@jeon_nusrat77: আমার মন্ত্রী মশাই part 18 yn বের হওয়ার পর পরই একটি ছেলে প্রবেশ করে রেস্টুরেন্টে। Jungkook এর পাশে গিয়ে বসে।ছেলেটিকে এতো দেরি করে আসতে দেখে পূর্বের সব রাগ মাথা চাড়া দিয়ে ওঠে Jungkook এর।যতো রাগ ছিলো সব রাগ গিয়ে পড়ে বেচারা ছেলেটার উপর। ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে আছে yn। তার সামনেই yn2 আর yn3 একের পর এক ফুচকা খেয়েই যাচ্ছে। তার যে খেতে মন চাচ্ছে না এমন নয়। কিন্তু রেস্টুরেন্টে খাওয়ার পর তার পেটে সামান্য জায়গাও ফাঁকা নেই। কিন্তু এরা যেভাবে খাচ্ছে মনে হচ্ছে কতদিন থেকে কিছুই খায়নি। "তোরা কি মানুষ?" "কেনো কোনো সন্দেহ আছে?" "এভাবে খাচ্ছিস কীভাবে? মাএই না এতো খাবার খেলি। ১৫ মিনিটও হয়নি এখনও। " "আবার খাওয়ার খোটা দিচ্ছিস। আমরা কমই খাচ্ছি। তোর ভাগ্য ভালো আমাদের মতো বান্ধবী পেয়েছিস। " এটা ভালো ভাগ্য বলে?" yn2 রেগে তাকায় yn এর দিকে। yn বোকা বোকা হাসি দেয়। যতোই মুখে বলুক না কেন সে জানে কতটা ভাগ্যবতী হলে এমন বান্ধবী পাওয়া যায়। কিন্তু ওইযে বন্ধুদের মধ্যে একটা স্বভাব কখন কোনো কিছু স্বীকার করবে না। তাদের কথার মাঝেই একজন সেখানে এসে দাঁড়ায়। "মাফ করবেন আপনাদের সময় নষ্ট করার জন্য। আমাকে কি এই ঠিকানাটা বলতে পারবেন? লোকটার কথায় তিনজন পিছনের দিকে তাকায়। একজন সুদর্শন লোককে দেখতে পায়। " না কোনো সমস্যা নেই বলুন কোন ঠিকানা?" লোকটি একটি কাগজ তাদের দিকে এগিয়ে দেয়। yn কাগজ হাতে নিয়ে কিছুটা অবাক হয়। "আরে এতো আমার বাড়ির থেকে কিছুটা দূরে। আপনি ওই ঠিকানার খোঁজ করছেন কেনো?" "আমি ওখানের নতুন ভারাটিয়া। " "ওহ্ আচ্ছা আমি আপনাকে বলে দিচ্ছি।" "রেস্টুরেন্ট থেকে বেড়িয়ে yn কে একটা ছেলের সাথে দেখে Jungkook। কিছু সময় সেদিকেই তাকিয়ে থাকে। অতঃপর soobin কে সাথে নিয়ে স্থান ত্যাগ করে Jungkook। এসব নিয়ে ভাবলে তার চলবে না। মন্ত্রী মানুষ সে কতো দায়িত্ব তার। সেদিকে মন দিতে হবে তার।হঠাৎ মনে পড়ে সকালে বাসায় কি বলে এসেছিলো Jungkook। সে যেহেতু রাজি হয়েছে তার মানে এতক্ষণে তার জন্য মেয়ে দেখা শুরু হয়ে গেছে। কাউকে হাড়িয়ে ফেলার ভয় মনে জেকে বসে। কিন্তু কাকে? হঠাৎ বুকের মধ্যে চিনচিন ব্যাথা অনুভব করে। আরেকবার তাকায় yn এর দিকে।কেনো তার এমন হচ্ছে কিছুতেই বুঝতে পারছে না। নিজের অনুভূতি গুলোকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। ★★★★★★★★ yn রাগ নিয়ন্ত্রণের জন্য নিজের ঠোঁট নিজেই কামড়ে ধরে আছে।অসম্ভব পরিমানে লাল হয়ে আছে ওর চোখ জোড়া। yn2 আর yn3 অনেক কষ্টে ওকে ধরে রেখেছে। ইতোমধ্যে ক্যাম্পাসের অনেকে ভির করে ফেলেছে। প্রথম বর্ষের একজন ছাএী এভাবে সিনিয়র ছেলেদের কেনো মারছে তাদের বোধ্যগম্য হচ্ছে না।অবশ্য মেয়েদের মধ্যে খুশি দেখা যাচ্ছে। নিচে পড়ে থাকা তিনজন ছেলে ব্যাথায় কাতরাচ্ছে। ছেলেগুলোর এমন অবস্থা দেখে ভার্সিটির মেয়েরা পৈচাশিক আনন্দ অনুভব করছে। কিছু সময়ের মধ্যে গেটের কাছে একটা গাড়ি দেখা যায়।সকলে আতঙ্কিত নয়নে তাকায় সেদিকে। গাড়ি থেকে নেমে পড়ে একজন সুদর্শন ছেলে।চোখে সানগ্লাস কালো প্যান্ট সাদা শার্ট হাতে ব্র্যান্ডের ঘড়ি।শার্টের হাতা ফোল্ড করতে করতে এগিয়ে আসে ক্যাম্পাসের দিকে।ছেলে তিনজনকে মাটিতে কাতরাতে দেখে ভ্রু কুচকে যায় ছেলেটির। জিজ্ঞোসু দৃষ্টিতে তাকায় পাশে থাকা একটি ছেলের দিকে।ছেলেটি বুঝতে পেরে সবকিছু খোলে বলে। ফ্ল্যাসব্যাক yn ভার্সিটিতে আজ আসতে দেরি হওয়ায় yn2 আর yn3 ক্যাম্পাসে অপেক্ষা করছিলো তার জন্য। এর মধ্যেই একটা ছেলে হঠাৎ করে yn3 এর হাত ধরে ফেলে।আতঙ্কিত হয়ে যায় yn3। পাশে থাকা yn2 এর মুখেও স্পষ্ট ভয় ফোটে ওঠেছে।তার বুঝতে পেরেছে তারা সিনিয়রদের রেগিং এর শিকার হতে চলেছে।yn2 এর চোখ আদিত্য কে আর yn কে খুঁজছে। "আপনি আমার হাত ধরেছেন কেনো? ছাড়ুন বলছি এটা কেমন অসভ্যতা?" "এখানে অসভ্যতার কি দেখলে?" বলেই বিশ্রি ভাবে হাসতে লাগলো ছেলেটি। তার পিছনে থাকা বাকি ছেলে দুজনও যোগ দিলো তার সাথে। ভার্সিটির ছেলে মেয়ে গুলো চেয়ে চেয়ে দেখছে। তারা এগিয়ে আসতে চাইলেও আসতে পারছে না এই ছেলেগুলোকে ভয় পায় তারা। বিশেষ করে ছেলেগুলোর লিডারকে "আপনি জানেন না আমি কে? এর ফল ভালো হবে না কিন্তু হাত ছাড়ুন। " এই তোরা শুনলি এই মেয়ে সামিরকে ভয় দেখাচ্ছে। তা কে তুমি সুন্দরী। ব্যাঙ্গ করে বললো সামির। yn3 এর ওড়নার দিকে হাত বাড়াতে শুরু করলো সে। কিছু ছেলেমেয়ে বাদে বাকি সকলে তৎক্ষনাত চোখ বন্ধ করে ফেলে। তারা জানে এখন yn3 এর সাথে কি হতে চলেছে। কোনো কিছু পড়ে যাওয়ার শব্দে চোখ খুলে তাকায় সবাই। মাটিতে পড়ে থাকা সামিরকে দেখতে পায় তারা।যারা ঘটনাটা দেখছে তারা অবাক নয়নে তাকিয়ে আছে yn3 এর পাশে দাড়ানো yn এর দিকে। 350+cp