@kim_anisa95: ꧂♡ভালোবাসার বেদনা♡꧂_Part: 26 Tae: আমি আর কিছু জানতে চাই না৷ আর না কিছু বুঝতে চাই৷ আমি আজকের Flatএ চলে যাচ্ছি এটাই শেষ কথা৷ Yj: চলে যা আমি বাধাঁ দেব না৷ যাওয়ার আগে সত্যি গুলো জেনে যা৷ তুই একটু দাড়া আমি আসছি৷ Yeonjun আস্তে আস্তে নিজের গাড়ির কাছে গেল, হাটঁতে খুব কষ্ট হচ্ছে৷ কপাল ফেটে রক্ত ঝড়ছে৷ হাত দিয়ে নাকের রক্ত মুছতে মুছতে Yeonjun হেটে চলল৷ পায়ে কাচেঁর টুকরা লেগে অনেক জায়গায় কেটে গেছে৷ তাই হাটতে পারছে না৷ প্রায় পনেরো মিনিট পর Yeonjun এলো৷ Yeonjunর হাতে তিনটা File৷ সে File গুলো একটা একটা করে খুলল তারপর পড়তে লাগলো৷ যেখানে স্পষ্ট লেখা_ -- দীর্ঘ কয়েক বছর যাবত রোগী Brain tumour - এ ভুগছে৷ মাথার চারিদিকে tumour ছড়িয়ে পড়েছে৷ যে কোনো সময় রোগীর নাক কান মুখ থেকে রক্ত আসবে৷ রোগীর থেমে থেমে জ্বর আসবে৷ শেষ সময় রোগীর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে৷ রোগীর মাথার চুল পরে যাবে৷ রোগী চোখে ঝাপসা দেখবে৷ Yeonjun এক এক করে সব test আর ডাক্তারের সকল নির্দেশনাবলি পড়ে শুনালো৷ কিন্তু Yeonjun কেন এগুলো বলছে এটাই কেউ বুঝতে পারছে না৷ Tae: এগুলো কেন আমাদের পড়ে শোনাচ্ছিস? Yeonjun হাসল৷ কাগজ গুলো Taehyungর কাছে দিয়ে বলল_ Yj: রোগীর নামটা তো আগে দেখ৷ Taehyung একরাশ বিরক্তি নিয়ে কাগজ গুলো নিল৷ না চাইতেও একবার রোগীর নামটা দেখলো৷ আর এতেই তার পায়ের নিচের মাটি সরে গেল৷ Taehyungর চোখ থেকে দুই ফোঁটা নোনাজল গড়িয়ে পড়ল৷ যতই Ynর উপর রাগ দেখাক কিন্তু ভালো তো বাসে৷ Yeonjun Taehyungর দিকে কিছু কাগজ এগিয়ে দিয়ে বলল_ Yj: এগুলো যেই যেই দিন Yn ডাক্তারের কাছে গেছে তার কাগজ৷ তারিখ গুলো দেখলেই বুঝবি Yn ঠিক ঐ দিন গুলোতে কলেজ যায় নি৷ আর ঐ দিন Yn আমার সাথে দেখা করতে যায় নি বরং ডাক্তারের কাছে গিয়ে ছিল৷ Tae: তুই কিভাবে জানলি Ynর এই অবস্থা? Yj: Yn যেই ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিত সে আমার কাছের একজন বান্ধবী Hania. ঐ দিন Yn যখন ডাক্তারের কাছে যায় আমিও সেই দিন Haniaর কাছে যাই বিশেষ দরকারে৷ আর সেখানে Ynকে দেখতে পাই৷ তারপর এক এক করে সব জানতে পারি তারপর অনেক জোর করে ওকে পৌছে দিতে যাই৷ Tae: তাহলে ঐ দিন যে তোরা একে ওপরকে জরিয়ে ধরে ছিলি ওটা কি ছিল? Yj: Yn নিজের Medicalর কাগজ গুলো নিতে ভুলে গিয়ে ছিল৷ তাই আমি সে গুলো দিতে তোদের বাড়ীর দিকে রওনা দেই আবার৷ কিন্তু তোদের বাড়ীর সামনে এসে দেখি Yn Gateর সামনে বসে কাদঁছে৷ মেয়েটা বড্ড কষ্ট পেয়ে ছিল তাই কথা বলতে বলতে আমাকে জরিয়ে ধরে ছিল৷ Taehyung নিজের ফুপুর দিকে তাকালো৷ এক দৃষ্টিতে তাকিয়ে রইলো৷ হঠাৎ Taehyung ওর ফুপুর দিকে তেড়ে গেল আর গলা টিপে ধরলো.. Tae: তোমাকে আমি ছাড়বো না আজ তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে৷ তুমি দিনের পর দিন আমাকে মিথ্যে কথা বলেছো৷ তোমাকে বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করেছি৷ কেন আমার জীবনটা নষ্ট করলে৷ তোমাকে তো নিজের মায়ের মতোই আমি ভালোবাসতাম৷ তাহলে কেন ফুপু কেন এমন করলে৷ Afzal khan, Mishka সবাই এসে Taehyungকে আটকালো৷ কারন আর কিছুক্ষন Taehyung যদি ওর ফুপুর গলা ধরে রাখে তাহলে সে মারা যাবে৷ Taehyungর ফুপু ছাড়া পেতেই কাশতে লাগলো৷ Taehyung চিৎকার করে বলল_ Tae: আমাকে ছেড়ে দাও৷ দিনের পর দিন আমাকে এই মহিলা ঠকিয়েছে৷ আমার জীবনটা শেষ করে দিয়েছে৷ শুধু এর জন্য আমি আড়াই বছর ধরে ঠিক মতো থাকতে পারি নাই৷ আমার সব শেষ করে দিয়েছে এই মহিলা বাবা৷ Taehyung হাউমাউ করে floor এ বসে কাদঁতে লাগলো৷ floor এ দুই হাত দিয়ে আঘাত করতে থাকে৷ Afzal khan বোনের কাছে গিয়ে ঠাস করে একটা চড় মারলো৷তারপর বলল_ Tae/d: কেন এমন করলি বল? কি এমন করে ছিল আমার ছেলে যার জন্য তাকে এত বড় শাস্তি দিল৷ Taehyungর ফুপু এবার চিৎকার করে বলল_ :- আমি কি করে ছিলাম ভাইয়া যে তোমরা আমার জীবনটা নষ্ট করে দিয়েছো? শুধু তো ভালোই বেসে ছিলাম৷ তুমি আর বাবা মিলে Iqbalকে কেড়ে নাও নি আমার থেকে? তোমাদের জন্য আমার সংসার হয় নি৷ আমি আমার ভালোবাসার মানুষ হারিয়েছি ভাইয়া৷ আমি যখন Iqbalকে নিয়ে সুখী হতে পারি নি তখন তোমার ছেলে মেয়েরাও পারবে না৷ আমি সুখী হতে দেব না কখনো৷ বাড়ীর সবাই থমকে গেল৷ Afzal khan বোনের কাছে যেয়ে বলল_ :- তুই আমাকে ভুল বুঝলি বোন৷ কে তোকে বলেছে Iqbalকে আমরা কেড়ে নিয়েছি তোর থেকে? :- Iqbal নিজে আমাকে বলেছে৷ শুধু আমার জন্য ও নিজেও এখনো বিয়ে করে নি৷ তোমরা ওকে বল নি আমার জীবন থেকে ওকে সরে যেতে৷ নইলে তোমরা ওর পরিবারকে মেরে ফেলবে৷ Afzal বোনের দিকে তাকিয়ে বললেন_ :- ঠিক আছে আজ তোকে সব পরিষ্কার করে বলবো৷ [ 500+ লাইকও উঠে না এইসব দেখে নেক্সট পার্ট দেওয়ার ইচ্ছাটা কেমনে থাকে তোমরা আমাকে বুঝাও😅💔] #taehyung #kim_anisa #fanfiction #fyyyyyyyyyyyyyyyy #fyppppppppppppppppppppppp #foryoupage #fypシ゚ #foryoupageofficiall #unfreezemyacount #viral #unfreezemyacount