@fatematuzjohara2: যারা আমার নামে বদনামি করে তারাই আবার লুকিয়ে আমার ভিডিও দেখে । এসব ফুালতু মহিলা দের উদেশ্য করে বলছি আমার পেইজ,টিকটক দেখে তোমাদের এত চুলকানি কেন 😀তোমাদের মন মানুষিকতা এতো খারাব বলার মতো না।তোমাদের কে আমি হিংসা করবো 😃তোমরা তো আমার লেবেলেই নাই ।পেইজবুক আর টিকটক কোমপানি তোমার শিক্ষার সার্টিবিকেট দেখে তোমাকে ভিও দিবেনা আর আমার নামে মানুষের কাছে মনগড়া খারাব বদনামি করলে ভিও পাবেনা।আমার পিছে পরে না থেকে নিজের পেইজে ,টিকটকে মন দাও ।আর কখনো যদি কারো কাছে শুনি আমার বদনামি করেছ তাহলে এর ফল ভালো হবেনা ।তোমরাই আমার কাছে পেইজ সম্পকে জানতে এসেছো ,আমি কিন্ত তোমাদের কাছে কিছু শিখতে যাইনি।আমার কাছ থেখে শিখে আবার আমাকেই বল আমি হিংসা করি ।আমি কারো পিছে লেগে সফল হয়নি ,আমি আমার যোগ্যতা দিয়ে সফল হয়েছি।তোমরা যদি ঝামেলা করতে চাও আমি ওঝামেলা করবো।তোমরা যার কাছেই আমার নামে বাজে কথা বলবে সেই কথা যেই কোন ভাবে আবার আমার কাছে আসবেই।তোমাদের সাথে ভদ্র ভাবে কথা বলেছি বলে এটা আমার দুর্বলতা মনেকরনা এটা আমার পারিবারিক শিক্ষা ।আমার নামে সেই বদনামি করে সে ছোটলোক ।তোমরা আমাকে যতই হিংসা করবে আলহামদুলিল্লাহ🥰আল্লাহ আমার ততই ভালোকরবেন ।