@fx_maruf_09: আমি যদি কখনো কাঠফাটা গ্রীষ্মের দুপুর হই, তবে তুমি এক পসলা বৃষ্টি হয়ে এসো। তোমার শীতলতা দিয়ে রুক্ষ আমিটাকে করে দিও প্রাণোচ্ছল। আমার যদি কখনো খুব কান্না পায়, তবে তুমি এক টুকরো আকাশ হইয়ো। জানো তো আকাশের দিকে তাকালেই আমার মন ভালো হয়ে যায়। খুব ইচ্ছে হয় আকাশি নীলের ঐ মায়ায় ডুবে যেতে। আমাকে যদি কখনো বিষন্নতায় ডুবে যেতে দেখো, তবে অবসরের বিকেলে আমার জন্য কথার ঝুড়ি নিয়ে এসো। তোমার কথাদের মাঝেই হারিয়ে যাবে আমার সমস্ত বিমনতা। আমাকে যদি কিছু উপহার দিতে চাও, তবে বিশ্বাসটুকু উপহার দিও। আমাকে ভেঙে চুরে ভালোবাসতে হবে না। তবে আমরণ আমার প্রতি সম্মান আর বিশ্বাসটুকু রেখো। 🖤🌸 #foryou #foryoupage #viral #videography #team_of_fx #fxmaruf09