@habiba_suga_7: হৃদয়হরণী [part 86] collected ff মায়া চমকায়। প্রশ্নটা আশা করে নি সে। তবে জবাব দিতে ইচ্ছে করছে " হ্যাঁ অনেক কথা বলার আছে তোমায়। অনেক প্রশ্ন আছে তোমার কাছে। জবাব চাই আমার" কিন্তু ওই যে বিবেক। কথা বলতে বাঁধা দেয়। মায়াও মুচকি হেসে মাথা নারিয়ে বোঝায় কিছু বলবে না। অতঃপর পাশ কেটে চলে যায়। কিছু দূর গিয়েই দাঁড়িয়ে পড়ে। পেছন ঘুরে তাকায়। কিন্তু আকাশকে দেখা যায় না। কারণ সে চলে গিয়েছে। একবারও বোধহয় পেছন ফিরে তাকায় নি। "আচ্ছা মানুষ এতো দ্রুত সব ভুলে যাই কি করে? তাদের কি মন নেই? মায়া শব্দটা তাদের মধ্যে নেই কি?" ___ Jhopeকে আকাশের দায়িত্বে রেখে Jungkook বিদায় নিয়েছে। Jhopeর সাথে থাকলে আজকে আর বাসায় ফেরা হবে না তার। Jhopeর বকবক এ মাথা ধরে গিয়েছে। Jungkookর ইচ্ছে করে মাঝেমধ্যে গালে হাত দিয়ে দুই তিন দিন এর জন্য ভাবনার জগতে চলে যেতে। "সব পাগল তার কপালেই কি করে জুটলো?" তবে Jungkookর ভালোও লাগে। ভালো থাকার মেডিসিন হচ্ছে Jhope এবং yn। এরা দুজন চুপ থাকলে Jungkookর নিজেরই দম বন্ধ লাগে। আল্লাহর কাছে বারবার শুকরিয়া আদায় করে এমন বউ এবং বন্ধু পাওয়ার জন্য। দুই হাতে ফলমূল নিয়ে Jungkook বাসায় ফিরে। সন্ধ্যা হয়েই গিয়েছে প্রায়। yn এই সময় বাগানে একটু হাঁটাহাঁটি করে। আজকেও তার ব্যতিক্রম হয় নি৷ yn রানী হাঁটছে এবং বই পড়ছে৷ Jungkookর চোখ দুটো বড়বড় হয়ে যায়। এ কি দেখছে সে? তার আধপাগল বউ বই পড়ছে? স্বপ্ন টপ্ন দেখছে কি? Jungkook ফলমূলের ব্যাগ নামিয়ে নিজের শরীরপ চিমটি কাটে। ব্যাথা পেয়ে মুখ দিয়ে "উহহ" শব্দ বেরিয়ে আসে। তার মানে স্বপ্ন নয়। তার আধপাগল বউ সত্যিই বই পড়ছে। Jungkook মুচকি হেসে এগিয়ে যায়। ynর পেছনে দাঁড়ায়। "সূর্য কি আজ উঠে নি? yn যেনো জানতোই Jungkook আসবে। তাই চমকায় না। বইটা বন্ধ করে মুখ গোমড়া করে তাকায় Jungkookর দিকে। বউয়ের মুখ খানা কালো দেখে Jungkook ভ্রু কুচকে ফেলে। চতুর Jungkook বুঝে ফেলে বউ তার গন্ডগোল পাকিয়ে ফেলেছে। "আমাকে স্যার খুঁজে দেন। সামনে আমার পরিক্ষা সে খেয়াল আছে আপনার? ফেল করলে তো আবার বলবেন ফেলটু বউ। অবাকের ওপর অবাক Jungkook। সারা বছর যে মেয়ে বই ছুঁয়ে দেখে না। সে স্যার খুঁজতে বলছে? " শুনেন আধবুড়ো স্যার খুঁজে আনিয়েন। আমি আবার দেখতে সুন্দরী। কম বয়সী স্যার আনলে প্রপোজ করে বসতে পারে। Jungkook ynর মাথায় টোকা দেয়। "সুন্দরী ফকিন্নি তোমার পড়ালেখার নেশা জাগলো কেন? কেচটা কি? খুলে বলো। yn মুখ বাঁকায়। " এখানে খুলতে পারবো না। আমার শরম করে। Jungkook হকচকিয়ে যায়। "ঘটনা বলতে বলছি৷ " ঘটনা কিছুই না। আমি শিক্ষিত হবো। ভার্সিটিতে পড়বো। ব্যাংকার হবো। তারপর আপনাকে আর আপনার বাচ্চাদের ফেলে আরেক বেডার সাথে ভেগে যাবো। Jungkook দীর্ঘ শ্বাস ফেলে। এখন কথা বাড়ালে এসবই টানবে yn। "আচ্ছা ভেতরে চলো। yn দাঁড়িয়ে যায়। আলতো হাতে জড়িয়ে ধরে Jungkookকে। "আমি আপনার যোগ্য হতে চাই। যাতে কেউ কখনো প্রশ্ন তুলতে না পারে। বলতে না পারে Jeon Jungkook যোগ্য বউ পাই নি। আমাদের বাচ্চা যাতে বলতে না পারে তাদের মা আধপাগল। আমি বউ হিসেবে আধপাগলই থাকতে চাই। কিন্তু মা হিসেবে পারফেক্ট। আর পারফেক্ট হতে গেলে আমাকে উচ্চশিক্ষিত হতে হবে। kooki আমি বুঝি কম। কিন্তু বোকা নই৷ আমাকে সাপোর্ট করবেন। ভুল করলে বকবেন। আমার সব কথায় সায় জানাবেন না। Jungkook মুচকি হাসে। চুমু খায় ynর মাথায়। " তোমার থেকে পারফেক্ট এই দুনিয়ায় আর কেউ নেই। yn তাকায় Jungkookর মুখপানে। "এভাবে বলে আমাকে দমিয়ে দিবেন না। আপনি আমায় ভালোবাসেন বলে আমার সব কিছু পারফেক্ট লাগে। কিন্তু সত্যি কথা আমি পারফেক্ট না। You are going to have a surprise very soon🙂 #ffwriter #bdarmy #jungkookff #tiktok #bangladesh #tiktokbangladesh #bdtiktokofficial #foryoupage #foryou #viral #fyppp @For You @TikTok Bangladesh @TikTok