@srikookie._.ot7: :- "Taehyung ভাই, আপনি বাইরে যান না। আমি শাড়ি পড়ছিতো।" শাড়ির আচঁলটা কোন রকম পেঁচিয়ে দুহাতে আঁকড়ে ধরে বললো Yn। তবে তার কথায় Taehyung এর কোন রূপ হেলদোল প্রকাশ পেলো না Yn। Taehyung নির্বিকার ভঙ্গিতে দরজার ছিটকিনি উপরের দিকটায় তুলে দিলো। Yn ড্রেসিং টেবিলের গা ঘেঁষে মূর্তির ন্যায় দাড়িয়ে রয়েছে। হাতের এদিক ওদিক দিয়ে ছুটে যাচ্ছে অগোছালো শাড়ি। Taehyung তার দিকে তাকালো পর্যন্ত না। Taehyung এর দৃষ্টি সামনের দিকে। সে সোজা গিয়ে Yn এর বিছানায় বসে জুতো খুলে পা তুলতে তুলতে বললো, Taehyung:- "তোহ্?তুই পড়ানা শাড়ি। আমি বারণ করেছি?" Yn চোখ জোড়া সংকুচিত করে তাকালো। অনুরোধের স্বরে মিনমিনে কন্ঠে বললো, Yn:- "Taehyung ভাই প্লিজ...দেখুন সবাই অনেক আগেই তৈরি হয়ে রয়েছে। শুধু আমি বাকি।" Taehyung তার কথা তোয়াক্কা করলো না। আয়েশি ভঙ্গিতে বিছানায় গা এলিয়ে দিয়ে পরণের অফ ওয়াইট রংয়ের পান্জাবির উপরের বোতাম গুলো খুলতে খুলতে বিরক্তিকর কন্ঠে বললো, Taehyung:- "দেখ Yn, Don’t disturb me...প্রচুর ঘুম পাচ্ছে আমার। অন্য কোন রুম ফাঁকা নেই। বাড়ি জুড়ে মেয়েলোক দিয়ে ভরা। কেমন গা গিজ গিজ করছে। তার উপর তোর বাবা না জানি কোথাকার মানুষ জন কে দাওয়াত দিয়েছে। মেয়ে গুলোতো খুবই গায়ে পরা স্বভাবের। সে ব্যাপারে বিস্তারিত বলতে চাচ্ছিনা, তুই লজ্জা পাবি। মূল কথা হলো, তোর রুমটাই খালি আছে।ঘুমাতে দে ব্যাস!" Taehyung এর এতগুলো কথায় Yn বোকা বোকা চাহনী নিক্ষেপ করে দাড়িয়ে রইলো। Taehyung চোখ বন্ধ করে একটা হাত কপালে রেখে শান্তিমতো শুয়ে রয়েছে। কেউ যেন আশেপাশে নেই। Yn এর উপস্থিতি একেবারেই নগন্য। Yn চিন্তিত ভঙ্গিতে ঠোঁট কামড়ে ধরে ভাবলো, "তারমানে উনি এখন এ ঘরে ঘুমাবেন! তবে আমি তৈরি হবো কি করে? নিজের বোনের মেহেদির অনুষ্ঠানে কি আমার যাওয়া হবেনা?" অত:পর কিছুক্ষন এদিক ওদিক তাকিয়ে মাথা খাটিয়ে বললো, Yn:- "অনুষ্ঠান শুরু হবে একটু পরে।আপনি এখন ঘুমাবেন?" Taehyung তাকালো না। আগের মতোই শুয়ে চোখ বন্ধ অবস্থাতে বললো, Taehyung:- "সারাদিন অনেক খেটেছি। তোর বাপ-ভাইরাতো আমাকে বিনা বেতনে কর্মচারী রেখে দিয়েছে। ভদ্রতার খাতিরে কিছু বলতেও পারিনা। আর এই মেয়েলোকী মেহেদির অনুষ্ঠানে আমার থেকে কাজ নেই। তুই সেজেগুজে,যাতো। কানের সামনে অহেতুক চ্যান চ্যান করিসনা।" Yn কিছুটা সময় নিয়ে ভাবলো, এই "চ্যান চ্যান" কথাটার মানে কি? উনার ভান্ডারেই যতসব উদ্ভুত কথাবার্তার উৎপত্তি। ~~ বাইরে গানের শব্দ শোনা যাচ্ছে। তার মানে নাচগান শুরু হয়ে গেছে। হঠাৎই কাঁদো কাঁদো হয়ে এলো Yn এর চেহারা। তবে পানি বের হলোনা। কারণ তার সচল মস্তিষ্ক জানে যে কাঁদলে সাজ নষ্ট হয়ে যাবে। কাজল লেপ্টে যাবে। তারপর ঠিক ভু'তে'র মতো দেখাবে তাকে। সেটা তো হতে দাওয়া যাবেনা। কিছু সময় পর ধৈর্যহারা হয়ে এবার Yn সরাসরি বললো, Yn:- "আমি আপনার সামনে শাড়ি পরতে পারবোনা।" Yn এর কন্ঠে স্পষ্ট তীব্র দৃঢ়ভাব, Taehyung কোন কথা বললো না। তবে পর মুহূর্তে বামকাত হয়ে ফিরে শুলো। নিজেই Yn এর কাঁথাটা খুলে গায়ে টেনে নিয়ে তীক্ষ্ণ ভরাট কন্ঠে সাবধানী বাণী সমেত বললো, Taehyung:- "ঘুরে শুয়েছি এবার আর একটা কথাও যদি বলিস, একেবারে সব খুলে চোখের সামনে বসিয়ে রাখবো বলে দিলাম।" Yn আ'ত'কে উঠলো। হৃদপিন্ডটা বার কয়েক লাফিয়ে শান্ত হয়ে গেলো। ভাবলো,ওনার ওপর বিশ্বাস নেই। রাগের মাথায় দেখা যাবে সত্যি সত্যিই যা বললেন তাই করবেন। কি বি'শ্রি একটা কান্ডই না হবে! আরেক বার Taehyung কে সচেতন দৃষ্টিতে দেখে নিলো Yn। গলা পর্যন্ত কাঁথা টেনে উল্টো দিকে ঘুরে কপালে হাত ঠেকিয়ে ঘুমাচ্ছে Taehyung। সুতরাং তার দিকে তাকানোর কোনো উপায় নেই। Yn নিশ্চিন্ত মনে ছোট্ট একটা শ্বাস ফেলে কোন রকম গায়ে জড়ানো আঁচলটা সরিয়ে রাখলো। মনোযোগ দিয়ে কুঁচি করছে তখনই দরজায় খটখট শব্দ হলো। Jisoo আপুর কন্ঠ শোনা যাচ্ছে, Jisoo:- "Yn, আর কতক্ষন লাগবে রে তোর? তোর বোনের মেহেদি আর তুই ই দরজা আটকে বসে আছিস।" Yn দ্রুত কুঁচিটা গুঁজে নিলো। গলা বাড়িয়ে বললো, Yn:- "হয়ে গেছে আপু,আসছি।" Jisoo:- "আয় জলদি Jihun কে তো তুই মেহেদি পরিয়ে দিবি ও অপেক্ষা করছে।" Yn:- "হ্যাঁ আসছি আমি তুমি যাও।" আর কোন কথা শোনা গেলোনা Jisoo এর। তবে তার খালামনির কন্ঠ শোনা গেলো। তিনি ব্যস্ত কন্ঠে Jisoo কে বলছে, :- "এই Taehyung টা কই গেলো রে Jisoo? কোথায় সাথে সাথে থাকবে তা না করে নিশ্চয়ই বাইরে বেরিয়েছে।" #Cousin_Brother🤎 _Part-01_ [Collected Story] "ভালো লাগলে Next Part এর জন্য কমেন্ট করো" #taehyung #taehyungff #srikookie_ot7 #srikookie6 #srisfiction #btsbdarmy🇧🇩 #foryoupage #followme #copylink #fyp #fypシ #viralvideo #viralvideoplease #foryoupageplease #account #grow
𝐒𝐑𝐈𝐒𝐓𝐈⁷
Region: BD
Sunday 08 December 2024 14:22:47 GMT
Music
Download
Comments
Ts_Tawciya :
apu next
2024-12-09 05:33:26
0
Tanisha :
Apu eta kotha thke collect krso, kindly janaben plsss💜
2024-12-08 19:57:55
0
Dohana💜 :
ai prothom ff porlam ..onek sundor hoysa 🥰next part please🥰🥰
2024-12-19 23:03:04
0
jaans :
apu kicu mone na korle ekta kota boli story tar original name ta kindly rktu bolba plz asole ami dekbo j laste happy ending hobe kina? hehe plz bolo
2024-12-08 19:05:58
0
Strawberry<<<🍓🍓 :
Next part please please please please😫😫😫😫
2024-12-09 02:44:56
0
Bangtan soniondon :
Next part akto romantic dean🙂🙂🙂
2024-12-09 09:01:14
0
🌚jungkook er bou🥵🔪 :
Next part plz
2024-12-09 01:36:23
0
♡︎sᴀʀᴀ 𝙾𝚝7♡︎🍑🍒 :
next part plzzzz 🙂❤️
2024-12-09 04:37:11
1
To see more videos from user @srikookie._.ot7, please go to the Tikwm
homepage.