@vitamin_ff_complex: Pov ll part 41 [ Jungkook চোখ বন্ধ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অসহায় দৃষ্টিতে Y/n তাকিয়ে থাকে ওর দিকে। কীভাবে কী হয়ে গেলো বুঝতে পারছে না, Yoona র call record শুনার পর তো এটা নিশ্চিত ছিলো যে আজ বিকেলে ও যাওয়ার সময় Jeon family কে নিঃস্ব করে দিয়ে যাবে, ওদের পথে বসিয়ে দিয়ে যাবে। Yoona র দিকে তাকাতেই ও Y/n কে দেখে ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি ফুটিয়ে তুলে। এতে করে Y/n নিশ্চিত হয়ে যায় যে একটা কিছু তো ও করেছে, কিন্তু কীভাবে এখন ওর চাল ধরবে বুঝে উঠতে পারছে না। Yna: (attitude দেখিয়ে) আপনাদের Investigation শেষ হলে আমি কি এবার যেতে পারি? দেরি হয়ে যাচ্ছে আমার, এমনিতেও এই বাড়িতে আর এক মুহূর্তও থাকার ইচ্ছে নেই। আর হ্যাঁ এসব ব্যাগপত্রও রেখে যাচ্ছি, আমি যাওয়ার পর আরো ভালোভাবে তল্লাশি করে দেখবেন কিছু পাওয়া যায় কিনা 😏 bye... Mr আর Mrs Jeon Yoona কে কিছু বলতে যাবে কিন্তু তার সুযোগটুকুও না দিয়ে Yoona বেরিয়ে যেতে লাগলো। Y/n এর মুখোমুখি দাঁড়িয়ে আবারো ঠোঁট বাঁকিয়ে মুচকি হেসে উঠে Yoona,, বেরিয়ে যেতে নেবে তার আগেই Y/n রাগের মাথায় ওর jacket এর কলারে ধরে সজোরে টান মেরে বসে, কেনো এটা করলো নিজেও জানেনা। এদিকে তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে floor এ পড়ে যায় Yoona,, Jungkook সহ সবাই অবাক হয়ে তাকিয়ে আছে... এমনকি Y/n ও ভাবেনি এমন কিছু একটা হয়ে যাবে! কিন্তু তার চেয়েও বেশি অবাক হয় যখন Yoona পড়ে যাওয়ার সাথে সাথে ওর jacket এর পেছনে থেকে একটা file ছিটকে বেরিয়ে সব কাগজপত্র ছড়িয়ে পড়ে যায়... Mr আর Mrs Jeon চোখ বড় বড় করে তাকিয়ে থাকে... যখন বুঝতে পারলো যে এগুলো তাদের Business আর property র সব papers... _ Time skip,,, Jungkook এর বাবা ইতোমধ্যে ঘটে যাওয়া সবকিছু গুপন রেখে হাসিখুশি ভাবে Yoona র বাবা মা কে কালকের মধ্যে এখানে আসতে বলেন। অন্যদিকে Yoona র গালে জোরে জোরে তিনটা থাপ্পড় বসিয়ে দেয় Mrs Jeon,, ওনি এতটাই ভেঙে পড়েছেন যে মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। যেই মেয়েকে বিশ্বাস করে নিজের ছেলের গায়ে হাত তুলেছিলো সেই মেয়ে যে এতবড় একটা প্রতারণা করতে পারবে তা ভাবতেও পারেনি। ওর জন্য এতোদিন পর্যন্ত নিজের ছেলেকে ভুল বুঝে এসেছে, বাসা থেকে বের করে দিয়েছিলো বেশ কিছুদিন আগে, Y/n এর মতো একটা নিষ্পাপ মেয়েকে কথায় কথায় অপমান করেছে। নিজের উপরই নিজের ঘৃণা হচ্ছে ওনার এখন, কেনো নিজের ছেলের কথা বিশ্বাস না করে এই মুখোশধারী মেয়েকে বিশ্বাস করেছিলো... JK: (মুচকি হেসে) আমরা এখন তাহলে আসি। আমাদের তো আর কোনো কাজ নেই এখানে। চলো Y/n... (Y/n এর হাত ধরে বেরিয়ে যেতে নেয়) JK m: Jungkook না... দাঁড়াও বলছি... একবারের জন্যও পেছন ফিরে তাকায়নি Jungkook,, ওনার কথাগুলো না শুনার ভান করে Y/n কে নিয়ে সোজা বেরিয়ে যায় বাড়ি থেকে। _ কেটে যায় প্রায় বেশ কিছুদিন... Namjoon ভালোভাবে বুঝিয়ে বলার পর Y/n এর মা বাবা রাজি হয়ে যায়, সবকিছু জানার পরও মেনে নেয় ওদের সম্পর্কটা। তাই Jungkook এখন আপাততঃ ওদের বাসাতেই থাকে, এ কয়দিনে ওদের পরিবারের ই একজন হয়ে উঠেছে। Y/n এর বাবা মা ওকে নিজের ছেলের মতোই মনে করে এখন, শত হলেও একমাত্র মেয়ের ভালোবাসার মানুষ। সপ্তাহ খানেক বাদে ওদের দুজনের বিয়ে... সেদিন দুপুরে Jungkook, Namjoon sir আর Y/n এর আম্মু সবাই একসাথে বসে lunch করছিলো, হটাৎ doorbell বেজে উঠায় কিছুটা অবাক হয় সকলেই। Y/n: এমন সময় কে এলো? আর সময় পায়নি? 🙄 Y/n m: তোর আব্বু হয়তো, যা খুলে দিয়ে আয় দরজাটা। Y/n: hahhh, আমি পারবো না... JK: দাঁড়াও আমি গিয়ে দেখছি। Y/n: হ্যাঁ যাও, গিয়ে দেখে আসো 🥱 (Jungkook উঠতে নেবে তখনই Y/n এর আম্মু ওর কাঁধে হাত রেখে থামিয়ে দেয়) Y/n m: এটা কি ধরণের অসভ্যতা Y/n? তোর খাওয়া শেষ তুই গিয়ে দরজা খোল 😑 সবসময় শুধু ছেলেটার পেছনে লেগে থাকে, না জানি বিয়ের পর কি করিস। JK: (মুচকি হেসে) সমস্যা নেই aunty, আমি সামলে নিতে পারবো। বিড়বিড় করতে করতে নিজেই ওঠে চলে যায় দরজা খুলতে,, Y/n pov: এখন তো মনে হচ্ছে ওকে বাসায় নিয়ে এসে নিজের পায়ে নিজেই কুড়াল মেরে দিয়েছি 😑 আব্বু আম্মু তো ওকে পেয়ে ভুলেই গেছে যে ওদের একটা সম্মানিত মেয়ে আছে এই বাড়িতে। একেবারে কাজের মেয়ে বানিয়ে রেখে দিয়েছে আমায়... (দরজা খোলার সাথে সাথে সামনে দাঁড়িয়ে থাকা চেনা পরিচিত দুটো মুখ দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়, চোখ বড় বড় করে তাকায় Y/n) Y/n: a.... aunty... আপনারা এখানে?! ??: Y/n....? (কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে Y/n কে, কিন্তু Y/n এতোটাই shocked ছিলো যে পাথরের মতো স্তব্ধ হয়ে নিজের জায়গাতেই দাঁড়িয়ে আছে) ??: তোমাদের তন্ন তন্ন করে কতো খুঁজেছি আমি আর তোমার uncle... শেষ পর্যন্ত আজকে এই বাসার address পেলাম। Jungkook কোথায়...? Y/n: J.... Jungkook.... ভেতরে... (আর দুইটা part এর মধ্যে শেষ করে দিমু 🥲 আমার মনে হয় কি... এই ff টা কারো ভালা ই লাগে না। সত্যি বলতে আমারো এখন কেমন জানি লাগে)

wtf 𓆈
wtf 𓆈
Open In TikTok:
Region: BD
Tuesday 01 October 2024 04:29:13 GMT
8762
406
37
123

Music

Download

Comments

_oreos_she
Jeny?🐙🧋 :
Bedi koida twist dee and romantic part dis😞💗✨ ar sesh koris na eto taratrii
2024-10-01 11:45:18
0
sunfloweer199
🌻 :
plzzz shesh koiro nhhh
2024-10-01 08:10:35
0
koo.stxr7
>>🦢 :
apu shesh koiro naaa😭,,mor fav ff
2024-10-02 12:49:56
1
raisa.islam6317
𝓑𝓮 𝓜𝓲𝓷𝓮..?✨ :
Ei ff amader emotion apu..🙂✨ emne emontion ta venge diyo nh...🥺 apu pls..🙂✨
2024-10-01 06:53:35
2
ar_fiiafma
স্বাধীন🇧🇩🔥 :
na apu ayta best I like this ff plzzz sesh Kore Dio na apu plzzz request rakho ajke amr birthday birthday hisebe plzzz ff ta sesh koiro na
2024-10-02 05:25:19
0
captaintaehyung10
🍒 Red Snow(fall) ❄️💋 :
apu Please etto jolfi sesh koiro na onk fv ff aita💜
2024-10-05 15:08:06
0
kim_yasmin_ot7
💜👾Kim~Yasmin👾💜 :
1st🥰
2024-10-01 04:47:33
0
littlekittysaveme
Little Kitten :
k bolse apu? amr to onk vlo lge. tmr sb ff e amr porte onk vlo lge,, plz stry long koro
2024-10-01 14:30:49
0
To see more videos from user @vitamin_ff_complex, please go to the Tikwm homepage.

Other Videos


About