@septi_aisyah04:

septi aisyah
septi aisyah
Open In TikTok:
Region: ID
Sunday 28 July 2024 14:46:09 GMT
607
36
0
1

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @septi_aisyah04, please go to the Tikwm homepage.

Other Videos

আমি যদি কোনোদিন ছেলের মা হই, আমি তাকে শুধু বড় করবো না, আমি তাকে মানুষ করবো। আমি তাকে শিখাবো, একজন পুরুষ বড় হয় শুধু গায়ের শক্তিতে নয়, বড় হয় তার মন, তার মানসিকতা আর তার চরিত্র দিয়ে। আমি আমার ছেলেকে ছোটবেলা থেকেই শিখাবো — নারী কোনো 'দুর্বল' সৃষ্টি নয়, নারীও মানুষ, নারীও অনুভব করে, স্বপ্ন দেখে, কষ্ট পায়।
আমি যদি কোনোদিন ছেলের মা হই, আমি তাকে শুধু বড় করবো না, আমি তাকে মানুষ করবো। আমি তাকে শিখাবো, একজন পুরুষ বড় হয় শুধু গায়ের শক্তিতে নয়, বড় হয় তার মন, তার মানসিকতা আর তার চরিত্র দিয়ে। আমি আমার ছেলেকে ছোটবেলা থেকেই শিখাবো — নারী কোনো 'দুর্বল' সৃষ্টি নয়, নারীও মানুষ, নারীও অনুভব করে, স্বপ্ন দেখে, কষ্ট পায়।" "আমি চাই না, আমার ছেলে বড় হয়ে এমন পুরুষ হোক, যার জন্য কোনো মেয়ে রাতভর চোখের জল ফেলুক। আমি চাই না, আমার ছেলে এমন পুরুষ হোক, যে শুধু নিজের ইচ্ছা মতো চলবে, আর পাশে থাকা নারীকে বোঝার প্রয়োজনই মনে করবে না।" "আমি চাই, সে এমন মানুষ হোক, যে নারীর কষ্ট বোঝে, যার চোখে নারীর সম্মান সবচেয়ে বড়। যে কখনও নারীর ইচ্ছা, ভালোবাসা, আত্মমর্যাদার ওপর অত্যাচার করবে না। যে নারীকে ভালোবাসবে, সম্মান করবে আর পাশে থাকবে।" "আমি যদি কোনোদিন ছেলের মা হই, আমি তাকে বোঝাবো, সংসার শুধু নারীর একার দায়িত্ব নয়, সংসার গড়ার দায়িত্ব দু'জনের। আমি তাকে শিখাবো, মেয়েরা কোনো বাধা নয়, মেয়েরা সহযাত্রী, মেয়েরা শক্তি।" "আমি জানি, ছেলেকে মানুষ করা মানে শুধু স্কুলে পাঠানো নয়, আমি তাকে জীবন শিখাবো, মনুষ্যত্ব শিখাবো, নারীর প্রতি সম্মান শিখাবো। আমি চাই, সমাজ আমার ছেলের মুখ দেখে বলুক — 'এই ছেলেটার মধ্যে আলাদা কিছু আছে', কারণ সে একজন নারীর কাছ থেকেই শিখেছে কীভাবে নারীকে ভালোবাসতে হয়, সম্মান করতে হয়।"

About