@nipu_nusu_: আমাকে যদি প্রশ্ন করো ভালবাসি কতটুকু তবে বলবো আকাশ কে কখনো মাপা যায় না! যদি প্রশ্ন করো ভালবাসা কি? তবে বলবো আবেগের বহিঃপ্রকাশে তোমাকে ছাড়া থাকা দুঃখের চেয়ে আর কোন দুঃখ ছুতে পারে না আমাকে। যদি প্রশ্ন করো ভালবেসে আমাকে কি দিতে চাও! তবে বলবো তোমাকে আকাশ দিতে চাই, মুক্ত পাখি হয়ে উড়তে পারা এই আকাশে! যদি প্রশ্ন করো ভালবেসে কি চাই আমি! তবে বলবো জ্যোৎস্না হয়ে, আকাশের বুকে থেকো অন্ধকার সরিয়ে। শেষ হাসিটাও আমার সাথেই হেসো বৃদ্ধ বয়সে। যদি প্রশ্ন করো ভালবাসার আরেক নাম কি? তবে বলো তোমার মুখ চোখ তোমার হাসি এবং তুমি! ভালবাসা বলতে তোমাকে জানি, তোমাকেই শুনি।🙂❤️🩹👀#foryouu #unfreezemyacount #foryoupageofficiall #foryouplz @TikTok Bangladesh @TikTok