❤️🩹محمد نديم أحمد❤️🩹 :
কিছু বিদায় শব্দ হিন হয়, কিছু সম্পর্কে শেষ হয় ব্যাখ্যা হিন সবচে বেদনা ধায়ক, বিদায় হলো সেই গুলোই যা কখনো বলা হয় না ব্যাখ্যা করা হয় না, শুধু নিরবতার গবিরে হারিয়ে যায়, হঠাৎ করে নেমে আসে নিস্তব্ধতা না বলা কথা উত্তর হিন প্রশ্ন গুলো সবকিছুতেই রাতের অন্ধকারের আরো তীব্র হয়ে ভাঁজে, আমি শুয়ে থাকি ভাবতে থাকি প্রতিটি মুহূর্ত প্রতিটি হাঁসি প্রতিটি ছুয়ে যাওয়া স্মৃতি যেন একটার পর একটা এসে ভিড় করে মনে , আমি খুঁজে পাইনি সেই একটা কারন যা সবকিছু বদলে দিল কিন্তু কোনো উত্তর পাইনি। আমার কোনো আফসোস নেই, মানুষ যখন দুঃখ পায় তখন সে বলে এই কাজটি না করলে ভালো হতো অথবা এমন টা না হলেও পারতো, মানুষ নিজেকে বুঝাতে অতীতে করা ভুলের উপর দোষ চাপিয়ে দেয় , আফসোস করে এমনটা না হলেও পারতো, কিন্তু আমি কখনো আফসোস করবো না, আপনার সাথে আমার কেনো দেখা হলো, কে কাকে ছেড়ে গেছে কে কাকে ঠকিয়েছে আজ আর সেই সমিকরন না মেলায়, দিন শেষে আমরা এক হতে পারিনি, এটাই চরম সত্য। কিন্তু আমার কোনো আফসোস নেই আমাদের কেন দেখা হলো বা আপনি কেন আমাকে ছেড়ে গেলেন এটা নিয়েও আমার কোন দুঃখ নেই। দুঃখ একটাই আমি আপনাকে পায়নি, কিন্তু এটা আমার আফসোস নাহ, আপনাকে পায়নি এটা আমার বিশাল দুঃখ বোধ, আমি এই বিশাল দুঃখ বোধ নিয়ে এক জীবন বাঁচতে পারবো, তাতে আমার কোনো আফসোস নেই বরং আফসোস থেকে যেত যদি আমাদের দেখা না হতো, যদি আপনাকে ভালোবাসার সুযোগ না পেতাম, ক্ষণিকের জন্য হলেও যদি আপনার ভালোবাসা না পেতাম, তা হলে আমি সত্যিই অনেক আফসোস করতাম। জীবনে যে পথ হেঁটে এসেছি আমার কাছে সেটা সবসময়ই সুন্দর, সেটা সুখের হলেও দুঃখের হলেও, আর এই হেঁটে আসার পথে যতটুকু আপনি লেগে আছেন ততটুকু বিসেস মুহূর্ত, তা হলে আপনিই বলেন কেনো আমি আফসোস করবো, এটা ভেবে যদি আমাদের কখনো
দেখা না হতো পরিচয় না হতো তাহলে ভালো হতো। আপনি নেই তো কি হয়েছে? আপনার দেওয়া দুঃখ আছে, আপনার দেওয়া স্মৃতি আছে, আর জীবনের একটি অংশে আপনি লেগে আছেন। মানুষ ভিসন সকত, মানুষ ভিসন কঠিন, মানুষ যত সহজে আনন্দ শেয়ার করতে পারে তত সহজে দুঃখ শেয়ার করতে পারে না, মানুষ যত সহজে হাসতে পারে তত সহজে কান্না করতে পারে না, আমরা সবাই কাঁদি কেউ বলতে পারবে না আমি এক জীবনে দুঃখ পাই নি আমি কান্না করি নি, দুঃখ সবারই হয় কষ্ট সবাই পায়, আপনার সামনে যে মানুষটি হাঁসি খুশি খোঁজ নিয়ে দেখেন বোকের ভেতর তারও কান্না জমে আছে। আপনি যাকে মন খারাপ করতে দেখেন নাই তারও মন খারাপ হয়। আপনার চোখে যে ভালোবাসা ছিল আমাকে পাওয়ার যে আকুলতা ছিল আমাকে ছুয়ে দেখার যে প্রবলতা ছিল আজ তা আর নেই, হারিয়ে গেছে । হারিয়ে গেছেন আপনি, আপনার উন্মাদন
2025-07-22 17:19:47