@user2017723410: অসম্ভবরকম ভালোবাসার পরও যেই মানুষটা তোমাকে ঠ'কিয়েছে তাকে ভুলে যেতে শেখো। যে তোমার চোখের পানিকে অগ্রাহ্য করে তোমার সামনে দিয়ে অন্যজনার হাত ধরলো, কষ্ট হলেও তাকে মন থেকে মুছে দাও। কেউ যদি তোমার আকাশ সমান ভালোবাসাকে উপেক্ষা করে চলে যেতে পারে। তবে তুমিই বা আঁটকে থাকবে কিসের আশায়? তার কাছ থেকে আরো কিছুটা দুঃখ পাওয়ার জন্য? না নিজেকে অসহায় প্রমাণ করতে? যেই ভালোবাসার খাতিরে তুমি তার জন্য এতো মরিয়া, সেই ভালোবাসার খাতিরেই তোমার তাকে ভুলে যাওয়া উচিত। কারণ ভালোবাসার স্থান হৃদয়ে, পায়ের নীচে না। কেউ অবহেলা শুরু করলে ফিরে আসতে হয়। সে যেমন তোমার পরোয়া করেনি, তুমি পারবে তার দেয়া কষ্টের প্রতি কোনো পরোয়া না দেখিয়ে ভালো ভাবে বাঁচতে নিজের জীবনে। তুমিও হাসতে পারবে তাকে ছাড়াই। টিকে থাকবে তার অনুপস্থিতিতেও। বিশ্বাস করো কেউ কাউকে ছাড়া ম'রে না। তুমিও তাকে ছাড়া ম'রবে না। বরং তার সাথে থাকলে তার অবহেলা তোমায় মৃ'ত্যুর দুয়ারে ঠেলে দিবে। ভালোবাসা ভালো, কিন্তু পাগলামি নিছক বোকামির বাইরে কিছুই না।😅💔 #foryou #flowers #virall