@_ami_sudhu_tomar_: তুমি চলে যাওয়ার পর কি অসহ্য গরম হয়ে যাওয়া বুক! আরব মরুভূমির তপ্ত দুপুরে গরম বালি হয়ে গেছে তোমার চলে যাওয়া, মাড়িয়ে যাওয়ায় চিহ্নিত বুকের গেরোস্থালি। কেউ বুঝবে না এ ব্যথা, কেউ খুজবে না আমি কেন একা। আমিই কেবল বুঝি তুমি কি নির্মম ভাবে একলা করে গেছো। কি অদ্ভুত ভাবে ছেড়ে গেছো জনসমুদ্রের দাঁড়িয়েও নিঃসঙ্গ লাগে, শূন্য লাগে ফাঁকা ও ফাপা লাগে। তুমি চলে গেছো ঠিক যেন যুদ্ধের শেষে ভেঙে গেছে শহরের খন্ড খন্ড চিত্র এ বুক। ধ্বংসস্তূপ পড়ে আছে আউলা ঝাউলা। তুমি চলে গেছো একটা কাকের বাসার জীবন রেখে গেছো ককিল হয়ে দূরে। নাবিক ছাড়া মাঝ সমুদ্রে জাহাজে আমি একলা যাত্রী। যতদূর চোখ যায় কূল নাই,কিনারা নাই,পথিকের বেশে ঘুরছি পথের গন্তব্য নাই।কিংবা অক্সিজেন সাপ্লাই ছাড়া ৩৮ হাজার ফুট উচ্চতার বিমানে চড়ে আছি। নিশ্বাসে ওঠানামাতে বুক ভারী হয়ে আসে, জলের মাছ ডাঙায় তুললে যেমন লাফালাফি করে ছটফটায় আমার তেমন মাছের জীবন। তুমি চলে গেছো ঠিকই কিন্তু আমারে তোমার সাথেই গোপনে নিয়ে গেছো! যেমন করে মানুষ মরে গেলে দেহ থাকে আত্মা থাকে না। আমার ভেতরের আত্মা তোমার অলিগলিতে জীবন ছাড়া ঘুরে। #fypp #naimbhai73