@yt_taslima_hassan02: Happy new year 2025 -নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা তোমাকে কলিজার স্বামী জান...💐🎇🎉 নতুন বছরে আবার নতুন করে ভালোবাসতে চাই আমি তোমাকে! এতো বাঁধার পরও আলহামদুলিল্লাহ তুমি আমার ই আছো...অনেক বার বলছিলাম ছেড়ে দাও আমাকে, ভুলে যাও আমার আর তুমি শুনেছিলে আমাকে রেখো দাও তাই তো এতো যত্ন করে বুকে আগলে রেখে শক্ত করে আমার হাতটা ধরে রেখেছো আজও!🤝 তুমি জানো তুমি আমার পাশে থাকলে আমি এক আকাশঁ পরিমান শান্তি পাই অনেক ভালোবাসি তোমাকে কলিজা...!❤️🩹😊 _আল্লাহ্ কাছে আমার একটাই চাওয়া তোমাকে জানি আমার কলিজার টুকরা করেই সারাজীবন আমার কাছে রাখেন,তোমার কাছেও আমি কিছু চাই না,একটাই চাওয়া শুধু তুমি আমার পাশে থাইকো সবসময় এভাবে ছায়ার মতো ,আমাকে কখনো ছেড়ে যাইয় নাহ্..!🥹🫂🤝❤️🩹 -নতুন বছরের শুভেচ্ছা কলিজা!🎉🎊#আমার_খরগোশটা🐇 #taslima_hassan_tasmim🐇🦋🍁 #জামাইর_আহ্লাদী_বউ🧕👻