@priyo_beli: সে নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসে, তাকে কখনো হারিও না। যে তোমার না বোঝার সময়গুলোতে শক্ত হাতে তোমার হাত ধরে রাখে, তাকে অবহেলার স্রোতে ভাসিয়ে দিও না। যে তোমাকে পড়ে গেলে তার নরম হাতে তুলে নিয়েছে, তাকে কখনো ভেঙে পড়তে দিও না। জীবনে অনেক মানুষ আসবে, যাবে, কিন্তু নিঃস্বার্থ ভালোবাসার মানুষ খুব কম সময়েই আসে। তাই তাকে আঁকড়ে ধরে রাখো, আগলে রাখো। Lines - Rio Voice - Nahidul Islam #bangladeshtiktokofficial #banglaquotes #poetry #books @TikTok Bangladesh