@asfiyatasnim8: সময়ে পরলে মানুষ চেনা যায়। আজ আমি আমার পাশে কাউকে পাই না। একটা সময় ছিল অনেকে ছিল আমার অপ্রয়োজনে তাদের পাশে পেতাম। যার যার স্বার্থ যখন ফুরিয়ে গেছে আমি তাদের কাছে এখন বোঝা হয়ে গেছি। সময়ের ব্যবধানে তাদের ব্যবহার এখন ঠিক বুঝতে পারছি। কথায় আছে না হাতি কাঁদায় পরলে চামচিকা ও লাথি মারে আমার অবস্থা এখন এমন হয়ে গেছে। তবে একটা জিনিস বুঝতে পারলাম জীবনে কেউ কারো না। স্বার্থ ফুরিয়ে গেলে ময়লা মনে করে ডাজবিনে ফেলে দিবে। জীবনে ভালো করে বেচে থাকতে হলে একা থাকা ভালো। সবার থেকে যত দূরে থাকবে ততই ভালো থাকতে পারবে।#নবাবগঞ্জের_মেয়ে #fypシ #fffffffffffyyyyyyyyyyypppppppppppp #foryoupage