@amagirinoir: just want to share the pain #katsuhiraagata #norikosonozaki #kiznaiver #anime #animeedit

Amagiri
Amagiri
Open In TikTok:
Region: ID
Monday 19 August 2024 15:40:18 GMT
4677
409
10
4

Music

Download

Comments

boqabalan
omarkabalan :
name pl
2024-08-22 06:48:39
0
malikkhalilriaz
malikkhalilriaz :
name?
2024-08-22 14:23:47
0
boqabalan
omarkabalan :
name pl
2024-08-22 06:48:39
0
siseta.siseta
Amine clover 7 :
😌💐
2024-08-21 08:32:59
0
To see more videos from user @amagirinoir, please go to the Tikwm homepage.

Other Videos

#ভলোবাসার_অনূভুতি💕  Part:208 Yn রুমে এলো।তাদের ঘুরতে ঘুরতে রাত নেমেছে।খাওয়া দাওয়ার পাঠ চুকেছে বহু আগে।সে কক্ষে এসেই হাসল।সেই পরিচিত লজ্জায় রক্তিম হয়ে ওঠা ঝলমলে মুচকি হাসিটুকুন। দুদিকের নরম গাল ফুলে ওঠল ওপরে। একটা মানুষের তাকে ধাক্কা দেওয়ায় রেগে যাওয়া জাংকুক ভাইয়ের চেহারা ভেবে হৃদয়পুর ছেঁয়ে এলো ভালো লাগায়,ভালো বাসায়। তারপর ওর বলা কথাটা' 'তকে শুধু এই জিওন জাংকুক স্পর্শ করতে পারবে।গট ইট!' বারবার মনে পড়ছিল।এই যে এখনও যেন স্পষ্ট শুনছে কানে। নিরন্তর বাজছে কর্ণ পৃষ্ঠের আশেপাশে৷ তারপর আবার সমুদ্র বিচের সেই কথাটা, রোমান্টিক হলে সুস্থ থাকবি? ইশ!কথাটা যতবার মনে উঠছে,yn ততবার নিজেই আওড়াল।মিনমিন করে বলল, ' একবার রোমান্টিক হয়ে না হয় আমাকে অসুস্থই বানালেন জাংকুক ভাই।আপনার প্রেমে পড়ে আমার হৃদপিন্ডের চারটে প্রকোষ্ঠ এমনিতেই সুস্থ নেই।' তারপর ফোন নিয়ে বারান্দায় এলো। হোমস্ক্রিনে জাংকুক আর তার যূগল ছবিটি সেভ করা। yn সেই ছবিতে তুখোড় যত্নে হাত বোলায়।লক খুলে গ্যালারিতে গিয়ে জাংকুকের একার ছবি বের করে।তৃষ্ণা মেটাতে চেয়ে রইল কিয়ৎক্ষণ। আচমকা অধর নাড়িয়ে গেয়ে উঠল, 'এই তুমি যতক্ষণ থাকবে কাছে, এই দেহে ততক্ষন প্রাণটা আছে, আমার প্রাণটা আছে।' Yn রেলিং ধরে মুক্ত, তারাভরা আকাশ পানে চায়। নক্ষত্রের ঝলসে ওঠা রুপ দেখে মন আরো ফুরফুরে হয়। ফের দুপাশে দুলতে দুলতে গান ধরে, ' আমি যে তোমারই প্রেমেতে পড়েছি।  আমি যে প্রেমেরই মরণে মরেছি….' গানের মধ্যেই কোনও পুরুষালি অবয়ব পেছনে এসে দাঁড়াল।সেই ছাঁয়া ভেসে উঠল বারান্দার দেয়ালে।পরপর দুটো বলিষ্ঠ হাত তাকে মাঝে রেখে দুপাশ থেকে আকড়ে ধরল হঠাৎ। আকষ্মিক স্পর্শ, চেনা সুবাস নাকে যেতেই ynর বক্ষঃস্থল থমকায়।কণ্ঠস্বর কেঁপে ওঠে,গান থামে সহসা। স্ফুর্ত অধরে ভূমিকম্প নামে। একবার ফিরে চাওয়ার প্রয়াস চালায়।  Ynর হাঁটু টলে ওঠে। শরীরের ঝাঁকুনি প্রবল। জাংকুকের অত্যুষ্ণ শ্বাস বৈশাখের তাণ্ডবের ন্যায় প্রক্ষেপ হয় গালে। পুরুষালী বক্ষের সাথে মিশে যায় ynর পিঠ।পরপর ঠান্ডা থুত্নী লেগে আসে কাঁধে।ynর ভেতর তোলপাড় শুরু হলো।  জাংকুক ভাই কি এবার সত্যিই রোমান্টিক হওয়ার প্রতিযোগিতায় নামলেন?  তার গতরের ঘূর্নিঝড়ে, জাংকুকের কপালে ভাঁজ পড়ল। গাঢ় ভাবে সরল রেখার ন্যায় স্পষ্ট ফুটে উঠল তারা। সেই ভাঁজ নিয়েই কাঁধ থেকে, ynর দিক ঘাড় বেকে দেখল একবার।তারপর বিরক্ত কণ্ঠে বলল,  ' আর একটু কাঁপলে, এখান থেকে ঠেলে ফেলে দেব।' হুমকি শুনে yn ভয় পায়। অথচ কম্পন থামে না। ওরা কী তার মত বাধ্য?জাংকুক সেকেন্ড খানেক দেখে গেল। শেষে বিদ্বিষ্ট, ব্যর্থ হয়ে ছেড়ে দিলো। সরে এলো দুরুত্বে। গম্ভীর স্বরে বলল,  ' ঘুমিয়ে পড়।' তারপর বেরিয়ে যায়৷ yn আহত নজরে চেয়ে রইল সেই যাওয়ার দিকে। সময় চলছে।অথচ ynর কিছু ভালো লাগছে না! নিজের ওপর তিঁতিবিরক্ত খুব। জাংকুক ওইভাবে ছেড়ে যাওয়ায়,খারাপ লাগছে। কষ্টও হচ্ছে। একবার গিয়ে সরি বললে হতোনা? সাথে বলবে, 'আপনি এখন থেকে কাছে এলেও কাঁপব না জাংকুক ভাই। বিশ্বাস না হলে ধরে দেখুন। ' তারপর নিজেই জ্বিভ কাটল। বিষয়টা কেমন দেখায় না? বেশরমের মত হয়ে যাবে কাজটা। কিন্তু উনি যে রাগ করলেন! yn মুখ ভাড় করে বসে রইল বিছানায়। কতক্ষণ পাঁয়চারি করল কামড়া জুড়ে। তারপর চটপটে কদমে yn2দের ঘরের দিক রওনা করল।  ওদের দরজা খোলা,শুধু চাপানো। yn তাও কড়া নাড়ল। জানতে চাইল, ' আসব আপু?' ভেতর থেকে জবাব এলো তৎক্ষনাৎ, ' আরে মিষ্টি শালিকা এসো,ঘরতো তোমারই।'  yn হেসে ঢুকল।yn2 পা ভাঁজ করে বসে সোফায়। tae তার পাশেই। গা ঘেঁষে বসা ছিল দুজনে। ynর গলা পেয়ে দুরুত্ব বাড়িয়েছে। সে ঢুকতেই yn2 নিজের পাশ দেখিয়ে বলল, ' আয় বোস।'  Yn বসেনি।সে ওদের রুম থেকে বারান্দার দিক চাইল। জাংকুক ভাইয়ের ঘরটা এদের পাশেই। বারান্দাও একইসাথে নিশ্চয়ই!ওনাকে কী দেখা যাবে? yn ত্রস্ত এগোলো সেদিকে। tae শুধাল, ' কই যাচ্ছো?'  ' আপনাদের ঘরটা একটু দেখি!' যেতে যেতে উত্তর দিলো। tae হাসল,বুঝেছে সে।yn বারান্দায় আসে। ডান পাশের ঘরটা জাংকুকের। আলো জ্বলছে ভেতরে।yn কয়েক মিনিট অপেক্ষা করে। যদি সে আসে! কিন্তু এলো না। উলটে বন্ধ হলো বাতি। ynর অপেক্ষার উত্তেজনা নিভে গেল। মন খারাপ করে রুমে আসতেই দেখল yn2- tae ফিসফিস করে কথা বলছে। ওকে দেখতেই থামল সে আলাপ।yn এতে সন্দেহী চোখে তাকায়। প্রশ্ন করে, ' কী বলছিলে তোমরা?'  Tae আমতা-আমতা শুরু করে।yn2 ওকে থামিয়ে দিয়ে বলল, ' তোকে বলব কেন? '  ' বললে কী হয়?'  yn2 দুষ্টুমি করে বলল, ' এসব হলো নবদম্পতির কথা। এগুলো ছোটদের শুনতে নেই।'  yn কপট রাগ দেখিয়ে বলে,  'থাক,শুনলাম না।'  তারপর আরেকবার বারান্দা পানে চায়। দীর্ঘশ্বাস ফেলে বলে, ' আচ্ছা থাকো,আমি আসি।'  tae বলল, ' সে কী! এলেইত এখন। বোসো না, গল্প করি!'  yn মুখ কালো রেখেই বলল, 'ঘুম পাচ্ছে খুব ভাইয়া।গল্প কাল করব।'  তারপর গুটিগুটি পায়ে ঘর ছাড়ল।tae শুধাল, 'ও কী রাগ করল মাই লাভ? ' yn2 নিশ্চিন্ত কণ্ঠে জানাল, ' আরে না! আমার বোনের ওমন ঢিলে রাগ নেই।' . . #fypシ #arpi101 #fyp
#ভলোবাসার_অনূভুতি💕 Part:208 Yn রুমে এলো।তাদের ঘুরতে ঘুরতে রাত নেমেছে।খাওয়া দাওয়ার পাঠ চুকেছে বহু আগে।সে কক্ষে এসেই হাসল।সেই পরিচিত লজ্জায় রক্তিম হয়ে ওঠা ঝলমলে মুচকি হাসিটুকুন। দুদিকের নরম গাল ফুলে ওঠল ওপরে। একটা মানুষের তাকে ধাক্কা দেওয়ায় রেগে যাওয়া জাংকুক ভাইয়ের চেহারা ভেবে হৃদয়পুর ছেঁয়ে এলো ভালো লাগায়,ভালো বাসায়। তারপর ওর বলা কথাটা' 'তকে শুধু এই জিওন জাংকুক স্পর্শ করতে পারবে।গট ইট!' বারবার মনে পড়ছিল।এই যে এখনও যেন স্পষ্ট শুনছে কানে। নিরন্তর বাজছে কর্ণ পৃষ্ঠের আশেপাশে৷ তারপর আবার সমুদ্র বিচের সেই কথাটা, রোমান্টিক হলে সুস্থ থাকবি? ইশ!কথাটা যতবার মনে উঠছে,yn ততবার নিজেই আওড়াল।মিনমিন করে বলল, ' একবার রোমান্টিক হয়ে না হয় আমাকে অসুস্থই বানালেন জাংকুক ভাই।আপনার প্রেমে পড়ে আমার হৃদপিন্ডের চারটে প্রকোষ্ঠ এমনিতেই সুস্থ নেই।' তারপর ফোন নিয়ে বারান্দায় এলো। হোমস্ক্রিনে জাংকুক আর তার যূগল ছবিটি সেভ করা। yn সেই ছবিতে তুখোড় যত্নে হাত বোলায়।লক খুলে গ্যালারিতে গিয়ে জাংকুকের একার ছবি বের করে।তৃষ্ণা মেটাতে চেয়ে রইল কিয়ৎক্ষণ। আচমকা অধর নাড়িয়ে গেয়ে উঠল, 'এই তুমি যতক্ষণ থাকবে কাছে, এই দেহে ততক্ষন প্রাণটা আছে, আমার প্রাণটা আছে।' Yn রেলিং ধরে মুক্ত, তারাভরা আকাশ পানে চায়। নক্ষত্রের ঝলসে ওঠা রুপ দেখে মন আরো ফুরফুরে হয়। ফের দুপাশে দুলতে দুলতে গান ধরে, ' আমি যে তোমারই প্রেমেতে পড়েছি। আমি যে প্রেমেরই মরণে মরেছি….' গানের মধ্যেই কোনও পুরুষালি অবয়ব পেছনে এসে দাঁড়াল।সেই ছাঁয়া ভেসে উঠল বারান্দার দেয়ালে।পরপর দুটো বলিষ্ঠ হাত তাকে মাঝে রেখে দুপাশ থেকে আকড়ে ধরল হঠাৎ। আকষ্মিক স্পর্শ, চেনা সুবাস নাকে যেতেই ynর বক্ষঃস্থল থমকায়।কণ্ঠস্বর কেঁপে ওঠে,গান থামে সহসা। স্ফুর্ত অধরে ভূমিকম্প নামে। একবার ফিরে চাওয়ার প্রয়াস চালায়। Ynর হাঁটু টলে ওঠে। শরীরের ঝাঁকুনি প্রবল। জাংকুকের অত্যুষ্ণ শ্বাস বৈশাখের তাণ্ডবের ন্যায় প্রক্ষেপ হয় গালে। পুরুষালী বক্ষের সাথে মিশে যায় ynর পিঠ।পরপর ঠান্ডা থুত্নী লেগে আসে কাঁধে।ynর ভেতর তোলপাড় শুরু হলো। জাংকুক ভাই কি এবার সত্যিই রোমান্টিক হওয়ার প্রতিযোগিতায় নামলেন? তার গতরের ঘূর্নিঝড়ে, জাংকুকের কপালে ভাঁজ পড়ল। গাঢ় ভাবে সরল রেখার ন্যায় স্পষ্ট ফুটে উঠল তারা। সেই ভাঁজ নিয়েই কাঁধ থেকে, ynর দিক ঘাড় বেকে দেখল একবার।তারপর বিরক্ত কণ্ঠে বলল, ' আর একটু কাঁপলে, এখান থেকে ঠেলে ফেলে দেব।' হুমকি শুনে yn ভয় পায়। অথচ কম্পন থামে না। ওরা কী তার মত বাধ্য?জাংকুক সেকেন্ড খানেক দেখে গেল। শেষে বিদ্বিষ্ট, ব্যর্থ হয়ে ছেড়ে দিলো। সরে এলো দুরুত্বে। গম্ভীর স্বরে বলল, ' ঘুমিয়ে পড়।' তারপর বেরিয়ে যায়৷ yn আহত নজরে চেয়ে রইল সেই যাওয়ার দিকে। সময় চলছে।অথচ ynর কিছু ভালো লাগছে না! নিজের ওপর তিঁতিবিরক্ত খুব। জাংকুক ওইভাবে ছেড়ে যাওয়ায়,খারাপ লাগছে। কষ্টও হচ্ছে। একবার গিয়ে সরি বললে হতোনা? সাথে বলবে, 'আপনি এখন থেকে কাছে এলেও কাঁপব না জাংকুক ভাই। বিশ্বাস না হলে ধরে দেখুন। ' তারপর নিজেই জ্বিভ কাটল। বিষয়টা কেমন দেখায় না? বেশরমের মত হয়ে যাবে কাজটা। কিন্তু উনি যে রাগ করলেন! yn মুখ ভাড় করে বসে রইল বিছানায়। কতক্ষণ পাঁয়চারি করল কামড়া জুড়ে। তারপর চটপটে কদমে yn2দের ঘরের দিক রওনা করল। ওদের দরজা খোলা,শুধু চাপানো। yn তাও কড়া নাড়ল। জানতে চাইল, ' আসব আপু?' ভেতর থেকে জবাব এলো তৎক্ষনাৎ, ' আরে মিষ্টি শালিকা এসো,ঘরতো তোমারই।' yn হেসে ঢুকল।yn2 পা ভাঁজ করে বসে সোফায়। tae তার পাশেই। গা ঘেঁষে বসা ছিল দুজনে। ynর গলা পেয়ে দুরুত্ব বাড়িয়েছে। সে ঢুকতেই yn2 নিজের পাশ দেখিয়ে বলল, ' আয় বোস।' Yn বসেনি।সে ওদের রুম থেকে বারান্দার দিক চাইল। জাংকুক ভাইয়ের ঘরটা এদের পাশেই। বারান্দাও একইসাথে নিশ্চয়ই!ওনাকে কী দেখা যাবে? yn ত্রস্ত এগোলো সেদিকে। tae শুধাল, ' কই যাচ্ছো?' ' আপনাদের ঘরটা একটু দেখি!' যেতে যেতে উত্তর দিলো। tae হাসল,বুঝেছে সে।yn বারান্দায় আসে। ডান পাশের ঘরটা জাংকুকের। আলো জ্বলছে ভেতরে।yn কয়েক মিনিট অপেক্ষা করে। যদি সে আসে! কিন্তু এলো না। উলটে বন্ধ হলো বাতি। ynর অপেক্ষার উত্তেজনা নিভে গেল। মন খারাপ করে রুমে আসতেই দেখল yn2- tae ফিসফিস করে কথা বলছে। ওকে দেখতেই থামল সে আলাপ।yn এতে সন্দেহী চোখে তাকায়। প্রশ্ন করে, ' কী বলছিলে তোমরা?' Tae আমতা-আমতা শুরু করে।yn2 ওকে থামিয়ে দিয়ে বলল, ' তোকে বলব কেন? ' ' বললে কী হয়?' yn2 দুষ্টুমি করে বলল, ' এসব হলো নবদম্পতির কথা। এগুলো ছোটদের শুনতে নেই।' yn কপট রাগ দেখিয়ে বলে, 'থাক,শুনলাম না।' তারপর আরেকবার বারান্দা পানে চায়। দীর্ঘশ্বাস ফেলে বলে, ' আচ্ছা থাকো,আমি আসি।' tae বলল, ' সে কী! এলেইত এখন। বোসো না, গল্প করি!' yn মুখ কালো রেখেই বলল, 'ঘুম পাচ্ছে খুব ভাইয়া।গল্প কাল করব।' তারপর গুটিগুটি পায়ে ঘর ছাড়ল।tae শুধাল, 'ও কী রাগ করল মাই লাভ? ' yn2 নিশ্চিন্ত কণ্ঠে জানাল, ' আরে না! আমার বোনের ওমন ঢিলে রাগ নেই।' . . #fypシ #arpi101 #fyp

About