মুখটাও চুপসে গিয়ে থমথমে দৃশ্য ধারণ করলো। অন্ধকার হল রুমে,কালকের মতোই ডিভানে বসে টি টেবিলের উপর দু'পা তুলে বাইক রাইডিং ভিডিও গেইম খেলছে জাংকুক।Yn মনে মনে বিরক্ত হলো, Yn:এতো বড় হয়েও সারাদিন ভিডিও গেইম খেলে এই লোক,আশ্চর্য কাজ নেই নাকি?আবার না হতেও পারে কোটি পতি বংশের একমাত্র উত্তরাধীকারী মি.কুম্ভকর্ণ। নিজের মনের কথায় নিজেই ঠোঁট টিপে হেঁসে ওঠে Yn।সঙ্গে সঙ্গে মনিটরের গেইমটা পজ হয়ে যায়।জাংকুক ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড,তারপর গম্ভীর স্বরে বলে, Jk: হোয়াট হ্যাপেন্?এভাবে হাসছিস কেন?আমি বয়সে তোর থেকে ঠিক কত বছরের বড় তুই জানিস? Ynর হাসি থেমে যায়,চারদিকে ঘুটঘুটে অন্ধকার তার সাথে নিস্তব্দ পরিবেশ, কেবল মনিটর থেকে আসা মৃদু আলো ছাড়া আর কোনো আলোই জলছে না হল রুমে।জানালা থেকে শুরু করে, কাচের দেওয়ালের পর্দাটা পর্যন্ত টেনে দেওয়া। এমন পরিবেশে জাংকুকের রাগি আওয়াজ বেশ ভয়ানকই ঠেকলো ynর কানে।আর এই মূহুর্তে জাংকুক যে, ওর দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে,ব্যাপারটা ভয়ের উপর যা থাকে সেখানে গিয়ে পৌঁছেছে।yn এই নিরবতা ভাঙতে চাইলো,রিনরিনে আওয়াজে বললো, Yn: আ..আপনার অফিস নেই? Jk:কোন অফিস?? Yn:এমা, কি বলছেন আপনাদের কোম্পানি,জেকে গ্রুপ।ওয়েট "জেকে "তারমানে কোম্পানিটা আপনার নামে আর কালকে ওই ভাইয়াটা আপনাকেই ডাকছিল,জিওন জাংকুককে ছোট করে Jk। আঙুল নাড়িয়ে নাড়িয়ে ynর করা বিশ্লেষণ জাংকুক শুনেছে কি শোনেনি কে জানে?ওও আবারও মনিটরে নজর দিয়ে বললো, Jk: আমার সামনে একদম হাসবি না তুই। তোর হাসিটা বিশ্রী লাগে আমার।আর ওটা আমার নয়,তোর মায়ের অফিস।আর না ওখানে আমি বসি, তুই চাইলে অবশ্য বসতে পারিস। Yn মনে মনে ভরকায়, Yn:কি বলে এই লোক। আমি কেবল কলেজ পাশ করে এডমিশন নিলাম,উনিকি ঠাট্টা করছেন, মানুষ এতো সিরিয়াস ফেস নিয়েও ঠাট্টা করতে পারে? অদ্ভুত। Yn আর ঘাটায় না জাংকুককে বেশি ঘাটালে হুট করে কি জানি কি অপমান করে বসে তার ইয়ত্তা নেই। তাই yn কথা ঘুরিয়ে বলে। Yn:বলছি যে আলো জ্বালিয়ে দেই, একটু কাজ ছিল। Jk: নো। Yn:কিন্তু কেন? jk:আমার অন্ধকার ভালো লাগে তাই,যা করার এই অবস্থাতেই করে যা। হালকা নিঃশ্বাস বেরিয়ে এলো ynর বুক চিড়ে, জাংকুক বলেছে মানে, সে কথা এক চুলও নরবে না।তাই অন্ধকার হাতরেই ল্যান্ড ফোনের সামনে গিয়ে সফেদ কার্পেট বিছানো মেঝেতে বসে পড়লো Yn। কাগজ থেকে খুব সাবধানে নাম্বারটা টুকে,কল লাগালো jennieর নাম্বারে। কয়েকবার রিং পরতেই কল ধরেছে jennie বাংলাদেশে তখন রাত দশটা কি এগারো তবুও কথা শুনে মনে হচ্ছে ঘুমে কাতরাচ্ছে জেনি। Yn:জেনি আমি yn বলছি। কেমন আছিস? জেনি চমকায়, একেতো বিদেশি নাম্বার তার উপর দেশে থাকতেই সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল Yn, এখন হুট করেই আবার কেন কল দিলো? জেনি কিছু বলবে তার আগেই yn বলে, Yn:জেনি আমার তোর সাথে অনেক কথা আছে সব খুলে বলবো তোকে,তার আগে ছোট্ট একটা ইনফরমেশন দে, kai ভাই কোন ইউনিভার্সিটিতে পড়ার জন্য ইউ এস এ এসেছে? জেনি ওপাশ থেকে কি বললো,সেটা শোনা না গেলেওও আপাতত মনিটরে এতোক্ষণ ধরে নির্দ্বিধায় চলতে থাকা বাইকটা ব্রেক ফেইল করে বিদ্ধস্ত হয়ে পরে আছে।পর্দায় বড় বড় অক্ষরে লেখা উঠেছে "গেইম ওভার"। কেন যেন হুট করে ফুপিয়ে কেঁদে উঠেলো yn।কাঁদতে কাঁদতে অসহায়ের মতো করে বলছে, Yn:জেনি তুই কি ড্রাংক এভাবে কেন কথা বলছিস, তুই কি কোন বাজে ছেলেদের পাল্লায় পরেছিস??বলনা? ওপাস থেকে টলতে টলতে জেনি বলল, জেনি:বেশ করেছি বলেছি, তুই আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখিসনা। সবসময় আমাকে আর Liaকে ইউজ করে গেছিস।তোর ইনফরমেশন কালেক্ট করাই কি আমার কাজ? সবসময় এমন ভাব করে এসেছিস যেন তুইই জিওন মঞ্জিলের মালকীন। আর আমরা কি? লেইম? Yn:কি বলছিস এসব জেনি, তোর মাথা ঠিক আছে? খানিকটা তাচ্ছ্যিল্যে হেসে জেনি আবারও বলে, জেনি:আরেহ তুইতো আসলেই কচুরিপানারে।আমিতো এই ভেবে তোকে বন্ধু বানিয়েছিলাম যে তুই অতবড় বাড়ির মেয়ে,পুরান ঢাকার নামকরা রিয়েলএস্টেট ফ্যামিলি বিজনেস তোদের। ওমাই গড।কিন্তুু তুই তো আসলে ওবাড়ির কেউই নস,আশ্রিতা মাত্র,তোদের জন্য ওই বাড়ির একমাত্র ছেলে জিওন জাংকুক নিজ বাড়িতে পা রাখেনা পর্যন্ত।আর তোর সাহস দেখে অবাক হচ্ছি,তুই কিনা kai ভাইয়ের খোজ করছিস?তুই জানিস kai ভাই কতবড় সাইন্টিস্ট হবে? তুই তার নখের যোগ্যতাও না yn। . 1000+cp করে দিও আইডিতে রিপোর্ট দিচ্ছে। #fyp #arpi101 #jungkook

About