@jeon_kim_thv441: #ff_name : মামাতো ভাই যখন হাসবেন্ড #part : 38 Yn এটা একদমই আশা করে নি যে Jungkook এমন একটা উওর দিবে। কোনো প্রকার রিয়েক্ট না করেই Yn Jungkook এর দিকে তাকিয়ে রইলো। Yn ভাবলো আরেক বার বলে দেখবে। এই বার হয়তো Jungkook এর উওর অন্য কিছু হবে। যেই না ভাবলো ওমনেই মনের মাঝে জিজ্ঞেস করার পরিকল্পনা আঁটলো Yn। সে Jungkook কে আবারো শুধালো, Yn : তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো না..? Jungkook : এমন কোন বিধানে লেখা আছে যে তোকে ভালোবাসতেই হবে? তখন থেকে কি এভাবে বলে যাচ্ছিস ভালোবাসো না, ভালোবাসো না। তোর বয়স কত হ্যাঁ? ভালোবাসার মানে তুই বুঝিস? অযথা এইসব নিয়ে মাথা ঘামাচ্ছিস! তুই এখনো অনেক ছোট আছিস! তাই পড়াশোনায় ফোকাস কর আর মাথা থেকে এসব আজাইরা কথাবার্তা ঝেড়ে ফ্যাল। Yn : ছোট ছোট ছোট,,, আমি আর ছোট নেই। তোমরা কি আমাকে ফিডার খাওয়া বাচ্চা ভাবো? যথেষ্ট বড় হয়েছি আমি। সবকিছু বোঝার জ্ঞান হয়েছে আমার। Jungkook ভ্রু কুঁচকে Yn কে বলল, Jungkook : তা বল তো শুনি কত টুকু বড় হয়েছিস? Yn নাক ছিটকে বলল, Yn : সেটা আবার কীভাবে বলবো? Jungkook : আমি কি জানি? তুই না বললি তুই যথেষ্ট বড় হয়েছিস! তাহলে প্রুফ কর এখন। Yn : প্রুফ? কীভাবে প্রুফ করবো? উম উম আইডিয়া,, আমার বার্থ সার্টিফিকেট দেখলে তো বিশ্বাস করবে তাই না। ওটা দেখলে তো বলবে আমি বড় হয়েছি। কিন্তু ওটা তো,,, ওটা তো বাসায় আছে। এখন কীভাবে কি করবো? Jungkook : আমি জানি নাকি! সেটা তোর ব্যাপার। আচ্ছা তুই কেন জানতে চাচ্ছিস আমি তোকে ভালোবাসি কি না? Yn : এ এমনি! তুমি আমাকে যখন তখন হুট-হাট করে আমার পারমিশন ছাড়াই kiss করতে পারো আর আমি এই সামান্য কথাটা জিজ্ঞেস করতে পারবো না? এখন বলো আমাকে যখন ভালোই বাসো না তাহলে kiss কেন করো? বলো! Jungkook : তোকে সব কথা বলতে বাধ্য নই আমি! চুপচাপ শুয়ে পড়। কথাটা বলেই Jungkook রুমের বাইরে পা রাখবে কিন্তু তার আগেই Yn Jungkook কে জোরে টেনে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে বিস্ফারিত নজরে তাকিয়ে থেকে বলে উঠলো, Yn : খেলনা পেয়েছো আমাকে? যখন মন চাইবে খেলবে আর যখন মন ভরে যাবে ছুড়ে ফেলে দেবে! বলো, কেন আমার সাথে এমন করো? বলো! আজ তোমাকে বলতেই হবে। Jungkook কিছু বললো না উল্টো Yn এর দুই হাত শক্ত করে ধরে দেয়ালের সাথে চেপে Yn এর উপর ঝুঁকে পড়লো। Jungkook লো ভয়েসে Yn এর উদ্দেশ্যে বলতে লাগলো, Jungkook : বড্ড সাহস বেড়েছে তোর! কিছু বলছি না দেখে মাথায় চড়ে নাচছিস! Yn : সাহসের এখনো দেখেছোই বা কি? এখনো তো অনেক কিছু দেখার বাকি আছে। কথাটা বলেই Yn নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে Jungkook কে বিছানায় ফেলে দিলো। এরপর Jungkook এর পেটের উপর চড়ে তার দুই হাত নিজের দুই হাতের মুঠোয় নিয়ে নিলো। Yn এর এমন আক্রমণে Jungkook পুরোই টাস্কি খেয়ে তাকিয়ে আছে। অবাক হয়ে Yn কে জিজ্ঞেস করলো, Jungkook : এই কি করছিস তুই এসব? Yn Jungkook এর কথায় পাত্তা না দিয়ে বলল, Yn : কি বলেছিলে তুমি, আমি এখনো ছোট আছি! প্রুফ চাই না তোমার! ওয়েট এক্ষুনি প্রুফ দিচ্ছি। Yn এর কথা Jungkook এর বুঝতে দেরি হলেও Yn ওর কাজ করতে দেরি করলো না। রাগে, ক্ষোপে ফেটে পড়ে উন্মাদের মতো Jungkook এর ঠোঁটে kiss করতে ব্যস্ত হয়ে পড়লো। আর Yn এর এমন কর্মকান্ডে Jungkook যেন অবাকের চরম শীর্ষে পৌঁছে গেছে। সে ভাবতেও পারে নি Yn এমন কিছু করবে। তবে এই মুহূর্তে সময় টাকে উপভোগ করতে মনের মাঝে ভীষণ তৃষ্ণা জাগলো Jungkook এর। এরপর অবাকের শীর্ষ স্থান থেকে বেরিয়ে এসে Jungkookও Yn এর সাথে তাল মেলালো। পাঁচ মিনিট kiss করার পর Yn Jungkook এর থেকে সরে এসে নিজের ঠোঁট মুছে বলল, Yn : এখন নিশ্চয়ই বুঝে গেছো আমি আর ছোট নই। Jungkook আর কি বলবে? কোনো ভাষাই তো মুখে আসছে না তার। Yn এর এহেন কাজে সে নিজেও যে বেসামাল হয়ে পড়েছে। তবুও নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে কপট রাগ দেখিয়ে বলল, Jungkook : কাজটা তুই ভালো করিস নি Yn,,! কথাটা বলা মাএই Jungkook এক মুহূর্তও দেরি না করে রুম ত্যাগ করলো। Jungkook এর এমন উওর পেয়ে Yn যেনো পুরোই তাজ্জব বনে গেল। মনে মনে আওড়ালো, Yn : তুমি যতই না না করো না কেন আমি জানি তোমার মনে আমার জন্য ফিলিংস আছে। আর আমি সেটা তোমার মুখ থেকে বের করেই ছাড়বো। জাস্ট ওয়েট ত্র্যান্ড ওয়াচ্ মাই ডিয়ার ফাট্টু জাইঙ্গা!! Yn কথাগুলো মনে মনে বলেই বাঁকা হাসি দিলো। তারপর আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লো। । । । । #To_be_continue ( পাখিরা একটু বেশি বেশি করে কপি লিংক করে দিও) 💗😇 #jeon_kim_thv441

✿₰𝐅𝐅 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫₰✿
✿₰𝐅𝐅 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫₰✿
Open In TikTok:
Region: BD
Wednesday 27 November 2024 02:44:17 GMT
25809
1735
71
185

Music

Download

Comments

a...r796
Jannatul Naim :
next part plz plz 🥰
2024-11-27 10:29:52
1
.bts.army2089
💜💜Kim Rahi forever💜💜 :
next part plz plz plz plz plz plz plz plz plz
2024-11-27 07:03:18
1
fahima.akter453
B.T.S 💜 A.r.m.y 💜💜💜 :
next part
2024-11-30 07:07:45
0
shahin.mia281
🥵 V এর Hot Sxey বউ 🥵🫦 :
next part Apu
2024-11-29 12:18:32
0
pannabegum52
🌼ℐ~𝒜~𝒩~ℐ~𝒜 🌸 :
next part plz
2024-11-27 11:14:40
0
tsarmys.bristi
🍁Bristy🍁 :
next part daw apu plz plz plz
2024-11-27 14:23:24
0
abdullahrajin2074
🐸চাঁদের বুড়ি🐸 :
next part plzzzzzzzzzz
2024-11-27 05:43:32
0
tayba.molla.tua
🥰 Ahdar rater pori 🤩🥰 :
next
2024-11-27 10:56:47
0
To see more videos from user @jeon_kim_thv441, please go to the Tikwm homepage.

Other Videos


About