NM Shihab :
@NM Shihab:বুজছ ভাই আমি একটা মেকে অনেক ভালো বসতাম কয়েকদিন আগে প্রপোজ ও করছিলাম একছেপ্ট করে নাই 😅পরে কালকে আমাকে ফোন দিয়া বলতেছিল আমি তোমার সাতে প্রেম করব,,,অনেক কথা কইলো,,,আমাকে কইলো আমি কালকে তোমার সাতে দেখা করব স্কুল আসিও,,,আমিও খুশি মনে গেলাম পরে আমার বন্ধুদের মুখ থেকে শুনি ওই আমাদের হেড সড়কে বলছে আমি নাকি ওকে রেগুলার ডিস্টার্ব করি,,, কিন্তু আমি সেদিন আর পরে আর ওকে কোল ও দেইনাই নারী আসলেই ভালো অভিনয় জানে 😅💔তুই আমার সাতে প্রেম না করবে নাই অতবড় অভিনয়টা করার কোনো দরকার ছিলো,,,,,,?😔
2025-06-05 04:16:58