@_jannat_zumodu_: ১৮-২৪ অনেক বেশী সময় নাকি কম তার হিসাব আমি করবো না..কিন্তু এতোটুকু বলতে চাই এই এই বছর গুলো যেমন সুন্দর, হাসি কান্না ভালোবাসা দিয়ে ভরা ছিলো তেমনি ছিলো স্বপ্নের মতো, আমাদের রিলেশন শুরুর দিন থেকে এই পর্যন্ত একটা মানুষের ডেডিকেশন তার এই রিলেশনের প্রতি সম্মান প্রতিটি জিনিস ছিলো আমার থেকে বেশি, আমার প্রেমিকের চেয়ে সে আমার বন্ধু ছিলো বেশি এখন হাসবেন্ডের চেয়ে বন্ধু, চোখ বন্ধ করে তাকে সব বলে দুনিয়ার শান্তি অনুভব করা যায়.তার প্রতি আমার ভালোবাসার চেয়ে সম্মান আরো বেশি কাজ করে,আমার সাথে সব সময় ছায়া হয়ে থাকার জন্য তোমাকে ভালোবাসা জানাই❤️এমন কিছু লেখার বা বলার জন্য হলেও বৃদ্ধ হতে চাই এক সাথে🌺 . . . . . . . . . . #loveyou #Love #successstory #ourjourney #couple #lovestory #couple #tiktokofficialbangladesh #fyppppppppppppppppppppppp