@__sultan443: অবাস্তব গল্পের মতোই বদলে যায় মানুষ; তাদের কাছে সোনালীদিনের স্মৃতিগুলোও পুড়ে যাওয়া ফানুস! অতিতগুলোকে ওরা নিজ হাতে মারে; আবার স্বপ্নচারীদেরকেই প্রতারক অনুভব করিয়ে ছাড়ে! তারা কেবল ক্ষনিকের সময় নিয়েই আসে; তবে ভরষা যোগায়,আমৃত্যু রবে পাশে! তারা মায়াবতী;তাই মায়া দিয়ে ঘেরা; কখন কি রূপ নেয়;বোঝা দায় সাড়া! যদি সক্ষমতা থাকতো তবে মাইকিং করে বলতাম; কখনো মায়াবতীদের প্রেমে পড়ো না- কারন;এদের মাঝে কেবল প্রেম'ই নয়;রয়েছে নর হত্যার মতো ভয়ংকর ছলনা! না বলছি না এরা হত্যা করে;তবে তাদের মায়ার জাদুতে- মৃত্যু অবধী মারে! প্রয়োজনে চোখে কাঠের চশমা লাগাও;মায়া নামক শব্দ থেকে দূরুত্ব বেছে নাও! জানি বিরক্ত হয়ে যাচ্ছ আজকে;শুনতে চাচ্ছো না আর; স্টেশনের পাগলটাও কিন্তু এক সময় প্রেমিক ছিলো; সময় করে একদিন গল্প শুনো তার!-🙂🤍 #sultanmahmud #itzsultanbro @TikTok Bangladesh