@imtiaj506: তুমি ছেড়ে যাওয়ার পর যখন বুঝতে পারলাম, তোমাকে ফেরানোর আর কোনো পথ নেই! নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, ভীষণ ব্যস্ততায় ডুবে গেলাম। তোমাকে ভুলে গিয়ে নতুন করে বাঁচতে চাইলাম! কয়েক মিনিটের অবসরে যখন মনে পড়ে তোমাকে আর কখনো দেখতে পারবো না। কয়েক শত কিলোমিটারের দূরত্ব এখন, দেখার মতো সাধ্য আমার নেই! ঠিক তখনই নিজের চোখের পাতা ভিজে যায়! তবুও তোমাকে ভুলতে পারিনি, হয়তো পারবোও না। আমি চাই তুমি ভালো থাকো, অনেক বেশি ভালো থাকো!