@mdsiddikur01: এই ৩ টা বুক একসাথে মেলানোর প্রশান্তি অবর্ণনীয়। সোস্যাল মিডিয়ায় কিছু বছর যাবত আমাদের ভাইদের মধ্যে দূরত্ব নিয়ে বেশ আলোচনা চলছিলো। আসলে প্রত্যেক ফ্যামিলিতেই সামান্য অভিমান-অভিযোগ থাকে। সেটা নিতান্তই অল্প সময়ের জন্য। মূলত; রক্ত কখনোই ভাগ করা যায়না। ভুল বোঝাবুঝির অবসান হওয়াটা অত্যন্ত জরুরি ছিলো। কিন্তু সবার চরম ব্যস্ততায় সুযোগ হয়ে উঠছিলোনা। আমার প্রাণের প্রতিষ্ঠান জামি'আ ইমদাদিয়ার বার্ষিক মাহফিলটা যেন আমাদের জন্য রহমত হয়ে আসলো। বাবা-মা,বোন, দুলাভাই, চাচা ও চাচতো ভাইদের উপস্থিতে দীর্ঘ সময় বৈঠকের পর, সম্পূর্ণ ভিত্তিহীন অপবাদ, অভিযোগ ও অভিমানের সমাপ্তি ঘটলো। শয়তানি শক্তি সাময়িক বিজয়ী ছিলো। চূড়ান্ত বিজয় পবিত্র বন্ধনের। ❤️❤️❤️ কপি পোস্ট Mahfuzur Rahman Jaber#মৃত্যুর_আগে_একবার_শুনে_দেখুন