@__jannatasha_: পছন্দের কতকিছুই ছেড়ে দিয়েছি। ছোটবেলার সেই আটানা দামের চকলেট; দুই টাকা দামের আইসক্রিম, পছন্দের ছিলো খুব কিন্তু সময়ের পরিবর্তনে ছেড়ে দিয়েছি। মাটির টুকরো কিংবা ইটের টুকরো গাছে ছুড়ে মেরে কাঁচা আম খাওয়াটা ছিলো অতি পছন্দের। এখন ফ্রিজে থাকতে থাকতে পচে যায় কিন্তু খাওয়া হয়না। ছেড়ে দিয়েছি। পছন্দের খেলা ছেড়ে দিয়েছি। বেসুরো গলায় পছন্দের গান গাওয়া ছেড়ে দিয়েছি। পছন্দের জায়গায় ঘুরতে যাওয়াও ছেড়ে দিয়েছি। পছন্দের অনেক কিছুই ছেড়ে আসা মানুষ আমি। তোমাকে আমার পছন্দ। তাই বলে যে তোমাকে আমি ছাড়তে পারবোনা এমন টা ভাবার প্রয়োজন নেই। তুমি সেখানে যেতে পারো যেখানে তোমার মন টানে। আমাকে ছেড়ে গিয়ে তুমি অন্য কোথাও ভালো থাকলে, আমি তোমাকে সেখানে এগিয়ে দিয়ে আসতে চাই।🖤 ( Borkha: @Asha’s Clothing ) #CapCut #jannatasha #bdtiktokofficial #foryou #capcuttemplate #foryoupage #lookoftheday #ashaclothing