@queen_taeshi: ᴄᴏᴜꜱɪɴ ʙʀᴏᴛʜᴇʀ࣪ ִֶָ☾.࣪ Season 2 Episode 7 বড়চাচী Jungkook ভাইয়ের সাথে Yn এর কথা বলাতে পারলেন ছয়দিন পর। এর আগে অবশ্য তিনি প্রতিদিন টাইম টু টাইম আপডেট দিয়েছেন। Yn কে খবর জানিয়েছেন। কথা বলার সময়ে Yn হাজারবার অনুরোধ করলো, -"চাচী একটু ভিডিওকলে দেখান উনাকে।" দেখা সম্ভব হলো না । Jungkook ভাই কিছুতেই রাজি হলেন না। তিনি এমনি ফোন ধরলেন। প্রথম কিছুক্ষণ কথা বললেন না। তারপর চড়া গলায় ধমকে উঠলেন। -"হ্যালো Yn!" Yn কান্নাটা প্রাণপণে চেপে বললো, -"কেমন আছেন Jungkook ভাই?" -"এমনভাবে জিজ্ঞেস করছিস যেন আমি মরে লাশ হয়ে গেছি। মরা মুখ দেখে আনন্দে গলা ধরে এসেছে তোর। গলায় তো ঢেউ খেলানো মাদকতার স্রোত বইছেরে।" Yn চাপা একটা দীর্ঘশ্বাস ফেললো। হাসপাতালে শুয়েও মানুষটার গলার স্বর সেই একই। কথার ভঙ্গি, ধরনধারণ সব একই। এই মানুষটা কি কোনোদিনও বদলাবে না? কতটা দিন পর তিনি Yn এর গলা শুনলেন। একটুও কি কিছু অনুভব করলেন না? অথচ Yn Jungkook ভাইয়ের হ্যালো শুনেই এমন ভাবে কেঁপে উঠেছে যে, তার মনে হয়েছে সে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে। সমস্ত গা জুড়ে শিরশিরে অনুভূতি। এত দূরে এসেও যেন মানুষটা তার সমস্ত জুড়ে ভর করে আছে। Yn নরম স্বরে বললো, -"কি করে অ্যাক্সিডেন্ট করলেন?" -"রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ডেকেছি, গাড়িজান ও গাড়িজান, এদিকে আয়। এসে আমার অ্যাক্সিডেন্ট করে দিয়ে যা। অনেকক্ষণ ডাকাডাকির পর একটা কালো রংয়ের ভক্সি গাড়ি আমার ডাক শুনতে পেয়ে এগিয়ে এলো। ব্যস! হালকা ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে দিলো। আমি অবশ্য গাড়িটাকে ধন্যবাদ দেবার সুযোগ পাইনি। এর আগেই জ্ঞান হারিয়ে ফেললাম কিনা।" Yn ফোনের এপাশে এবার কেঁদেই ফেললো। এই শক্ত হতে কি এত দূর এসেছিল দেশ ছেড়ে? মানুষটা অ্যাক্সিডেন্ট করে হসপিটাল বেডে শুয়ে কাতরাচ্ছে, আর সে কিনা... সে তো শুধু অভিমান করেছিল নিজের ভালোবাসার উপর। সে তো চায়নি Jungkook ভাইয়ের শরীরটা রক্তে, ব্যথায় ব্যান্ডেজ হোক। Yn মৃদুস্বরে বললো, -"ব্যথা কি খুব বেশি পেয়েছেন?" -"ব্যথা পাবো কেন? গাড়ির ধাক্কা লেগেছে আর আমার মনে হলো এক পশলা ঠান্ডা হাওয়া আমার শরীর ছুঁয়ে গেল। গা শিরশির করে একটু করে কেঁপে উঠলাম আমি। এত আরাম লাগলো! মনে হলো, আমি যেন বাতাসের কোলে বসে দোল খাচ্ছি। মাথার উপর জোছনা ঝরছে, পাশেই কবিতা পড়ছে স্বয়ং জীবনানন্দ। আমায় দু'দন্ড শান্তি দিয়েছিল..." Yn Jungkook ভাইয়ের কথা থামিয়ে দিলো। -"আপনি সারা দুনিয়ার সবার সাথে ঠিক করে কথা বলেন। আমার সাথে এমন করে কথা বলেন কেন?" -"তুই কথার মাঝখানে কথা বলছিস কেন? আমার কথা শেষ হবার পর কথা বলবি। তুই কি রাণী এলিজাবেথ? তোর সাথে একটু কুর্নিশ, একটু কার্নিশ করে কথা বলতে হবে?" -"কুর্নিশ করে কথা বলতে হবে না। স্বাভাবিকভাবে একটু কথা বলুন।" -"তুই স্বাভাবিক কাজ কি করেছিস যে তোর সাথে স্বাভাবিক কথা বলবো? নিজের দেশ ছেড়ে বিদেশ গেছিস ফিজিক্স পড়তে। কেন রে? ওখানে কি তোর ফাওয়াদ খান ফিজিক্স পড়ায়? পড়ানোর ফাঁকে ফাঁকে নিশ্চয়ই তোর গালে চুমু খায়। আর ভালো মার্কস পেলে নিশ্চয়ই কোলে বসিয়ে চকলেট দেয়, তাই না?" Yn ফিসফিস করে বললো, 'আমি আপনাকে দেখতে ঠিক চলে আসতাম Jungkook ভাই। কিন্তু আমি জানি, অসুস্থ আপনাকে দেখলে আমি আর ফিরে আসতে পারবো না। আমি অনেক যুদ্ধ করে, অনেক ভেবে, অনেক তেতো নিয়ে এখানে এসেছি। আপনার থেকে দূরে এসে ভালোবাসার দাম দিচ্ছি। আপনি তো আর আমায় কোনোদিনই ভালোবাসবেন না, আমার ভালোবাসাটাকে তাই থামাতে এসেছি। কিন্তু লাভ কিছু হবে বলে মনে হচ্ছে না। এই যে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন শোনার পর থেকেই এখন প্রাণ যায়, তখন প্রাণ যায় অবস্থা নিয়ে কোনোরকমে বেঁচে আছি।' -"কিরে কথা বলছিস না কেন? নাকি ফাওয়াদ খানের কথা বলাতে উথলে উঠেছিস? মন কেমন করছে কোলে উঠবার জন্য।" -"বড়চাচী বললেন, আপনার নাকি বেশ কয়েকটা সার্জারী করতে হয়েছে?" -"হাসপাতালে এসেছি, সার্জারী করবে না তো কি করবে? কোলে বসিয়ে চমচম আর রসমালাই খাওয়াবে? কপালে চুমু খেয়ে ঘুম পাড়াবে? হাসপাতাল তো আমার বাসর ঘর, তাই না? ডাক্তার নিশ্চয়ই আমার কাবিন করে বিয়ে করা বউ!" Yn ফোনটা বুকে চেপে ধরে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলো। এই পাগল মানুষটাকে অতিক্রম করতে, এই মানুষটাকে অস্বীকার করতে Yn কিনা এত বদলাতে সব ছেড়ে এলো? আচ্ছা, ভালোবাসার ব্যাপারটা তার ক্ষেত্রেই কেন এমন যুদ্ধের হয়ে গেল? #cousin_brother_ff #jungkook #jungkookff #ff #fanfic #fanfiction #fanfictionstory #fyp #fypシ #foryoupage #fypシ゚viral #tiktok #viral #trending #supportme
♛𝐐𝐮𝐞𝐞𝐧 𝐓𝐚𝐞𝐬𝐡𝐢♛
Region: BD
Thursday 28 November 2024 03:41:50 GMT
Music
Download
Comments
Sumamiyashila :
Army plzzzzz support koro plzzzz🥺🥺🥺
2024-11-28 03:51:02
1
?? :
next part
2024-12-01 16:19:48
0
Queen of love♥ :
nex part deo na apu pleasssssssseeeee😢
2024-11-30 19:12:52
0
pluviophile464 :
apu next part apuuuuuuu?????😭
2024-11-29 16:56:15
0
Fariya hasan🌴🍃🪱 :
next part plz
2024-11-29 08:56:43
0
Softie♡X♡Ot7 :
Next part please
2024-11-29 14:37:21
0
Nothing🙃 :
recent fav song
2024-11-29 05:45:54
0
sneha 😫💋😊 :
next part plz apu 🥺🥺
2024-11-28 08:54:06
0
To see more videos from user @queen_taeshi, please go to the Tikwm
homepage.