@nipu_nusu_: তোমারে যদি ভুলে যেতে পারতাম, জীবনটা খুব সহজ হয়ে যেতো। যেভাবে ভুলে গেছি, কৈশোরের প্রেম সাদাকালো টিভিতে প্রচারিত সিনে দুপুরের বৃহস্পতিবার আর শুক্রবার। অংকের শিক্ষকের জোড়া বেতের বাড়ি, কিংবা ঘুড়ি কিনবো বলে টিফিনের জমানো টাকা হারিয়ে ফেলার শোক।। তোমারে যদি ভুলে যেতে পারতাম, যেভাবে ভুলে গেছি, নিজের শৈশবের চেহারা নিজেই। কিংবা কৈশোরে শখ আহ্লাদ! তুমি যৌবনের কাঁটা হয়ে বিধে আছো! যে কাটার জ্বালা ঝেড়ে ফেলার কায়দা নেই। যেন মৃত্যুর সঙ্গী। জীবন আছে তাই ফুরাচ্ছে কিন্তু তুমি তো নেই তবুও ফুরাচ্ছো না কেন? এই যে তুমি আসলে আটকে আছো শুকনো ভাতের দলার মতো বুকে।😅❤️🩹#foryouu #foryouplz #unfreezemyacount #CapCut #foryoupageofficiall @TikTok Bangladesh @TikTok
নিতে পরেনা পলক বিজলীর মত দেয় ঝলক। হাই আমি বারবার পাগল আর চোখের দৃষ্টি ভঙ্গিমা দেখে লিখি কবিতা গান গজল। ভ্রু দুটি মায়াবী যুগল আঁখি জলে ভেজা দুধে আলতা ওই দুটি অপূর্ব কপাল 💔💔💔💔💔💔💔💔❤️🩹❤️🩹❤️