@ystka_26:

ystkaa
ystkaa
Open In TikTok:
Region: ID
Wednesday 04 December 2024 15:22:20 GMT
945
127
1
3

Music

Download

Comments

denyy_well
denyywell :
menyala mbak ku wkwk
2024-12-04 16:00:53
1
To see more videos from user @ystka_26, please go to the Tikwm homepage.

Other Videos

ভালোবাসায়_বন্দিনী [part 4] -- ওয়েট আপু ওয়েট এটাকি কোন যন্ত্রমানব এমন রোবটের মতো বসে আছে কেনো। এমন শক্ত করে চেয়েই বা আছে কেনো৷ ঐ ব্যাটা কি সমস্যা দোষ কে করছে আপনি না আমি। একদম চোখ নিচে রাখেন।  দোষ করছেন সো এখন সরি বলেন নয়তো আজকে কপালে খাবাড় জুটবে না। আমার মতো অবলা শিশু,অবলা মেয়ে,অবলা নারী,কিউট বাচ্চা গোলাপি রানীর গায়ে হাত তুলতে আপনার বিবেকে নাড়া দিলো না হে! জানেন স্কুল,কলেজে সবাই আমাকে গোলাপি দিদি বলে ডাকে। নামটা আমিই বলে দিছি ওদের। গোলাপি আমার ফেভারিট  কালার তাই তো আমি গোলাপি রানী, গোলাপি দিদি।যাক আসল কথায় আসি দেখেন গাল টা কি লালই না করে দিছেন লাল করার ইচ্ছা হইছে বললেই হতো আমি মেক আপ করে লাল করে নিতাম৷ এইভাবে কেউ মারে দেখেন পাঁচ টা আঙুল স্পষ্ট। বাই দ্যা পুকুর ঘাট আপনার হাত টা দেখি কি বসাইছেন লোহা নাকি অন্য কিছু। বলেই হাত ধরতে নিতেই Jungkook ঠাশিয়ে আরেকটা থাপ্পড় লাগিয়ে দিতেই চেয়ার থেকে নিচে পড়ে গেলো yn। yn2 এবার কেঁদেই দিলো ভয়ে।  বাচ্চা মেয়েটা এবার বুঝি আর নাই ভেবেই ynকে দুহাতে ওঠাতে নিলো। yn এবার ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শুরু করলো। আর বলতে লাগলো
ভালোবাসায়_বন্দিনী [part 4] -- ওয়েট আপু ওয়েট এটাকি কোন যন্ত্রমানব এমন রোবটের মতো বসে আছে কেনো। এমন শক্ত করে চেয়েই বা আছে কেনো৷ ঐ ব্যাটা কি সমস্যা দোষ কে করছে আপনি না আমি। একদম চোখ নিচে রাখেন। দোষ করছেন সো এখন সরি বলেন নয়তো আজকে কপালে খাবাড় জুটবে না। আমার মতো অবলা শিশু,অবলা মেয়ে,অবলা নারী,কিউট বাচ্চা গোলাপি রানীর গায়ে হাত তুলতে আপনার বিবেকে নাড়া দিলো না হে! জানেন স্কুল,কলেজে সবাই আমাকে গোলাপি দিদি বলে ডাকে। নামটা আমিই বলে দিছি ওদের। গোলাপি আমার ফেভারিট কালার তাই তো আমি গোলাপি রানী, গোলাপি দিদি।যাক আসল কথায় আসি দেখেন গাল টা কি লালই না করে দিছেন লাল করার ইচ্ছা হইছে বললেই হতো আমি মেক আপ করে লাল করে নিতাম৷ এইভাবে কেউ মারে দেখেন পাঁচ টা আঙুল স্পষ্ট। বাই দ্যা পুকুর ঘাট আপনার হাত টা দেখি কি বসাইছেন লোহা নাকি অন্য কিছু। বলেই হাত ধরতে নিতেই Jungkook ঠাশিয়ে আরেকটা থাপ্পড় লাগিয়ে দিতেই চেয়ার থেকে নিচে পড়ে গেলো yn। yn2 এবার কেঁদেই দিলো ভয়ে। বাচ্চা মেয়েটা এবার বুঝি আর নাই ভেবেই ynকে দুহাতে ওঠাতে নিলো। yn এবার ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শুরু করলো। আর বলতে লাগলো "রাক্ষসের বাপ, শয়তানের ব্যাটা জঙ্গলের ভূত তোর কপালে ডাইনী বউ জুটবে দেখে নিস।পেত্নীর মতো দেখতে হবে তোর বউ। যে সকাল বিকাল তোর রক্ত চুষে খাবে। আমার চেহেরা যদি আবার খারাপ হয় রে তোর হৃদপিণ্ড জ্বালাই ফালাবো আজ মনে রাখিস আমি yn। এইবার আমার গায়ে হাত তোলার শাস্তি তোকে দিয়েই ছাড়বো। ভালোর কাল নাই বোঝা হইছে আমার। ওরে আমার কোমড়টা বুঝি আর নাই রে। আমার কপালে বুঝি রোমান্টিক জামাই আর জুটলো না রে নয়ন। তোর দুলাভাই এই কোমড় ভাঙা মাইয়ারে বুঝি আর পছন্দ করলো না রে। Jungkook কথা গুলো শোনার আগেই সেখান থেকে রাগে হন হন করে চলে গেছে। yn2 ভয় অবাক দুটোই হলো। এমন অবস্থাতেও এই মেয়ের মুখ ঠিকি চলছে৷ একজনের হাত চলছে তো আরেকজনের মুখ চলছে। yn2 ynকে চেয়ারে বসিয়ে তাঁর চোখের পানি মুছে দিতে লাগলো। দু গালে দশ আঙুলের দাগ স্পষ্ট। বড্ড খারাপ লাগছে yn2র। yn2র বেশ সন্দেহ হলো দু দুবার এভাবে গায়ে হাত তোলা তো এমনি এমনি না।এতো রাগই বা কিসের জন্য যে এইটুকুন একটা মেয়েকে এভাবে মারছে। নিশ্চয়ই এখানে অন্য কোন ব্যাপার আছে কিন্তু কি?? yn বেশী কথা বলে তাই?? নাকি অন্য কিছু?? . আপাতত সব চিন্তা কে দূরে ঠেলে yn কে শান্ত করার চেষ্টা করতে লাগলো yn2। হৈমী যে হারে ননস্টপ বকবক করে যাচ্ছে এখনি আবার সকলে জেনে যাবে দ্বিতীয় বার Jungkookর থাপ্পড় দেওয়ার কথা। আর এবারে নিশ্চয়ই কেউ Jungkookকে ছেড়ে কথা বলবে না। যতোই মেয়ের বাড়ির লোক সাধাসিধে হোক না কেনো। ছেলের বাড়ির কেউ এমন বিহেভিয়ার করলে তবুও দু দুবার কেউ ছাড় দিয়ে কথা বলবে না। এদিকে ynও এবার ভিষণ রেগে যাচ্ছে। কি সব বকে যাচ্ছে। Jungkookকে কেউ বাজে কথা বললে একদম সহ্য করতে পারে না yn2। তবুও বার বার Jungkookকে নিয়ে কটু কথা শুনতে হয়। yn ছোট একটা মেয়ে সবে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে ওর সাথে যা হয়েছে এতে রেগে যাওয়ারই কথা। তাই ওর কথাগুলো ধরছে না। কিন্তু এরপর যদি বাকিরা কথা শোনায় Jungkookকে তাহলে yn2 সহ্য করতে পারবে না। Jungkook রেগে গিয়ে বাড়ি ছাড়া হলে দিনের পর দিন Jungkook কে এক নজর না দেখেও থাকতে পারবে না yn2। তাই ynকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে গেলো সেখান থেকে। ynতো বকেই যাচ্ছে সমান তালে Jungkookকে । . yn2 আর yn চলে যাওয়ার পরই Jungkook আবারো বড় বড় পা ফেলে সেই জায়গাটায় এলো। এক হাঁটু গেড়ে বসে নিচে পড়ে থাকা হোয়াইট স্টোনের টিকলি টা তুলে নিয়ে হাতের মুঠোয় বন্দি করে ফেললো। গভীর এক শ্বাস ছেড়ে ওঠে দাঁড়ালো। চোখে,মুখে সেই গম্ভীর ভাবটাই স্পষ্ট রয়েছে, খানিকটা রেগে যে আছে তাও বোঝা যাচ্ছে। হাতের মুঠো খুলে টিকলি টা চেয়ে দেখলো আবারো থাপ্পড় খেয়ে নিচে পড়ে যাওয়ার সময়ই ynর টিকলিটা খুলে পড়ে গেছে বোধ হয় ভেবেই আরেকদফা গভীর শ্বাস ছাড়লো,,, 100+ like আসছে 100 জন যদি 10টা করেও copylink করতো তাতে 1000 টা copylink হয়ে যেত সেখানে আমিতো তোমাদের 200 cp করতে বলছি #ffwriter #bdarmy #jungkookff #tiktok #bangladesh #tiktokbangladesh #bdtiktokofficial #foryoupage #foryou #viral #fyppp @For You @TikTok Bangladesh @TikTok

About