@eyeekonic: #POPSTARACADEMY #KATSEYE

lizzie (S.I.S. OUT NOW)
lizzie (S.I.S. OUT NOW)
Open In TikTok:
Region: US
Friday 23 August 2024 17:18:57 GMT
1817
140
7
0

Music

Download

Comments

nashwuzhare
nashwuzhare :
I Stan all of them but my bias is Megan 😛
2024-08-23 19:27:31
3
ujenni4
eyconicjenni :
Being a solo Stan is literally an antonym for katseye fan🙄
2024-08-23 21:03:26
4
ijboll.official
🐱🖤 :
and there's No Megan or Daniela fans I always see "where's Manon" when they're in the vid it's so sad they're like the most dance talented
2024-08-29 01:47:38
1
mayvtsc
mayvtsc :
moots?? i need eyekon friends
2024-08-27 12:49:49
1
angeleen.btw
ᵃⁿᵍᵉˡᵉᵉⁿ シ︎ :
Reall
2024-08-24 13:50:42
1
To see more videos from user @eyeekonic, please go to the Tikwm homepage.

Other Videos

গত পরশুদিন আমার স্বামী যখন ওর প্লেট থেকে মুরগির কলিজা অর্ধেকটুকু ছিড়ে আমার প্লেটে তুলে দিচ্ছিলো, আড়চোখে তাকালাম টেবিলে বসে থাকা বাকী দু'জনের মুখের দিকে। একজনের মুখে এটা দেখে হাসির মাখামাখি, আর আরেকজনের মুখে তিক্ততায় ভর করা। প্রথমজন হলেন আমার মা, আর দ্বিতীয়জন আমার শাশুড়ি মা। রাতে সব রান্নাগুলো শেষ করে যখন সেমাইটা রাধছিলাম তখনই আমার স্বামী এসে বাকি কাজ করে দিচ্ছিলো। ঠিক তখনই আমার শাশুড়ি রান্নাঘরে ঢুকে তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, তোমার সমস্যা কি বউমা? আমার ছেলেটাকেতো কেঁড়েই নিয়েছো, এখন কি বউয়ের গোলাম বানাবা? আমি কখন কান্না করে ফেলেছি বুঝতেই পারিনি। আমার স্বামী বলে উঠলো, মা কি হচ্ছেটা কি? ভুলে যেওনা আমার শাশুড়ি এই বাড়িতেই আছেন। শাশুড়ি মা চেঁচিয়ে চেঁচিয়ে আরো বাঁকা কথা বলতে লাগলেন। আমার মা বারান্দা থেকে শুনলো সব রাতে মা বললো বাড়ি চলে যাবে। বললাম কাল যেও। মা রেগে বললো, এতকিছু সহ্য করে থাকিস এখানে? তোর জামাইতো ঠিকই আছে। ও'কে নিয়ে আলাদা হয়ে যেতে পারিস না? আমি জবাবে একটা কথাই বললাম, যে কারণে তোমার ছেলের বউ মানে আমার ভাবী পড়ে থাকে।  মা বোধহয় অবাকের শেষপ্রান্তে দাঁড়িয়ে বলে উঠলো, - কি? -- হ্যাঁ মা অবাক হচ্ছো তাই না? মনে পড়ে ভাবীর মা ও ওদের বিয়ের পর পরই একদিন তোমায় বলেছিলো মাছ ভাজি ভাবীর অনেক পচ্ছন্দ? কথাটা জানার পরও ভাবিকে কখনো বলোনি মাছটা ভেজে খেতে। এই কথাগুলো ঠিক তোমাদের মুখে মানায় না মা। তোমার ঘরের বউকে যখন তোমার ছেলে ভালোবাসে তখন সে বউয়ের গোলাম। মেয়ের জামাই ভালো হলে আবার বলো আমার মেয়েটার কপাল কত ভালো। জামাই মেয়েকে ছাড়া কিচ্ছু বোঝে না। আমার শাশুড়ি যখন তার মেয়ে আসে আমাকে দিয়ে অনেক পদের খাবার তৈরি করায়।কোনোদিন বলেনা তুমিও আমাদের সাথে বসে খাও। আসলে দুনিয়াটাই এইরকম মা। গত মাসে একটা থ্রি-পিছ এনেছিলো তোমাদের জামাই। তুমি বলেছিলে খুব সুন্দর মানাবে। ভাবী বলেছিলো ভাইয়াকে বলে ও একটা আনাবে। আর উত্তরে তুমি বলেছিলে এখন কিছু কিনতে হবেনা। ভাবীর মলিন মুখটা আমি ঠিকই খেয়াল করেছিলাম। সেই একই থ্রি-পিছটা যখন শাশুড়িকে দেখালাম বললো গত ঈদেইতো দামী দুইটা নিয়েছিলে এই ঈদেও আবার নিতে হবে? সেদিন রাতেই যখন আমার ছোটো ননাস এসেছিলো তার হাতে ছিলো দামী নতুন ব্যাগ। শাশুড়ি মা ব্যাগের দাম শুনে মুখে যেন বিশ্ব জয়ের হাসি। আমি দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলছিলাম, নারীরাই শুধু নারীদের শত্রু হয়। মা কথাগুলো শুনে আমায় জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো। পিছন ফিরে দেখলাম আমার স্বামী আর শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন। শাশুড়ি মা'র চোখ বেয়ে অনুতপ্তের অশ্রু।#foryou #foryoupage #fypシ
গত পরশুদিন আমার স্বামী যখন ওর প্লেট থেকে মুরগির কলিজা অর্ধেকটুকু ছিড়ে আমার প্লেটে তুলে দিচ্ছিলো, আড়চোখে তাকালাম টেবিলে বসে থাকা বাকী দু'জনের মুখের দিকে। একজনের মুখে এটা দেখে হাসির মাখামাখি, আর আরেকজনের মুখে তিক্ততায় ভর করা। প্রথমজন হলেন আমার মা, আর দ্বিতীয়জন আমার শাশুড়ি মা। রাতে সব রান্নাগুলো শেষ করে যখন সেমাইটা রাধছিলাম তখনই আমার স্বামী এসে বাকি কাজ করে দিচ্ছিলো। ঠিক তখনই আমার শাশুড়ি রান্নাঘরে ঢুকে তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, তোমার সমস্যা কি বউমা? আমার ছেলেটাকেতো কেঁড়েই নিয়েছো, এখন কি বউয়ের গোলাম বানাবা? আমি কখন কান্না করে ফেলেছি বুঝতেই পারিনি। আমার স্বামী বলে উঠলো, মা কি হচ্ছেটা কি? ভুলে যেওনা আমার শাশুড়ি এই বাড়িতেই আছেন। শাশুড়ি মা চেঁচিয়ে চেঁচিয়ে আরো বাঁকা কথা বলতে লাগলেন। আমার মা বারান্দা থেকে শুনলো সব রাতে মা বললো বাড়ি চলে যাবে। বললাম কাল যেও। মা রেগে বললো, এতকিছু সহ্য করে থাকিস এখানে? তোর জামাইতো ঠিকই আছে। ও'কে নিয়ে আলাদা হয়ে যেতে পারিস না? আমি জবাবে একটা কথাই বললাম, যে কারণে তোমার ছেলের বউ মানে আমার ভাবী পড়ে থাকে। মা বোধহয় অবাকের শেষপ্রান্তে দাঁড়িয়ে বলে উঠলো, - কি? -- হ্যাঁ মা অবাক হচ্ছো তাই না? মনে পড়ে ভাবীর মা ও ওদের বিয়ের পর পরই একদিন তোমায় বলেছিলো মাছ ভাজি ভাবীর অনেক পচ্ছন্দ? কথাটা জানার পরও ভাবিকে কখনো বলোনি মাছটা ভেজে খেতে। এই কথাগুলো ঠিক তোমাদের মুখে মানায় না মা। তোমার ঘরের বউকে যখন তোমার ছেলে ভালোবাসে তখন সে বউয়ের গোলাম। মেয়ের জামাই ভালো হলে আবার বলো আমার মেয়েটার কপাল কত ভালো। জামাই মেয়েকে ছাড়া কিচ্ছু বোঝে না। আমার শাশুড়ি যখন তার মেয়ে আসে আমাকে দিয়ে অনেক পদের খাবার তৈরি করায়।কোনোদিন বলেনা তুমিও আমাদের সাথে বসে খাও। আসলে দুনিয়াটাই এইরকম মা। গত মাসে একটা থ্রি-পিছ এনেছিলো তোমাদের জামাই। তুমি বলেছিলে খুব সুন্দর মানাবে। ভাবী বলেছিলো ভাইয়াকে বলে ও একটা আনাবে। আর উত্তরে তুমি বলেছিলে এখন কিছু কিনতে হবেনা। ভাবীর মলিন মুখটা আমি ঠিকই খেয়াল করেছিলাম। সেই একই থ্রি-পিছটা যখন শাশুড়িকে দেখালাম বললো গত ঈদেইতো দামী দুইটা নিয়েছিলে এই ঈদেও আবার নিতে হবে? সেদিন রাতেই যখন আমার ছোটো ননাস এসেছিলো তার হাতে ছিলো দামী নতুন ব্যাগ। শাশুড়ি মা ব্যাগের দাম শুনে মুখে যেন বিশ্ব জয়ের হাসি। আমি দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলছিলাম, নারীরাই শুধু নারীদের শত্রু হয়। মা কথাগুলো শুনে আমায় জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো। পিছন ফিরে দেখলাম আমার স্বামী আর শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন। শাশুড়ি মা'র চোখ বেয়ে অনুতপ্তের অশ্রু।#foryou #foryoupage #fypシ

About