@.farukkhan: ১. খোস পাচড়া বা চুলকানি নিম পাতা সিদ্ধ করে সেই জল দিয়ে স্নান করলে খোসপাচড়া চলে যায়। পাতা বা ফুল বেটে গায়ে কয়েকদিন লাগালে চুলকানি ভালো হয়। পাতা ভেজে গুড়া করে সরিষার তেলের সাথে মিষিয়ে চুলকানিতে লাগালে যাদুর মতো কাজ হয়। নিম পাতার সাথে সামান্য কাঁচা হলুদ পিষে নিয়ে আক্রান্ত স্থানে প্রলেপ আকারে ৭-১০ দিন ব্যবহার করলে খোস-পাঁচড়া ও পুরনো ক্ষতের উপশম হয়। নিম পাতা ঘিয়ে ভেজে সেই ঘি ক্ষতে লাগালে ক্ষত অতি সত্বর আরোগ্য হয়। ২. কৃমিনাশক পেটে কৃমি হলে শিশুরা রোগা হয়ে যায়। পেটে বড় হয়। চেহারা ফ্যকাশে হয়ে যায়। বাচ্ছাদের পেটে কৃমি নির্মূল করতে নিমের পাতার জুড়ি নেই। শিশুরাই বেশি কৃমি আক্রান্তের শিকার হয়। এ জন্য ৫০ মিলিগ্রাম পরিমাণ নিম গাছের মূলের ছালের গুড়া দিন ৩ বার সামান্য গরম জল সহ খেতে হবে। আবার ৩-৪ গ্রাম নিম ছাল চূর্ণ সামান্য পরিমাণ সৈন্ধব লবণসহ সকালে খালি পেটে সেবন করে গেলে কৃমির উপদ্রব হতে রক্ষা পাওয়া যায়। নিয়মিত এক সপ্তাহ সেবন করে যেতে হব। বাচ্চাদের ক্ষেত্রে ১-২ গ্রাম মাত্রায় সেব্য। ৩. ত্বক বহুদিন ধরে রূপচর্চায় নিমের ব্যবহার হয়ে আসছে। ত্বকের দাগ দূর করতে নিম খুব ভালো কাজ করে। এছাড়াও এটি ত্বকে ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে। ব্রণ দূর করতে নিমপাতা বেটে লাগাতে পারেন। আবার ঘরে তৈরি নিমের বড়িও খাওয়া যেতে পারে। বড়ি তৈরি করতে নিমপাতা ভালোভাবে ধুয়ে বেটে নিন। এবার হাতে ছোট ছোট বড়ি তৈরি করুন। বড় ডিশে ফ্যানের বাতোসে একদিন রেখে দিন। পরদিন রোদে শুকোতে দিন। নিমের বড়ির জল একেবারে শুকিয়ে এলে এয়ারটাইট বয়ামে সংরক্ষণ করুন। নিমপাতা ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া বিরোধী। তাই ত্বকের সুরক্ষায় এর জুড়ি নেই। ব্রণের সংক্রমণ হলেই নিমপাতা থেঁতো করে লাগালে ভালো ফল নিশ্চিত। মাথার ত্বকে অনেকেরই চুল্কানি ভাব হয়, নিমপাতার রস মাথায় নিয়মিত লাগালে এই চুলকানি কমে। নিয়মিত নিমপাতার সাথে কাঁচা হলুদ পেস্ট করে লাগালে ত্বকের উজ্জলতা বৃদ্ধি ও স্কিন টোন ঠিক হয়। তবে হলুদ ব্যবহার করলে রোদ এড়িয়ে চলাই ভালো। নিমপাতার চেয়ে হলুদের পরিমাণ কম হবে। নিমপাতা সিদ্ধ জল গোসলের জলর সাথে মিশিয়ে নিন। যাদের স্কিন ইরিটেশন এবং চুল্কানি আছে তাদের এতে আরাম হবে আর গায়ে দুর্গন্ধের ব্যাপারটাও কমে যাবে আশা করা যায়। ৪. দাতের রোগ দাঁতের সুস্থতায় নিমের ডাল দিয়ে মেসওয়াক করার প্রচলন রয়েছে সেই প্রাচীনকাল থেকেই। নিমের পাতা ও ছালের গুড়া কিংবা নিমের ডাল দিয়ে নিয়মিত দাত মাজলে দাঁত হবে মজবুত, রক্ষা পাবেন দন্ত রোগ থেকেও। কচি নিম ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত ভাল থাকে। নিম পাতার নির্যাস জলতে মিশিয়ে বা নিম দিয়ে মুখ আলতোভাবে ধুয়ে ফেললে দাঁতের আক্রমণ, দাঁতের পচন, রক্তপাত ও মাড়ির ব্যথা কমে যায় এবং বুকে কফ জমে গেলে নিম পাতা বেটে এর ৩০ ফোঁটা রস সামান্য গরম জলতে মিশিয়ে দিনে তিন থেকে চারবার খেলে উপকার পাওয়া যায়। ৫. রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে নিম ডায়াবেটিস নিয়ন্ত্রণে চমৎকার ভাবে কাজ করে। নিমের পাতা রক্তের সুগার লেভেল কমতে সাহায্য করে। এছাড়াও রক্ত নালীকে প্রসারিত করে রক্ত সংবহন উন্নত করে। ভালো ফল পেতে নিমের কচি পাতার রস প্রতিদিন সকালে খালি পেটে পান করুন। সকালে খালি পেটে ৫টি গোলমরিচ ও ১০টি নিম পাতা বেটে খেলে তা ডায়াবেটিস কমাতে সাহায্য করে। ৬. চুল উজ্জ্বল,সুন্দর ও দৃষ্টিনন্দন চুল পেতে নিম পাতার অবদান অপরিসীম। চুলের খুসকি দূর করতে শ্যাম্পু করার সময় নিমপাতা সিদ্ধ জল দিয়ে চুল ম্যাসেজ করে ভালোভাবে ধুয়ে ফেলুন। খুসকি দূর হয়ে যাবে। চুলের জন্য নিম পাতার ব্যবহার অদ্বিতীয়।চুলে প্রতি সপ্তাহে ১ দিন নিমপাতা ভালো করে বেটে চুলে লাগিয়ে ১ ঘণ্টারমত রাখুন। এবার ১ ঘন্টা পর ভালো করে ধুয়ে ফেলুন।দেখবেন চুল পড়া কমার সাথে সাথে চুল নরম ও কোমল হবে। মধু ও নিমপাতার রস একত্রে মিশিয়ে সপ্তাহে কমপক্ষে ৩ দিন চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। এবার ২০ মিনিট অপেক্ষা করুন। তারপার শেম্পু করুন আর অধিকারী হোন ঝলমলে সুন্দর চুলের। এক চা চামচ আমলকির রস, এক চা চামচ নিমপাতার রস, এক চা চামচ লেবুর রস, প্রয়োজন অনুযায়ী টকদই মিশিয়ে সপ্তাহে ২ দিন চুলে লাগিয়ে আধঘণ্টা অপেক্ষা করারপর শ্যাম্পু করুন। ৭. উকুন বিনাশে নিমের ব্যাবহারে উকুনের সমস্যা দূর হয়। নিমের পেস্ট তৈরি করে মাথার তালুতে ম্যাসাজ করুন, তারপর মাথা শ্যাম্পু করে ধুয়ে ফেলুন এবং উকুনের চিরুনি দিয়ে মাথা আঁচড়ান। সপ্তাহে ২-৩ বার ২ মাস এভাবে করুন। উকুন দূর হবে। ৮.খুশকি বিনাশে নিমের ব্যাকটেরিয়া নাশক ও ছত্রাক নাশক উপাদানের জন্য খুশকির চিকিৎসায় কার্যকরী ভূমিকা রাখে। নিম মাথার তালুর শুষ্কতা ও চুলকানি দূর করে। খুশকির চিকিৎসায় নিমের ব্যাকটেরিয়া নাশক ও ছত্রাক নাশক উপাদানের জন্য খুশকির চিকিৎসায় কার্যকরী ভূমিকা রাখে। নিম মাথার তালুর শুষ্কতা ও চুলকানি দূর করে। চার কাপ জলতে এক মুঠো নিমের পাতা দিয়ে গরম করতে হবে যতক্ষণ না জলটা সবুজ বর্ণ ধারণ করে এই জল ঠান্ডা হলে
Faruk Khan
Region: BD
Monday 25 November 2024 17:36:24 GMT
6664841
132055
1172
15342
Music
Download
Comments
সবার ভালোবাসায় 😍🌸 :
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ 🥰
2024-11-26 11:04:46
252
🌼মায়াবী মহারাজের মায়াবতী🌼 :
ভাই তিন বছর ধরে ভুগছি আমার ভাইয়ের দিকে তাকানো যায় না যেখানে চুলকার সেখানে ওর রক্ত বের হয় কী করবো কত ঔষধ খাইছি এখনো খাচ্ছি আবার ও ডাক্তারের কাছে যেতে চাচ্ছি 🥺🥺
2024-11-27 02:45:48
7
ლ(́◉💗Happy Girl💗◉‵ლ) :
আমি অনেক আগে খেয়েছি বাট কথাটা ১০০%সত্যি
2025-02-20 04:51:47
1
Mistimayer Dustu Rani :
আমার এলার্জি ছিল পরে কাঁচা হলুদ নিম পাতার বেটে হাতের মধ্যে দেওয়ার পর আর কখনো এলার্জি সমস্যা হয়নি এটা খুবই উপকরণীয় 🥰এটা একদম সত্য কথা 🥰
2024-11-26 05:40:25
44
🥰 বাবার একমাএ রাজকন্যা 🥰 🤗 :
আমার ঠান্ডা এলাজি নাক চোখ চুলকায়
2024-11-26 03:51:04
24
Farzana lslam :
ata ki pata
2024-11-26 03:04:27
18
Akhi Akthar Brishti🥶 :
ব্রণ যাবে কি খেলে বলেন প্লিজ😔
2024-11-26 14:54:30
24
Md sofikul islam :
কি ভাবে খেতে হবে
2024-11-26 07:22:32
7
joooo :
পরিচয় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ বড় ভাই ভালো ভালো ভিডিও দিয়েন ভাই আপনার পাশে আছি ভাই আমরা
2024-11-26 09:20:09
2
HM Hasan :
vaia Amir muka onk alarji
2024-11-26 08:13:22
10
Monjur Ahmed :
ভাই আমারও এলার্জি সমস্যা গরুর গোস্ত খাওয়ার পরে শরীরের চাকা চাকা হয়ে যায় কি কারনিও প্লিজ বলবেন 👏👏
2024-11-26 07:37:01
5
saju saj :
রাতে রাতে জ্বর আসে এগুলো কি করা যাবে
2024-11-26 17:55:28
2
একলা জীবন :
ভাইয়া আপনার নাম্বারটা দেওয়া যাবে
2024-11-26 12:59:48
12
Md Rayhan :
bai pani diya kbo naki boila den
2024-11-27 15:57:27
1
❤️লিটন+সেতু❤️ :
ভাই এই পাউডার কোথায় পাওয়া যাবে বলবেন আমাদের এরকম এলার্জি ভাই
2024-11-26 09:57:00
10
mdariyanzakir3 :
kiba khabo
2024-11-27 04:52:42
4
Jannat :
ভাই আমিতো হাঁচি দিতে দিতে নাক খত হয়েজায় অনেক ঔষধ খাইতেছি ভালো হয় না
2024-11-26 13:59:58
5
abdurrohim0040 :
ভাই আপনার সাথে যোগাযোগ করার নাম্বারটা
2024-11-26 06:41:44
5
Rop'sana :
খাওয়ার নিয়ম কি?
2024-11-26 02:31:10
7
Md Nurouddin :
আমারও প্রচুর এলার্জি বেটে খাবো না শুকিয়ে গুলি করে খাব
2024-11-26 08:05:14
2
🌿প্রকৃতির ছোঁয়া🌿 :
ভাই আমার অনেক এলাজী অনেক যা বলার মতো না এটা খেলে কী আমি সত্যি উপকার পাব..??
2024-11-26 11:43:49
28
🌹প্রবাসী🌹 বউ 🌹 :
ভাইয়া এক দের বছরয়ের বাবুকে খাওয়ানো যাবে প্লিজ একটু বলেন
2024-11-26 16:06:58
6
user7116898322120 :
কৃমি সমস্যা চিরতই দূর করার কোন উপায় আছে
2024-11-26 08:21:58
6
Tanjin Tisha5487 :
শুকিয়ে কি পানি দিয়ে খাবো নাকি বললে ভালো হত
2024-11-26 13:47:30
9
^_"শূঁন্যঁ_ অঁনুঁভূঁতিঁ /🥹 :
sob mitta kotha amar r amar babur onek alarji onek bar nim pata gaye diyeci siddo kore kheyeci koni fola fol phaunai akon apnara bissas koren khan dheke valo hoy ki na
2024-11-27 02:43:55
4
To see more videos from user @.farukkhan, please go to the Tikwm
homepage.