@_arpi101_: #ভলোবাসার_অনূভুতি💕 Part:247 জাংকুক বারান্দা ছেড়ে বেডরুমে প্রবেশ করে।এসি বন্ধ।সিলিং ফ্যান চলছে।বাতাসে দুলছে সাদা পর্দাগুলো।চেয়ারে বসল হেলান দিয়ে।একটা সিগারেট ধরাল।সিগারেট সে খায় না। তবে আজকাল একাই দু-একটা খাচ্ছে অতিষ্ঠ হয়ে।চোখদুটো বুজে চেয়ারে হেলান দিলো।চোখদুটো আবার খুলে ল্যাপটপে কনসেন্ট্রেশন দিতে গেল।তবে বিফল হলো সে।সজোরে ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়াল। অধৈর্য দৃষ্টি দেয়াল ঘড়িতে ফেলল।তিনটা নয়।এতোদিন মেয়েটার পাগলামি দেখে এসেছে,অথচ আজ মনপ্রাণ চাচ্ছে স্বেচ্ছায় পাগল হতে। মনস্থির হতেই তার মুষ্টিবদ্ধ হাত দুটো শান্ত হয়। ভারিক্কি পদক্ষেপ সহিত বেরিয়ে পরে রুম থেকে। ynর রুমের দরজা সবসময় খোলা থাকে। আজও খোলা।জাংকুক দরজাটা খুলে ভেতরে পা বাড়ায়।ভেতরে ঢুকে দরজাটা বিনাশব্দে ভিতর থেকে লক করে দেয়। রুমটা প্রচণ্ড শীতল এবং বড্ড আঁধারে।জাংকুক বাতি জ্বালাল। yn বিছানায় আমোদে ঘুমুচ্ছে।একটা সাদা কম্বল গায়ে টানা বুক পর্যন্ত।জাংকুক ধীর পায়ে এগোয় বিছানার দিক। হাতখানা বাড়িয়ে ওর ফুলোফুলো গালটা ছুঁলো।yn ঘুমের ঘোরেই নড়ল।কপালে বেশ কয়েকটি ভাঁজ পড়ল।মাথাটা ঘুরিয়ে অন্যপাশ ফিরে গেল।জাংকুক হেসে তক্ষণ ঝুঁকল কানের কাছের চুলগুলো সরাল নরম হাতে।কানের লতিতে ঠোঁট ছুঁয়ে দিলো।ডাকল মৃদু স্বরে, ‘Ynn!’ তার ডাকের জবাব আসে না।নিস্তব্ধতা তখনো বিরাজমান।জাংকুক গভীর নিদ্রায় মনোনিবেশ প্রেয়সীর গালে আঙুল বোলাতে-বোলাতে একমনেই বলে, ‘তুই না উঠলেই, বরং তোর জন্য মঙ্গল।’ একথা বলেই মুখটা নামিয়ে চটপট কিছু চু মু বসায় ynর ঘুমন্ত স্নিগ্ধ মুখশ্রী জুড়ে।ynর চোখের পাপড়িযুগল কাঁপে সামান্য। ভেজা ভেজা স্পর্শ পেতেই পরপর চমকে কাঁচা ঘুম ভাঙা চোখদুটো মেলে তাকায়। কয়েকবার সরলভাবে পলক ফেলে। চোখদুটো আলো সইতে খানিকক্ষণ সময় নেয়।জাংকুকের মুখটা স্পষ্ট হতেই ynর চেহারার রঙ দৃশ্যমান ভঙ্গিতে পাল্টে যায়।জাংকুক ভাই! অবিশ্বাস্য চোখদুটো পলক ফেলতেও দ্বিধান্বিত যেন।জাংকুক ভ্রু তুলে শুধায়, ‘তোর ঘুমের ডিস্টার্ব করলাম?' ynর নিভু-নিভু চোখ দুটো উৎসুক হয়ে চেয়ে আছে। আকুলতা —অধীর ব্যাকুলতা স্পষ্টত সেই দৃষ্টিতে।ynর ব্যাকুল দৃষ্টি যেন তার নামে লেখা সর্বনাশী ভাতা।yn এক ঝটকায় ওঠে বসে যখন বুঝতে পারে সামনের ব্যক্তি স্বয়ং তার জাংকুক ভাই,ভ্রম নয়।পরপরই দুদিনের মানুষটার অনুপস্থিতিতে লজ্জা, কুন্ঠা সব ভুলে বসল yn।একলাফে দু'হাত বাড়িয়ে জাংকুকের গলা জড়িয়ে ধরে।তার স্পর্শে সারাক্ষণ কাপঁতে থাকা মেয়েটা তাকে আচমকা জড়িয়ে ধরায়,কিছুটা সময়ের জন্য হতবাক হলেও,পরমুহূর্তেই সেও দু'হাতে ynকে জড়িয়ে নেয় বক্ষে।ডান হাতটা নিজের মতন ynর মাথার পেছনটা বোলাতে থাকে আদুরে ভঙ্গিতে।শান্তিতে চোখ বুজে আসে ynর।এরকম শান্তিই তো yn সবসময় খুঁজে।yn জানে মানুষটা তার ব্যস্ত থাকে,তাই তাকে সময় দিতে পারে না।কিন্তু অধম এই মনটাকে কি করে বুঝাবে!জাংকুকের একটু আদরে ynর সবরকম শূন্যতা,অভিমান,ব্যাকুলতা উড়ে কই যেন পালিয়েছে। কিছুক্ষণ এভাবেই কাটল। yn জাংকুকের কোলে বসে।শখের পুরুষের সান্নিধ্য পেয়ে yn যে কখন জাংকুকের কোলে বসে পড়েছে সেটা হয়তো এখনো আন্দাজ করতে পারেনি মেয়েটা।তার মাথাটা জাংকুকের ঘাড়ে। yn এত্রায় মাথা সরিয়ে এনে মুখোমুখি হলো জাংকুকের।ফোলাফোলা লালচে চোখদুটোতে যেন পৃথিবীর সব মায়া বিরাজ করছে।জাংকুক ডানে হাতের আঙুল দিয়ে ynর চোখদুটো মুছে দেয়। yn অভিমান করেই জিজ্ঞেস করল, ‘আমাকে মিস করেছিলেন জাংকুক ভাই...!’ জাংকুক মৃদু স্বর খাদে নামিয়ে নির্নিমেষ চেয়ে বলে ওঠে, ‘মুখে বলব নাকি করে দেখাব?’ yn অবুঝের মতন চেয়েছিল।আগামাথা বোঝবার পুর্বেই এক অনাকাঙ্ক্ষিত কাণ্ড ঘটে গেল।নিজেকে আবিষ্কার করল বিছানায়।ধাক্কাটা সামলে ওঠার আগেই, পরপর যা ঘটেছে তা দেখার মত সাহস তার চোখদুটোর হলো না। শক্ত করে বুজে নিয়েছে আপন গতিতে। হাতদুটো জাংকুকের গলা ছেড়ে কাঁধের শার্ট মুষ্টিবদ্ধ করে চেপে রেখেছে।থরথর করে কাঁপছে সর্বাঙ্গ। তার ওষ্ঠদ্বয়ে নিঠুরভাবে আক্রমণকারী ঠোঁ টজোড়া অধৈর্য, অবিন্যস্ত– ব্যাকুল। নিবিড়ভাবে ছুঁয়েই খ্যান্ত নয়। হুটহাট কা মড় বসিয়ে দিচ্ছে। কামড়ে দিয়ে পরপরই আবার গভীর চুম্বনের স্পর্শে ব্যথাটুকুর নিবারণ করছে; তার মস্তিষ্ককে শূন্যে নিয়ে যাচ্ছে। জাংকুকের সুঠোম, বেখেয়ালি হাত দুটো স্থির নেই। চঞ্চল হাত দুটো ynর পে টের দিকটা অশালীন ভাবে ছুঁয়ে যাচ্ছে। নরম তুলতুলে পেটে তার থাবা যেন হিংস্র বাঘের ন্যায়।yn সেই স্পর্শ থেকে পালাতে উদ্যত। মুছড়ে ওঠে পালাতে চাওয়া ছোট্টখাট্টো দেহে খানা জাংকুক নিজের মধ্যে জাপ্টে নিলো। নিষ্ঠুরভাবে পালানোর সব সুযোগ বন্ধ করে দিলো জাংকুক। এক দীর্ঘ চু মুর সমাপ্তি ঘটিয়ে ঘনঘন শ্বাস ফেলছে এখন।ynর বুকের ওঠানামার গতি দ্রুত। চোখদুটো খিঁচে বন্ধ করে রেখেছে এখনো। চুম্বিত লালিত ভেজা ঠোঁ টে দৃষ্টি পড়তেই ফের চটপট চুমু খেলো জাংকুক।গভীর কণ্ঠ খানা নেশাক্ত শোনাল, ‘এবার কিছু বুঝেছিস জান?' . 1000+cp #fyp #arpi101 #jungkook

✿ ͜͡  ᭄𝐀𝐑𝐏𝐈⁷
✿ ͜͡ ᭄𝐀𝐑𝐏𝐈⁷
Open In TikTok:
Region: BD
Monday 02 September 2024 15:05:38 GMT
248614
21414
460
1990

Music

Download

Comments

subah9653
🍁🌸ŠØÛMY⭐💮 :
next part
2024-09-02 15:35:33
0
nodi3766
💫❤️nodi❤️💫 :
ahaaaaa 🙈💗 best part 😫💗🥺 copy link done 😌🤟
2024-09-02 17:43:50
2
jeon_sabriha
Sabriha Islam :
ummmm I want more butterfly🙈allah next part e jeno jk kichu kore🙂
2024-09-02 15:23:53
1
_farhana_47
🌸🩷Jeon Farhana🌸🩷 :
song name?
2024-09-05 14:58:31
0
bts.armygirl996
Nabila :
next part plzzzzzzzzzzzzzzzz
2024-09-02 15:29:32
0
muntaqa08000
❤️Jungkook's Wife&Bam's Mom❤️ :
60th🥺
2024-09-02 16:04:50
0
user8849912023012jk
user8849912023012jk :
i love you jungkook 👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
2024-09-07 14:41:22
0
ajairaot7
𝙊𝙩⁷ :
Ami sash boin amare Kao bacha😩😅
2024-09-02 15:16:52
0
To see more videos from user @_arpi101_, please go to the Tikwm homepage.

Other Videos


About