@fx_maruf_09: যদি নৌকা হওয়া যেত, ভাসতে ভাসতে তোমার কাছে যেতাম। যদি নদী হওয়া যেত, প্রবাহিত হতে হতে তোমায় ছুঁয়ে দিতাম। যদি আকাশ হওয়া যেত বিশালতা দিয়ে তোমায় জাপটে নিতাম। কিচ্ছু হওয়া গেলো না। হলাম মানুষ। যার অসীম ক্ষমতা থাকা সত্ত্বেও তোমাকে ধরে রাখার ক্ষমতা নেই।❤️🩹🙂 #foryou #foryoupage #viral #videography #team_of_fx #fxmaruf09