@bonnishkook: "প্রেমময় প্রহর"_Part:156_ লঘুময় ঠান্ডা আবহাওয়ায় ছাদের কোমর অবদি রেলিং ঘেষে দাঁড়িয়ে Yn।দৃষ্টি তার সদূর আকাশে ভাষমান সোনালী অর্ধচন্দ্রের পানে।শৈলপ্রান্ত নিগূঢ় ভাজ ফেলে Yn ভাবছে খুব করে।আজ তার পূর্ণতার দিনে রূপসী রূপালি চন্দ্রীমা আজ আপূর্ন কেন?হবে হয়তো প্রাকৃতিক নিয়মে।সেযাই হোক আজ নাহন অর্ধচন্দ্রীমাকে স্বাক্ষ রেখেই শুরু হলো তাদের দুজনার ভালোবাসার নতুন সূচনা।তিমির গগনে দন্ডায়মান চাঁদখানা আজ স্বক্ষী Yn এর কল্পপুরুষ তাকে আশ্বাস দিয়েছে,আল্প কিছুদিন ধার চেয়েছে সপ্তদষী Yn কে নিজের করবে বলে।Yn তাতেই যেন আজ আকাশের চাঁদখানা হাতে পেয়েছে।লোকটাতো কিছুদিন সময় চেয়েছে মাত্র।Yn তো নিজের জীবটাও দিতে রাজি।ভেবেই আনমনে উষ্ঠ এলিয়ে লাজুক হাসলো Yn। Jungkook:খুব একা একা হাসছিস যে?মনে রং লাগেছে বুঝি? Yn কে পেছন হতে জড়িয়ে রাখা সুঠাম পুরুষ চাঁদের আবছা আলোয় স্পষ্ট দেখলো Yn এর লজ্জামাখা মূখশ্রী।কেমন নিশব্দে মিটিমিটি হাসছে সে! পুরুষালি কন্ঠশ্বর শ্রবন হতেই Jungkook এর বুকে এলিয়ে রাখা মাথা ধীরে তুলে নিলো Yn।পুরুষালি হস্তে আবদ্ধ কোমরটা না ছাড়িয়েই আবসে ঘুরে দাঁড়ালো সে।লজ্জায় আরষ্ঠ তার টানাটানা লোচনদ্বয়।নরবরে চাহনিতে চেয়েই বললো। Yn:হুমম রং লেগেছেতো।আপনার প্রেমের রং লেগেছে।কেমন সুখ সুখ অনুভব হচ্ছে। Yn এর কথায় অধর এলিয়ে মৃদু হাসলো Jungkook।রুলিংএর দুপাশে হাত রেখে Yn কে বন্দি রাখলো নিজের মধ‍্যখানে।খানিক ঝুঁকে দুষ্ট কন্ঠে বললো। Jungkook:প্রেমের আসল রংতো এখনো লাগালামই না।এখনই এতো সুখ সুখ অনুভব? বিশেষ রাতের "প্রেমময় প্রহরে" আমি প্রাপ্ত বেরঙিন রঙের মাখনিতে তুইনা হাওয়ায় মিলিয়া যাস। সপ্তোদোশি বালিকার আধরযুগোল বেসামাল কথাবার্তায় থরথর করে কেঁপে উঠলো তৎক্ষণাৎ।চোখ নামিয়ে অমসৃন ছাদের মেঝেতে তাকিয়ে সে।লজ্জায় গাল গরম হয়ে উঠেছে তার।সত‍্যি বড্ড অসভ‍্য তার প্রেমিকপুরুষ।প্রেমিকার লজ্জায় রাঙা মুখশ্রি বরাবরের ন‍্যায় শীতল করলো অশান্ত প্রেমিকের বক্ষস্থল।এমেয়েকে লজ্জা দিয়েও শান্তি লাগে Jungkook এর।তাইতো মাঝেমধ‍্যেই একটু অসভ‍্য প্রেমিক হওয়া।লজ্জামাখা Yn এর মুখশ্রী আরো একবার পর্যবেক্ষণ করে অধর ছোঁয়ালো Yn এর ললাটে।স্নিগ্ধ কন্ঠে শুধালো। Jungkook:একটু ওয়েট করতে পারবি?আমি রুমে যাবো আর আসবো। ভ্রুদয় কিঞ্চিৎ কুচকালো Yn।পালটা শুধালো। Yn:কেন যাবেন? Jungkook:আমি গিয়ে আসলেই দেখতে পারবি।যাবো আর আসবো।পাঁচ মিনিট?ভয় পাবি কী? মুচকি হেসে দুপাশে ক্ষীন মাথা নাড়িয়ে বললো Yn। Yn:নাহ ভয় পাবোনা।আপনি যান। Yn এর উত্তর শুনে স্বল্প হেসে পা বাড়ালো Jungkook।যেতে যেতে একবার পেছন ফিরে ইশারায় বললো "ভয় পাসনা।যাবো আর আসবো।" Yn ও মাথা নাড়ালো।মূহর্তেই বড়বড় পায়ের ধাপ ফেলে চলে গেলো Jungkook।মুখ ফিরিয়ে আশেপাশে তাকাতেই Yn এর নজর বন্দি হলো ক্ষীন দূরত্বে থাকা কাচের টিটেবিলে থাকা কাচের বতোলটার পানে।ধীর পায়ে এগোলো Yn।অপলক ক্ষানিকক্ষন সেখানে চেয়ে একমনে ভাবলো কিছূ।কিভেবে খুব সাহসিকতার সাথে কাচের বতোলটা হাতে তুললো সে।তখনই ঘটিয়ে ফেললো একটা দূসাহসিক কান্ড।বতোলের ছিপি খুলে একঢোক গিলতেই বিষাদময় বিশৃ স্বাদে খকখক করে কেশে উঠলো Yn।কোনমনে ছিপি বন্ধ করে তা আগের জায়গা রেখে দিলো সে।নাকমুখ সিটকালো।একাএকাই বিরক্তে বিরবির করলো। Yn:ইয়াক কী বিশৃ স্বাদ!এসব লোকটা কীভাবে খায়? ছিহহহহ।আমার মুখটা নষ্ট হয়ে গেলো। আসহ‍্য স্বাদে চোখমুখ বিকৃত বানিয়ে নিয়েছে Yn।মনেমনে বকলো Jungkook কে। কেন সে ছেকা খেয়ে বেকা হওয়া প্রেমিকের মতো এখনো এসব ছাইপাশ, ম**দ‍্যপান করে করে সে!এতে কী খুব স্বাদ পাওয়া যায়।নতুবা কারন অকারনে এসব কেন গিলে সে?তীব্র কৌতুক হতেই একঢোক গিলে মুখটা নষ্ট হয়ে গেলো তার।নিজের উপর নিজেই বিরক্ত হলো। কথামতো ঠিক পাঁচ মিনিটের মধ‍্যেই পুনরায় ছাদে এসে হাজির হয়েছে Jungkook।Jungkook কে দেখামাত্র ওড়নার আচল দিয়ে মুখ মুছলো Yn।ছাইপাস, ম*দের বোতলের হতে খানিক দূরে সরে দাঁড়ালো।সে ম*দ গিলেছে তা Jungkook জানলে তাকে আস্ত রাখবেনা নিশ্চয়ই?ভেবেই শুকনো ঢোক গিললো Yn।ততক্ষনে Yn এর সন্নিকটে যেয়ে Yn এর হাত ধরে তাকে চেয়ারে বসালো Jungkook।নিজেও বসলো হাঁটে ভেঙে।পকেট হাতরে বের করলো চকচকে একজোড়া নুপুর।Yn এর ডানপাটা তুলে নিলো নিজের রানের উপর।আচমকা Jungkook এর এহেন কান্ডে অসস্তি পা সরিয়ে নিতে চাইলে বাধা দিলো Jungkook। Jungkook:একদম পা সরানোর চেষ্টা করবিনা। Yn দমে গেলো।সে সুযোগেই প্রেয়সীর আলতামাখা চরনে নুপুর জড়িয়ে দিয়ে গভীর কন্ঠে বললো Jungkook। Jungkook:একে নুপুর ভেবে ভুল করিসনা।Jeon Jungkook এর কঠোর প্রেমছিকল এটা।আজ নিজ হাতে প্রেয়সীর পায়ে বেধে দিলাম।বিনিমনে আমরন নিজের বক্ষপিজোড়ের বন্দীনি করে নিলাম তোকে। অবেগ ভালো লাগায় ছলছল করে উঠলো Yn এর আখিজোড়া।কান্নারত কন্ঠেই বললো। Yn:আপনার বন্দীনি হয়ে থাকতে রাজি জিওন সাহেব। 700+ Cp for next.. #fyp #jkff #jeon_bonni2 #jeonbonni2 #viral #views

❤︎ℬ𝓪𝓷𝓰𝓽𝓪𝓷_𝓕𝓕 ❤︎
❤︎ℬ𝓪𝓷𝓰𝓽𝓪𝓷_𝓕𝓕 ❤︎
Open In TikTok:
Region: BD
Sunday 01 December 2024 15:55:56 GMT
17688
993
34
720

Music

Download

Comments

sharminislam159
চারুলতা🍃🕊️ :
ami first 🥰🥰
2024-12-01 15:57:43
1
user5862531490151
kim sumaira :
mone hocce akon o dossopno dekteci amader yeontan babyr kicoy hoi nai 😭 💔
2024-12-02 18:26:57
0
mahera_007
Mrs.kim 🍒 :
next part 💜
2024-12-02 05:02:00
0
jeonzara925
Jeon”’zara925 :
Copy link done bonu 🥰
2024-12-01 20:05:11
0
nusrathasan951
☠️ RIYA ☠️ :
amar Jeon Saheb 💕💕💕💕
2025-01-12 10:18:29
0
sarjina.officials
𝗦𝗮𝗿𝗷𝗶𝗻𝗮 𝗧𝗮𝗵𝗮:)🎀🧃 :
আপুর একটা পার্ট পড়েই তো আমি ফিদা হয়ে যাই। বাকিগুলোতে কী যে হবে! 🙂💕
2024-12-04 23:46:37
0
angelhairline5
👑 Quen Hairline 👑 :
পরের পর্ব দেন
2024-12-04 16:29:15
0
anikook01
♡𝑨𝒏𝒏𝒊𝒆♡ :
yeontan mara gese jano api🙂
2024-12-02 12:51:53
0
To see more videos from user @bonnishkook, please go to the Tikwm homepage.

Other Videos


About