@wjobs8: tiktok earning platform #foryou #tiktok #new future

tiktokearn 1
tiktokearn 1
Open In TikTok:
Region: PK
Tuesday 03 December 2024 10:20:43 GMT
114
7
2
5

Music

Download

Comments

hareem.malik428
hareem malik :
🥰🥰🥰
2024-12-16 16:32:13
0
sawal.butta
Sawal Butta :
🥰🥰🥰
2024-12-12 11:52:20
0
To see more videos from user @wjobs8, please go to the Tikwm homepage.

Other Videos

এমন একটা সময় আসবে যখন তোমার সাথে আমার আর কথা হবে না, কোন যোগাযোগও আর থাকবেনা। এ কথা ধ্রুব সত্য। আমার এতো এতো মায়ার বাঁধন কেটে তুমি একদিন চলে যাবে আমাকে ছেড়ে, দূরে বহুদূরে।  এই যে আমাদের অলিখিত চুক্তি, যেখানে রুটিন ছাড়া কথা বলা, খুনশুটি, ঝগড়া, রাগ- অভিমান সব একদিন থেমে যাবে। হঠাৎ হঠাৎ কোন কারণ ছাড়াই হুটহাট তোমাকে দেখতে ভিডিও কল দেওয়া, তাও একদিন বন্ধ হয়ে যাবে। সেদিন আমার সীমাহীন ভালোবাসাও তোমার যাওয়া আটকাতে পারবে না। তোমার সাথে এক জনমের মতো একই ছাদের নিচে থাকা তাও হবে না। তোমার সাথে এই জনমে আমার আর সংসার করা হয়ে উঠবে না। তোমার আটপৌরে সংসারে বউ হওয়ার স্বপ্ন আমার বুকে চাপা পড়েই রইবে। সারাদিন শেষে আমার অভিমান তুমি একদিন আর ভাঙ্গাবে না। এই যে আমি তোমার নিত্য দিনের অভ্যাসে পরিণত হয়েছি,  একদিন এই অভ্যাসও তুমি ভুলে যাবে। একদিন তুমি আমাকে, আমার সবকিছু ভুলে যাবে। যেদিন তুমি অন্য কারো বর হবে, অন্য কারোর সাথে সংসার পাতবে, অন্য কারো সাথে সংসারে নিত্য দিনের হিসাব মেটাবে, সেদিন তুমি আমায় ভুলে যাবে।  যেখানে চুক্তি করা সম্পর্ককেই মানুষ ভুলে যায়, সেখানে চুক্তি বিহীন সম্পর্ক আর কেই'বা মনে রাখে, তাইনা? পার্থক্য এটুকুই, ভুলে থাকার প্রতিযোগিতায় তুমি জিতে যাবে আর আমি হেরে যাবো। তার কারণ কি এটাই, তোমার ভাষায়-
এমন একটা সময় আসবে যখন তোমার সাথে আমার আর কথা হবে না, কোন যোগাযোগও আর থাকবেনা। এ কথা ধ্রুব সত্য। আমার এতো এতো মায়ার বাঁধন কেটে তুমি একদিন চলে যাবে আমাকে ছেড়ে, দূরে বহুদূরে। এই যে আমাদের অলিখিত চুক্তি, যেখানে রুটিন ছাড়া কথা বলা, খুনশুটি, ঝগড়া, রাগ- অভিমান সব একদিন থেমে যাবে। হঠাৎ হঠাৎ কোন কারণ ছাড়াই হুটহাট তোমাকে দেখতে ভিডিও কল দেওয়া, তাও একদিন বন্ধ হয়ে যাবে। সেদিন আমার সীমাহীন ভালোবাসাও তোমার যাওয়া আটকাতে পারবে না। তোমার সাথে এক জনমের মতো একই ছাদের নিচে থাকা তাও হবে না। তোমার সাথে এই জনমে আমার আর সংসার করা হয়ে উঠবে না। তোমার আটপৌরে সংসারে বউ হওয়ার স্বপ্ন আমার বুকে চাপা পড়েই রইবে। সারাদিন শেষে আমার অভিমান তুমি একদিন আর ভাঙ্গাবে না। এই যে আমি তোমার নিত্য দিনের অভ্যাসে পরিণত হয়েছি, একদিন এই অভ্যাসও তুমি ভুলে যাবে। একদিন তুমি আমাকে, আমার সবকিছু ভুলে যাবে। যেদিন তুমি অন্য কারো বর হবে, অন্য কারোর সাথে সংসার পাতবে, অন্য কারো সাথে সংসারে নিত্য দিনের হিসাব মেটাবে, সেদিন তুমি আমায় ভুলে যাবে। যেখানে চুক্তি করা সম্পর্ককেই মানুষ ভুলে যায়, সেখানে চুক্তি বিহীন সম্পর্ক আর কেই'বা মনে রাখে, তাইনা? পার্থক্য এটুকুই, ভুলে থাকার প্রতিযোগিতায় তুমি জিতে যাবে আর আমি হেরে যাবো। তার কারণ কি এটাই, তোমার ভাষায়- "আমি বড্ড মানুষ মানুষ" তাই? - লিপি সরকার ##trending ##viraltiktok ##foryou

About