@_sumu__04: নরম মনের হওয়াটা আসলে বিশাল বড় ঝামেলা। সবকিছুতে ঠকতে হয়। কেউ একটু আবেগ মাখা সুরে কিছু বললে বিশ্বাস করে ফেলি, গলে যাই। কেউ একটু আদুরে সুরে কিছু করে দিতে বললে যতই কষ্ট হোক করে দেই, মুখের উপর মানা করতে পারিনা। কেউ নিজের বিপদের কথা শেয়ার করলে তার বিপদের সমাধান নিয়ে ভাবতে গিয়ে নিজের বিপদ ডেকে আনি। তবুও শেষ পর্যন্ত চেষ্টা করে যাই যেনো তার বিপদ টা উদ্ধার হয়ে যায়। আরও কতরকম ভাবে যে নরম মনের হওয়ায় বিপাকে পড়েছি হিসেব নেই। সবশেষে এই নরম মনের হওয়ায় যেখানে সেখানে ব্যবহৃত হচ্ছি, এবং প্রয়োজন শেষে অবহেলিত🥲💔 #foryou #foryoupage #fyp #foryoupageofficiall #grow #viral #fypage #unfrezzmyaccount #growaccount #viraltiktok #bd #tiktok #fypシ #fyppppppppppppppppppppppp #viralvideo #sylhety_furi #sumu_04