@taekook923163: অনুভব-২২ Yn এর কথায় ছেলেটা বেশ অবাক হয়,, এত সহজে যে বুঝে যাবে Yn তা কল্পনাও করেনি সে। ছেলেটার এমন চাহনি দেখে Yn বলে "এতে এতো অবাক হওয়ার তো কিছুই দেখছি না আমি। আমার বাড়িতে আসার যখন ভাগ্য হয়নি আর হবেও না আশা করি। ভালো থাকবেন এখন আসতে পারেন আপনি।" বলে পিছন ফিরে চলে যেতে লাগলো Yn। "অবশ্যই ভাগ্য হবে ভাবি,, কিছুদিনের মধ্যেই হবে" হঠাৎ পা দুটো থমকে গেল Yn এর। এই ভাবি সম্বোধন টা যেন শরীরের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে জ্বলনের সৃষ্টি করলো মুহূর্তেই,, সারা শরীর জ্বলতে শুরু করল ক্রোধে। এক ঝটকায় পেছন ফিরে তাকালো Yn। ছেলেটা যেন হতভম্ব বনে গেল মুহূর্তেই,, হঠাৎ এমন রাগের কারণ বুঝতে পারল না সে। ক্রোধে যেন ফেটে পড়ছে মেয়েটা। চোখ দুটো দিয়ে যেন আগুনের ঝিলিক বের হচ্ছে,, ঠোট দুটো তির তির করে কাঁপছে,, মুষ্টিবদ্ধ হয়ে উঠেছে হাত দুটো। সে ঝাঁঝালো শ্বরে চিবিয়ে চিবিয়ে বলে " খবরদার ভাবি বলে ডাকবেন না আমাকে,, এই ভাবি শব্দটা অন্তত এই মুহূর্তে আমার সাথে আর যায় না বুঝেছেন । এবার আসতে পারেন আপনি।" শান্ত মানুষ একবার রেগে গেলে ঝড় তুফান সৃষ্টি করতেও সক্ষম। এই মুহূর্তে রাগ হওয়াটা স্বাভাবিক মেয়েটার। Yn এর এমন ব্যবহারের কারণ ছেলেটার জানা তাই সে কোন রুপ প্রতিক্রিয়া না করে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে " আপনি বাড়িতে ঢোকার পরেই আমার দায়িত্ব শেষ হবে ভাবি । দয়া করে বাড়িতে যান। আর আপনাকে ভাবি না ডাকার কোনো কারণ তো আমি দেখতে পারছি না,, এত ভাববেন না সময় মতো সব জানতে পারবেন । এখন যান।" আর কথা বাড়ালো না Yn । কথায় কথা বাড়বে তাই পিছনে ঘুরে হনহনিয়ে গেটের ভেতর ঢুকে দরজার সামনে এসে কলিংবেল চাপলো। তিনবারের মাথায় খুলে গেল দরজা,, দরজা খুলতে দেখে সেই ছেলেটাও চলে গেল তার নিজ গন্তব্যে। ╬╬╬╬ দরজা খুলতেই অবাক হলেন তারিন বেগম । কিচেনে রান্না করছিলেন তিনি,, শাশুড়ির খাওয়ার সময় হয়ে আসছে খাইয়ে তাকে ওষুধ দিতে হবে । এমন সময় দরজায় বেলের শব্দ পেয়ে ছুটে আসেন দরজা খুলতে। দরজা খুলে মেয়েকে এই সময় আশা করেননি তিনি। বেশ অবাক হলেন। অবাকতার রেশ নিয়েই প্রশ্ন করলেন মেয়ের উদ্দেশ্যে "কাল গেলি আজ আবার এ সময় এলি যে? আর ফোন করেও বললি না কেন যে আসছিস?আর জামাই বাবায় বা কই?" একসাথে এত প্রশ্নে বেশ বিরক্ত লাগলো Yn এর ।এমনিতেও মন মেজাজ ঠিক নেই এখন মেয়েটার। অন্য কোন মেয়ে হলে হয়তো এতক্ষণে নিজেরই কোন ক্ষতি করে ফেলতেও একবার ভাবতো না,, সেই জায়গায় মেয়েটা কত শান্ত আছে। বিরক্ত স্বরে মায়ের উদ্দেশ্যে বলল "সব কথা কি দরজায় দাঁড়িয়ে বলবো? বড্ড ক্লান্ত লাগছে মা ভেতরে তো যেতে দাও।" মেয়ের ক্লান্ত লাগছে শুনে বিচলিত হলেন তারিন বেগম। দরজা থেকে সরে দাঁড়ালেন ঘরে প্রবেশ করল Yn । সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল "বাবা এখন কেমন অবস্থা মা?" "আগের মতই" "Yn2 কোথায়?" "স্কুলে গিয়েছে একটু পরেই চলে আসবে। তুই ফ্রেশ হয়ে নিচে আয় খাবার দিচ্ছি,, জার্নি করে এসেছিস খিদে পেয়েছে নিশ্চয়ই?" "না মা এখন একটু ঘুমের দরকার। পরে খেয়ে নেব।" বলতে বলতেই নিজের ঘরে প্রবেশ করল Yn। তারিন বেগমের গলা শুনতে পেল বেশ কয়েকবার তবুও সাড়া দিল না। তারিন বেগম ও আর ডাকলেন না,, মেয়েটা ক্লান্ত ভেবে চলে গেলেন নিজের কাজে। বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ল Yn । বালিশে মুখ গুজে ফুঁপিয়ে উঠল। আর বাদ মানলো না না অবাধ্য চোখের পানিগুলো। ╬╬╬╬ একনাগাড়ে সেই কখন থেকে ফোন বেজে চলেছে Iu এর। শান্তা এবার বিরক্ত হয়ে ঝাঁঝালো স্বরে বলল " ফোন কেন তুলছিস না ? কোনো দরকারই কারণ ও তো হতে পারে ।একভাবে ফোন দিয়েই চলেছে,, কথা না বলতে ইচ্ছে করলে রিসিভ করে বলে দিতে পারছিস না কথা বলতে চাস না তুই" কলেজ ক্যাম্পাসে একটা গাছের নিচে বসে আছে Iu,, তার বেশ ভালো বান্ধবী শান্তা আর নীলার সাথে। সেই কখন থেকে ফোন বেজে চলেছে মেয়েটার। তবুও ফোন রিসিভ করছে না সে। শান্তা আবারো কিছু বলতে নিচ্ছিল তার আগেই Iu ক্ষিপ্ত কন্ঠে বলে ওঠে " বাড়িতেও শান্তি নেই,, কলেজে এসেও শান্তিতে থাকতে দিস না তোরা আমাকে। থাকবোই না আমি।" বলে উঠে দাঁড়িয়ে হাঁটা ধরল Iu । হঠাৎ করে এমন রাগের কারণ খুঁজে পেল না শান্তা আর নীলা। তারা একে অপরের সাথে চোখাচোখি করে ছুট লাগালো Iu এর পেছন পেছন। যেতে যেতে নীলা বলল " রাগ করিস কেন বান্ধবী,, চল চল ক্যান্টিনে যাই কিছু খেলে দেখবি রাগ কোথায় যেন পালিয়ে গেল।।" নীলার কথা শুনে শান্তা রাগ দেখিয়ে বলল " এই খাওয়া ছাড়া তোর মাথায় আর কিছু আসে না না রে।" শান্তার কথায় নীলা ও বেশ চটে গিয়ে বলল "একদম বাজে বকবি না।" এমনিতেই মেজাজ গরম তারপর এদের এমন কথাবার্তায় আরো চটে গেল Iu । ক্ষিপ্ত হয়ে পিছন ঘুরতেই তাকে জাপটে ধরল নীলা আর শান্তা। শান্ত গলাই শান্তা তাকে প্রশ্ন করল " কি হয়েছে বল তো,, সব খুলে বলবি। আর এক্ষুনি বলবি।" 100+copy link for next part
꧁☆রহস্যময়ী꧂
Region: BD
Tuesday 10 September 2024 12:06:00 GMT
Music
Download
Comments
J U I🐼 :
Nice editing😌🌸
2024-10-30 11:49:21
2
tamansha kajol :
next part please 😘😘😘😘
2024-09-10 12:22:30
2
🖤🖤Mrs jeon mim💜💜 :
next part apu plzzz 🥰🥰
2024-09-10 13:59:05
2
💞💞তোমাগো DJ আফা💜💜 :
next part plz appi😫
2024-09-10 12:28:52
2
Tanjina Chowdhury :
next part plz plz
2024-09-10 17:40:46
2
Jeon's sweety💋💅 :
next partttt😫
2024-09-10 12:44:31
2
Richuu💜💜 :
next part ta plzz taratari dio 😌😌
2024-09-10 12:56:36
2
🐸কুরকুরে jimina 🐸 :
next part plz 💜💜💜
2024-09-11 00:53:40
2
To see more videos from user @taekook923163, please go to the Tikwm
homepage.