@jj_jisan_ahmed: আমি যখন তোমাকে পুরপুরি ভাবে ভালোবাসতে শুরু করলাম। তখন থেকেই আমার মনে হতো তুমি ছাড়া এই পৃথিবীতে আর সুন্দর কিছু নেই। অতটা তীব্র কোনো নেশা ও নেই যা তোমার মাঝে আছে। তুমি যখন অবহেলা করা শুরু করলে— সেই কষ্ট, সেই বেদনা ভুলার জন্য একটু দৃষ্টি ঘুরিয়ে প্রকৃতি দেখতে লাগলাম, চার পাশের মানুষ গুলোকে দেখতে লাগলাম। অবশেষে আমি জানলাম তুমি ছাড়াও এই প্রকৃতি, এই চারপাশের যা কিছু আছে তাও অনেক সুন্দর। প্রকৃতি অবহেলা করে না, চারপাশের মানুষগুলো আমায় কারণে অকারণে কষ্ট দেয় না। ভালো আছি কিনা তা কেউ জিজ্ঞেস না করলেও আমার অতটা দুঃখ লাগে না। আসলে কি জানো সবই অধিকার— কাউকে একবার নিজেকে ভালো রাখার অধিকার দিয়ে দিলে সেই সবচেয়ে বেশি খারাপ থাকার কারণ হয়ে যায়! তোমার অবহেলায় যদি আমাকে নতুন কিছু সৌন্দর্য চিনতে শিখায় তাহলে বেশ সেই অবহেলা সাদরেই গ্রহণ করলাম। তুমি ছাড়াও পৃথিবীতে আরও অনেক কিছু আছে— যা সত্যিই অনেক সুন্দর। সত্যিকার অর্থে ভালোবাসার চোখ দিয়ে যা দেখবো তাই সুন্দর!#SJ_Cute_Stoty #SJ_Jisan_Ahmed #foryou #viralvideo #viral